টুকরো খবর |
বিদ্যাসাগরে সমাবর্তন
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
|
চলছে প্রস্তুতি। —নিজস্ব চিত্র। |
বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান হবে কাল, মঙ্গলবার। গত বছর এই অনুষ্ঠান করতে পারেননি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তাই এ বার দু’বছরের সমাবর্তন অনুষ্ঠান একই সঙ্গে করা হচ্ছে। অনুষ্ঠানটি হবে মেদিনীপুর শহরের শহিদ প্রদ্যোৎ স্মৃতি সদনে। অনুষ্ঠানে যোগ দিতে আসার কথা রাজ্যপাল তথা বিশ্ববিদ্যালয়ের আচার্য এম কে নারায়ণনের। এ ছাড়াও মুখ্য অতিথি হিসাবে উপস্থিত থাকার কথা ইতিহাসবিদ ও জাতীয় গবেষণা অধ্যাপক (ন্যাশনাল রিসার্চ প্রফেসর) গোবর্ধন মেহেতার। এই দিন অনুষ্ঠানে ৯০ জন ছাত্রছাত্রীকে পিএইচডি প্রদান করা হবে। যার মধ্যে কলা বিভাগের ২৭ জন ও বিজ্ঞান বিভাগের ৬৩ জন রয়েছেন। এ ছাড়াও তিন জন বিশিষ্ট ব্যক্তিকে সাম্মানিক ডিগ্রি প্রদান করা হবে। যার মধ্যে রয়েছেন প্রখ্যাত সানাই বাদক ওস্তাদ আলি আহমেদ হোসেন খান। তাঁকে ডি লিট দেওয়া হবে। আর দুই বিজ্ঞানী রমণ সুকুমার ও দিলীপ মহালনবীশ-কে প্রদান করা হবে সাম্মানিক ডিএসসি। অনুষ্ঠান সুন্দর করতে সব রকমের পদক্ষেপ করা হচ্ছে বলে রবিবার এক সাংবাদিক বৈঠকে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রঞ্জন চক্রবর্তী। অনুষ্ঠানের আয়োজন করতে শনি ও রবিবারেও বিশ্ববিদ্যালয়ে এসে কাজ করছেন কর্মীরা।
|
মানিকপাড়ায় গোলমাল
নিজস্ব সংবাদদাতা • ঝাড়গ্রাম |
যৌথ বাহিনীর জওয়ানদের গাড়ির সামনে পড়ে গিয়েছিলেন স্থানীয় এক দোকানদার। আর তা নিয়েই রবিবার সকালে ধুন্ধুমার বাধল পশ্চিম মেদিনীপুরের মানিকপাড়ায়। অভিযোগ, এরপর বিনা প্ররোচনায় গাড়ি থেকে নেমে ওই দোকানিকে মারধর করেন আইআরবি জওয়ানেরা। অনুপ কর নামে ওই দোকানিকে জোর করে নিয়ে যাওয়া হয় মানিকপাড়া পুলিশ বিট হাউসে। ভবিষ্যতে এই ধরনের ঘটনা ঘটবে না বলে স্বীকারোক্তি লিখিয়ে ছাড়া হয় তাঁকে। ক্ষুব্ধ অনুপবাবুর কথায়, “আমি কিছুই করিনি, অথচ উল্টে আমাকে দিয়ে এই সব লিখিয়ে নেওয়া হল।” ঝাড়গ্রামের এসপি ভারতী ঘোষের অবশ্য দাবি, “সকালে এ রকম গুজব শুনেছিলাম। পরে খোঁজ নিয়ে জেনেছি সে রকম কিছুই ঘটেনি।” এই ঘটনার প্রতিবাদে আজ, সোমবার মানিকপাড়া বাজারে ৬ ঘণ্টা ব্যবসা-বন্ধের (সকাল ৬টা থেকে দুপুর ১২টা) ডাক দিয়েছেন ব্যবসায়ীরা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মানিকপাড়া বাসস্ট্যান্ড চকে মনোহারি দোকান রয়েছে অনুপবাবুর। এ দিন সকাল সাতটা নাগাদ দোকান খুলতে যাচ্ছিলেন তিনি। তখনই ওই রাস্তা দিয়ে বেলতলা ক্যাম্পের আইআরবি জওয়ানদের গাড়িটি চুবকার দিকে যাচ্ছিল। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গাড়িটির সামনে পড়ে যান অনুপবাবু। তবে চালক ব্রেক কষায় চোট পাননি। এরপরই দু’পক্ষে বচসা বাধে। অনুপবাবুর অভিযোগ, “আমি শুধু বলেছিলাম, দেখে চালান। তাতেই চটে গিয়ে জওয়ানেরা চড়-থাপ্পড় মারেন।”
|
সোয়াদিঘি খাল সংস্কার নিয়ে বৈঠক
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
সোয়াদিঘি খাল সংস্কারের কাজ সুষ্ঠু ভাবে সম্পন্ন করতে রবিবার সর্বদল বৈঠক হল শহিদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতির অফিসে। রূপনারায়ণের সঙ্গে যুক্ত তমলুকের শহিদ মাতঙ্গিনী ব্লকের সোয়াদিঘি থেকে পাঁশকুড়া পর্যন্ত প্রায় ১৯ কিলোমিটার দীর্ঘ এই খাল সংস্কারের জন্য সেচ দফতর ৫ কোটি ২৫ লক্ষ টাকা বরাদ্দ করেছে। সংস্কার কাজে সহযোগিতার জন্য রবিবার বিডিও ও পঞ্চায়েত সমিতির সভাপতির উপস্থিতিতে সর্বদল বৈঠক হয়। পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি বিভাস কর জানান, আগামী ৮ ডিসেম্বর থেকে খাল সংস্কারের কাজ শুরু হবে। নদী থেকে জোয়ারের জল ঢোকা বন্ধ করতে সোয়াদিঘি লকগেটের কাছে খালের উপর ক্রশ বাঁধ দেওয়া হবে আগে। খাল সংস্কারের কাজে নজরদারির জন্য প্রশাসনিক আধিকারিক ও জনপ্রতিনিধিদের নিয়ে মনিটরিং কমিটি গড়া হয়েছে।
|
নাবালিকার বিয়ে রুখল প্রশাসন
নিজস্ব সংবাদদাতা • ঘাটাল |
আবারও নাবালিকার বিয়ে রুখল প্রশাসন। রবিবার পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার বৈকুণ্ঠপুরে এই ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়ায়। স্থানীয় সূত্রে খবর পেয়ে রবিবার, বিয়ের দিনই চন্দ্রকোনার ওসি আশিস জৈন এবং চন্দ্রকোনা ২ নম্বর ব্লকের বিডিও সৈকত হাজরা ঘটনাস্থলে গিয়ে পাত্রীর পরিবারের লোকেদের সঙ্গে কথা বলেন। ওই নাবালিকা স্থানীয় একটি স্কুলের একাদশ শ্রেণির ছাত্রী। তার সঙ্গে বীরভূমের নলহাটির জোগাই গ্রামের এক যুবকের বিয়ে ঠিক হয়েছিল। চন্দ্রকোনারই এক স্কুলের শিক্ষক সেই যুবক। ওসি এবং বিডিও বলেন, “বিয়ের মণ্ডপে গিয়ে পাত্রীর বাবার সঙ্গে কথা বলা হয়। তিনি প্রথমে মানতে না চাইলেও পরে অ্যাডমিট কার্ডে প্রমাণ হয়ে যায় মেয়েটি নাবালিকা।” বিডিও জানান। প্রাপ্তবয়স্ক হওয়ার আগে মেয়ের বিয়ে দেবেন না বলে মুচলেকা লিখিয়ে নেওয়া হয়েছে বাবার কাছে।
|
ফর্ম বিলি নিয়ে গণ্ডগোল
নিজস্ব সংবাদদাতা • হলদিয়া |
সদ্য বিজ্ঞাপিত প্রাথমিক শিক্ষক নিয়োগের ফর্ম বিলির প্রক্রিয়াকে কেন্দ্র করে শনিবার দুপুরে উত্তেজনা ছড়াল হলদিয়ার সুতাহাটা এলাকার চৈতন্যপুর বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাঙ্কে। এ দিন সকাল দশটা থেকে ওই ব্যাঙ্কে ফর্ম বিলির প্রক্রিয়া চলছিল। সাড়ে ১২টা বেজে যেতেই ব্যাঙ্ক কর্তৃপক্ষ ফর্ম বিলি বন্ধ করে দেন। তখন সকাল থেকে লাইনে দাঁড়িয়ে থেকেও ফর্ম না পাওয়া প্রায় দেড়শো কর্মপ্রার্থী ক্ষোভে ফেটে পড়েন। ব্যাঙ্ক কর্তৃপক্ষ জানান, শনিবার সাড়ে ১২টার মধ্যেই ব্যাঙ্কের কাজকর্ম মিটিয়ে দেওয়ার নিয়ম। তাই এ দিনের মতো কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। সোমবার ফের ফর্ম বিলি করা হবে। কর্মপ্রার্থীরা পাল্টা বলেন, ধীর গতিতে ফর্ম বিলির প্রক্রিয়া চলায় যত সমস্যা। এ দিনের লাইনে থাকা প্রত্যেককে টোকেন স্বরূপ কিছু দিয়ে পরদিন ফর্ম সংগ্রহ করার বিষয়টি সুনিশ্চিত করার দাবি জানান তাঁরা। ব্যাঙ্ক কর্তৃপক্ষ এতে রাজি না হওয়ায় বিশৃঙ্খলার সৃষ্টি হয়। পরে সুতাহাটা থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
|
ফুটবল প্রতিযোগিতা
নিজস্ব সংবাদদাতা • এগরা |
সতীশচন্দ্র ও সন্তোষকুমার স্মৃতি নক আউট ফুটবল টুর্নামেন্টের তৃতীয় খেলায় জয়ী হল অস্তিচক ভ্রাতৃসঙ্ঘ। শনিবার এগরা-২ ব্লকের অস্তিচক ভ্রাতৃসঙ্ঘের পরিচালনায় এই খেলায় টাইব্রেকারে অস্তিচক ভ্রাতৃসঙ্ঘ ৫-৪ গোলে বালিঘাই একাদশকে পরাজিত করে। রবিবার চতুর্থ খেলায় পঁচেট কিশোর ক্লাব ৫-৩ গোলে ঝাড়গ্রাম কোচিং সেন্টারকে হারিয়ে দেয়। এগরা-১ ব্লকের বাগমারিতে শনিবার ও রবিবার বাগমারি অগ্রদূত সঙ্ঘের পরিচালনায় নরেশচন্দ্র মাইতি স্মৃতি নক আউট ফুটবল টুর্নামেন্ট হল। বাগমারি হাইস্কুল মাঠে ফাইনাল খেলায় দেপাল বাঁশ ব্যবসায়ী সমিতি ৩-১ গোলে নেগুয়া ফুটবল একাদশকে পরাজিত করে।
|
রিভলভার উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
গোপালপুর সমবায় সমিতিতে ডাকাতির সময় ব্যবহৃত রিভলভার উদ্ধার করল রামনগর থানার পুলিশ। গত মঙ্গলবার রাতে গোপালপুর সমবায় সমিতিতে ডাকাতির সময় স্থানীয় বাসিন্দাদের বাধায় পালিয়ে যায় পাঁচ জনের এক দুষ্কৃতীদল। পরে পুলিশ ৫ ডাকাতকে গ্রেফতার করে বেশ কিছু আগ্নেয়াস্ত্র আটক করে। পাওয়া যাচ্ছিল না রিভলভার। ধৃতদের জেরা করার পরে সেই রিভলভারটিই উদ্ধার করেছে পুলিশ। জিনন্দপুরের কাছে একটি ঝোপ থেকে রিভলভারটি উদ্ধার হয়েছে।
|
ভস্মীভূত বাড়ি
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
আগুনে ভস্মীভূত হল বাড়ি। শুক্রবার গভীর রাতে কাঁথি দেশপ্রাণ ব্লকের বামুনিয়া গ্রাম পঞ্চায়েতের পূর্ব মহিষাগোট গ্রামের সুশীল মাইতির খড়ের চালার বাড়িতে প্রথমে আগুন লাগে। পরে আগুন প্রতিবেশী সুকুমার মাইতির বাড়িতেও ছড়িয়ে পড়ে। দমকল ঘটনাস্থলে আসার আগেই ভস্মীভূত হয়ে যায় দু’টি বাড়ি। স্থানীয় গ্রাম পঞ্চায়েত থেকে দু’টি পরিবারকে ত্রিপল, চাল ও শীতবস্ত্র দিয়ে প্রাথমিক ভাবে সাহায্য করা হয়েছে বলে উপপ্রধান কল্লোল পাল জানিয়েছেন।
|
মূর্তির উদ্বোধন
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
শহিদ ক্ষুদিরাম বসুর পূর্ণাবয়ব মূর্তির আবরণ উন্মোচন হল তমলুকের শহিদ মাতঙ্গিনী ব্লকের নুন্নান গ্রামে বিদ্যাসাগর শিশুশিক্ষা কেন্দ্র প্রাঙ্গণে। শনিবার ওই মূর্তির আবরণ উন্মোচন করেন রাজ্যের জলসম্পদ অনুসন্ধান ও উন্নয়ন দফতরের মন্ত্রী সৌমেন মহাপাত্র। স্থানীয় শহিদ ক্ষুদিরাম বসু স্মৃতি রক্ষা কমিটির উদ্যোগে এই উপলক্ষে এ দিন বিকেলে শিশুশিক্ষা কেন্দ্র প্রাঙ্গণে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শোভা সাউ, বিভাস কর, নিকুঞ্জ মান্না প্রমুখ।
|
আলোচনাসভা
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির পূর্ব মেদিনীপুর জেলা কমিটির উদ্যোগে আলোচনাসভা হল তমলুকে। বিজয়া সম্মিলনী পালন উপলক্ষে রবিবার তমলুকের কুলবেড়্যা ভীমদেব আদর্শ বিদ্যাপীঠে ‘প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে নতুন ভাবনা’ বিষয়ে আলোচনা হয়। সভায় বক্তব্য রাখেন অধ্যাপক মীরাতুন নাহার, হরিপদ মাইতি, স্বামী শুদ্ধাত্তনন্দ, শিক্ষক সমিতির রাজ্য সভাপতি শান্তনু পুরকাইত।
|
দেহ উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • হলদিয়া |
এক অজ্ঞাতপরিচয় যুবকের মৃতদেহ ঘিরে উত্তেজনা ছড়াল মহিষাদলের গাড়ুঘাটায়। শনিবার হলদিয়া-মেচেদা ৪১ নম্বর জাতীয় সড়কের ধারে নয়ানজুলিতে বছর তিরিশের ওই যুবকের দেহটি মেলে। পরে মহিষাদল থানার পুলিশ এসে দেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। মৃতের শরীরে কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পায়ের গোড়ালিতে সামান্য চোট রয়েছে। পুলিশের অনুমান, হোঁচট খেয়ে পড়ে মৃত্যু হয়েছে ওই যুবকের। অস্বাভাবিক মৃত্যুর তদন্ত শুরু করেছে পুলিশ।
|
দুর্ঘটনায় জখম
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
দু’টি পথ দুর্ঘটনায় তিন জন আহত হলেন কাঁথিতে। শনিবার রাতে মহিষাগোটে দিঘাগামী একটি গাড়ির ধাক্কায় বাদল নায়ক (৪০) নামে এক পথচারী গুরুতর আহত হন। অন্য দিকে শনিবার রাতে কাঁথি থানার ডাউকিতে কাঁথি-জুনপুট রাস্তায় একটি মোটর বাইক ও রিকশার মুখোমুখি সংঘর্ষে দু’জন চালকই আহত হন।
|
শিল্পায়ন চেয়ে সভার কর্মসূচি শিল্প-শহরে |
এবিজি সরে যাওয়ার প্রেক্ষিতে শিল্পায়নের দাবিতে মঙ্গলবার হলদিয়ায় সভা করবে কংগ্রেস। একই দাবিতে এর পরে রাজ্যের অন্য শিল্প শহরগুলিতেও তাঁরা সভা করবেন বলে রবিবার জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদীপ ভট্টাচার্য।হলদিয়ার ঘটনায় রাজ্যে শিল্প বিনিয়োগের ক্ষেত্রে যে নেতিবাচক বার্তা শিল্পোদ্যোগীদের কাছে গিয়েছে, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রদীপবাবু বলেন, “তৃণমূল সরকার শিল্পের পরিবেশ নষ্ট করছে। হলদিয়া ছাড়াও অন্য শিল্প শহরে সভা করে বাংলার শিল্পপতিদের কাছে আহ্বান জানাব। শিল্পপতিদের বোঝাব, এ রাজ্যে নতুন শিল্প করতে যা সাহায্য প্রয়োজন, তাঁদের আমরা তা দেব।” হলদিয়ার সভায় রাজ্য থেকে কংগ্রেসের দুই কেন্দ্রীয় প্রতিমন্ত্রী দীপা দাশমুন্সি এবং আবু হাসেম খান চৌধুরীও থাকবেন বলে প্রদীপবাবু জানিয়েছেন। এ ছাড়া প্রদেশ কংগ্রেসের শীর্ষ নেতারাও হলদিয়ার সভায় উপস্থিত থাকবেন। |
|