সংস্কৃতি যেখানে যেমন |
|
কালীপুজোয় অনুষ্ঠান |
পাত্রসায়র সর্বজনীন কালীপুজো কমিটির উদ্যোগে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে গেল মঙ্গলবার, বুধবার ও শুক্রবার। পুজো মণ্ডপের পাশেই মঞ্চ বেঁধে নাচ, গান-সহ নানা অনুষ্ঠান হয়।
|
আবৃত্তিলোক |
কোতুলপুরের আবৃত্তিলোক সংস্থার ১৮তম বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে গেল গত রবিবার। কোতুলপুর উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ মঞ্চে আবৃত্তি, শ্রুতি নাটক ও সঙ্গীত পরিবেশিত হয়। ছিল গুণীজন সংবর্ধনাও।
|
শিশুদের নৃত্য |
রাইপুর থানার পুলিশের উদ্যোগে শনিবার ও রবিবার রাইপুর বয়েজ হাইস্কুল প্রাঙ্গণে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। শনিবার শিশুদের নৃত্য প্রতিযোগিতা হয়। ৩৫ জন শিশুশিল্পী যোগ দিয়েছিল। রবিবার দুপুরে আদিবাসী নৃত্য প্রতিযোগিতা হয়। করম, সড়পা, ভুয়াং নৃত্য প্রতিযোগিতায় এলাকার ১৫ টি দল যোগ দেয়।
|
বসে আঁকো |
|
বাঁকুড়া শহরের কায়স্থপাড়া এলাকার একটি মাঠে সম্প্রতি বসে আঁকো প্রতিযোগিতা হয়ে গেল। আয়োজন করেছিল অঙ্কুর প্রায় ৩০ জন প্রতিযোগী যোগ দেয়।
|
সংবর্ধনা |
বিষ্ণুপুরের ছায়ানট সঙ্গীত সংস্থা সংবর্ধনা জানাল রামশরণ সঙ্গীত মহাবিদ্যালয়ের অধ্যক্ষ সঙ্গীতাচার্য সুজিত গঙ্গোপাধ্যায়কে। সম্প্রতি বিষ্ণুপুর মহকুমা সভাকক্ষে এই অনুষ্ঠান হয়। উপস্থিত ছিলেন বিষ্ণুপুরের মহকুমাশাসক অদীপ কুমার রায়, প্রবীণ সঙ্গীতশিল্পী অহিদাস চক্রবর্তী প্রমুখ।
• বালসি মেলবন্ধন সঙ্ঘের সর্বজনীন কালীপুজো কমিটিও মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান করে। স্থানীয় পল্লিসেবা সমিতির সামনে ছড়া, কবিতাপাঠ, আবৃত্তি, নাচ, গান এবং ছৌ-নৃত্য হয়। উপস্থিত ছিলেন ইন্দাসের বিধায়ক গুরুপদ মেটে-সহ বিশিষ্টজন। |
|
• কালীপুজো উপলক্ষ্যে শনিবার রাতে পুরুলিয়ার বেলগুমা পুলিশ লাইনে পুলিশকর্মীরাই যাত্রা মঞ্চস্থ করলেন। পুলিশ আধিকারিক অনুপ নাথের পরিচালনায় ‘এ দেখাই শেষ দেখা নয় তো’ যাত্রাপালাটি সকলের প্রশংসা পায়। উদ্বোধন করেন পুলিশ সুপার সি সুধাকর। পুলিশ পরিবারের সদস্যদের সঙ্গে ছিলেন যাত্রামোদীরাও। ছিলেন আত্মসমর্পণকারী মাওবাদী সদস্যেরাও।
• কালীপুজো উপলক্ষ্যে বড়জোড়া সাইনিং স্টার ক্লাবের পরিচালনায় দু’দিনের সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে গেল। গান, নাচ পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা।
• বড়জোড়া পলাশতলা আমরা ক’জন সঙ্ঘও কালীপুজো উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান করে। শিশু শিল্পীদের নৃত্য প্রতিযোগিতা দর্শকদের প্রশংসা পায়।
|
|
• প্রয়াত কবি-সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়কে স্মরণ করল বিষ্ণুপুরের নজরুল চর্চাকেন্দ্র। গত রবিবার বিষ্ণুপুরে কৃত্তিবাস মুখার্জি উচ্চ বিদ্যালয়ের সভাঘরে কবির স্মৃতিচারণ করা হয়। তাঁর কবিতা আবৃত্তি করা হয়। পুরুলিয়া শহরেও অনুষ্ঠান।
|
ছবিগুলি তুলেছেন অভিজিৎ সিংহ, সুজিত মাহাতো। |
|