ফের পুলিশ অভিযান চালিয়ে নানুরের বনগ্রাম থেকে উদ্ধার করল ৭টি ড্রামভর্তি প্রায় ৩৫০টি বোমা। বৃহস্পতিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে ওই গ্রামের একটি পরিত্যক্ত বাড়ি থেকে ওই বোমাগুলি উদ্ধার করে পুলিশ। এর আগে নানুর এলাকা থেকে প্রচুর বোমা উদ্ধার হয়েছে। পুলিশ জানায়, বোমাগুলি কারা কী উদ্দেশ্যে মজুত রেখেছিল খতিয়ে দেখা হচ্ছে।
|
বাড়ির দরজা ভেঙে এক শিক্ষিকার ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ। মৃতার নাম মাধবী মণ্ডল (২৫)। বাড়ি মুর্শিদাবাদের খড়গ্রাম থানার কাঁথাই গ্রামে। বৃহস্পতিবার গভীর রাতে রামপুরহাট ৯ নম্বর ওয়ার্ডের লোটাসপ্রেস এলাকায় একটি বাড়ির নীচের তলা থেকে দেহটি উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, মুর্শিদাবাদের নোনাডাঙা হাইস্কুলে পার্শ্বশিক্ষক হিসেবে পড়াতেন। লোটাসপ্রেস এলাকায় তিনি ভাড়া বাড়িতে থাকতেন। পুলিশ জানায়, গত ১২ অগস্ট সিউড়ির এক যুবকের সঙ্গে রেজিস্ট্রি করে তাঁর বিয়ে হয়। দেহের পাশ থেকে পাওয়া সুইসাইড নোটে ওই শিক্ষিকা তাঁর মৃত্যুর জন্য কাউকে দায়ী করেননি বলে পুলিশের দাবি।
|
সপ্তাহ দুয়েক ধরে খয়রাশোলের বড়রা এক্সচেঞ্জ এলাকায় বিঘ্নিত হচ্ছে বিএসএনএলের টেলিফোন পরিষেবা। ফাইবার কেব্ল ছিঁড়ে গিয়ে এই বিপত্তি। এর ফলে ল্যান্ডলাইন, মোবাইল ও ইন্টারনেট পরিষেবা না পাওয়ায় ক্ষুব্ধ বাসিন্দাদের আভিযোগ, সংশ্লিষ্ট দফতরকে জানিয়েও ফল মেলেনি। বড়রা টেলিফোন এক্সচেঞ্জের এক আধিকারিক জানান, একটি পাকা নর্দমা তৈরি করতে গিয়ে বেশ কিছু জায়গায় তার ছিঁড়েছে। সেগুলি খুঁজে যত শীঘ্র সম্ভব পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা চলছে।
|
অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল নাজিমা বিবি (২০) নামে এক বধূর। বাড়ি রামপুরহাট থানা এলাকায়। ১৫ নভেম্বর তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। শুক্রবার মৃত্যু হয়।
|
বৃহস্পতিবার ব্রাহ্মণী নদীতে স্নান করতে গিয়ে ডুবে মৃত্যু হল নলহাটি থানার বাটিগ্রামের বাসিন্দা বিশ্বনাথ লেটের (৪৮)। |