টুকরো খবর |
ফের পালাল আবাসিক
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
ফের মেদিনীপুর বিদ্যাসাগর বালিকা হোম থেকে পালিয়ে গেল এক আবাসিক। পলাতক আবাসিকের নাম পূজা সাহা। বয়স ১৫ বছর। রবিবার সকালে তাকে হোমে না দেখতে পেয়ে খোঁজ খবর শুরু হয়। তখনই জানা যায় যে, শনিবার রাতের অন্ধকারে পালিয়েছে সে। কিন্তু উঁচু পাচিলে ঘেরা হোম থেকে পালাল কী করে? নাকি এর সঙ্গে হোমের কোনও কর্মীর যোগ রয়েছে? তা জানতে তদন্ত শুরু করেছে প্রশাসন। পশ্চিম মেদিনীপুরের অতিরিক্ত জেলাশাসক অরিন্দম দত্ত বলেন, “সমাজ কল্যাণ আধিকারিককে বলেছি, তদন্ত করে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে। আমি নিজেও হোমে গিয়ে তদন্ত করব। তারপরই এ বিষয়ে প্রকৃত তথ্য জানা যাবে। এই পালিয়ে যাওয়ার সঙ্গে হোমের কারও যোগ থাকলে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।” কয়েক বছর আগে এই হোম থেকেই এক সঙ্গে ১০ জন আবাসিকের পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছিল। কিছু দিন আগেও ২ জন আবাসিক পালিয়ে যায়। এখনও তাদের খোঁজ মেলেনি। ফের আবাসিক পালিয়ে যাওয়ার ঘটনায় নড়েচড়ে বসেছেন হোম কর্তৃপক্ষ। পাশাপাশি হোমের পরিবেশ নিয়েও উঠছে নানা ধরনের অভিযোগ।
|
ব্যবসায়ী খুনে অভিযুক্ত ধৃত
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
খড়্গপুরের ব্যবসায়ী রাধেশ্যাম গুপ্তা খুনে জড়িত থাকার অভিযোগে আরও এক জনকে গ্রেফতার করল পুলিশ। অভিযুক্তের নাম শ্রীনু নাইডু। শনিবার রাতে খড়্গপুর শহর থেকে পুলিশ তাঁকে গ্রেফতার করে। এই নিয়ে এই ঘটনায় ৬ জনকে গ্রেফতার করল পুলিশ। ২৯ জুলাই রাত ৯টা নাগাদ খড়্গপুরের শহরের ব্যবসায়ী রাধেশ্যাম গুপ্তাকে গুলি করে দুষ্কৃতীরা। বিষয়টি খতিয়ে দেখতে আইজি (পশ্চিমাঞ্চল) গঙ্গেশ্বর সিংহ নিজে খড়্গপুরে আসেন। পুলিশ জানিয়েছে, প্রথমে ২ জনকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদের পাশাপাশি বিভিন্ন সূত্র থেকে খবর পেয়ে আরও ৩ জনকে গ্রেফতার করে পুলিশ। তাদের জেরা করেই শ্রীনু নাইডুকে গ্রেফতার করা হয়েছে বলে জেলা পুলিশ সুপার সুনীল চৌধুরী জানিয়েছেন। শ্রীনুর বিরুদ্ধে আগেও চুরি, ছিনতাইয়ের অভিযোগ রয়েছে বলে পুলিশ জানিয়েছে। রবিবার আদালতে তোলা হলে শ্রীনুকে চার দিনের পুলিশি হেফাজতে পাঠান বিচারক।
|
অভিযোগ পুলিশি অসহযোগিতার
নিজস্ব সংবাদদাতা • দাঁতন |
অপহৃতা স্কুলছাত্রীকে খোঁজার ক্ষেত্রে অসহযোগিতার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। দাঁতন থানার ষড়রং গ্রামের নবম শ্রেণির ওই ছাত্রী গত ৩ নভেম্বর টিউশন যাওয়ার পথে অপহৃত হয় বলে অভিযোগ। ওই ছাত্রীর বাবার অভিযোগ, গ্রামেরই বাসিন্দা শেখ সিরাজুল ও তাঁর এক সঙ্গী এই অপহরণ করেছেন। ৪ নভেম্বর শেখ সিরাজুল ও তার পরিবারের লোকেদের বিরুদ্ধে থানায় অভিযোগও দায়ের করেন তিনি। ওই দিনই খবর পান, এগরার জামগাঁ গ্রামের একটি বাড়িতে তাঁর মেয়ে রয়েছে। পুলিশকে নিয়ে সেই গ্রামে গেলেও অপহৃতার খোঁজ মেলেনি। মেয়ের বাবা বলেন, “মহকুমা, জেলা এমনকী রাজ্য পুলিশের কাছে আবেদন জানিয়েও সহযোগিতা পাইনি।” দাঁতন থানার আইসি মিহিরলাল নস্কর বলেন, “ওই নাবালিকাকে উদ্ধার ও অভিযুক্তদের গ্রেফতারের জন্য সব রকম চেষ্টা করছি। তল্লাশি হচ্ছে। কিন্তু অভিযুক্তরা পলাতক।”
|
পথ দুর্ঘটনায় মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • দাঁতন |
লরির ধাক্কায় মৃত্যু হল এক মহিলার। রবিবার সকালে দাঁতনের মালিকোঠা গ্রামে জাহালদা-দাঁতন রোডের ঘটনা। মৃতা সোনামণি মাহালী (৩৪) ওই গ্রামেরই বাসিন্দা। তিনি রেশন তুলতে যাওয়ার সময় তুরকা থেকে দাঁতনমুখী একটি লরি তাঁকে পিছন থেকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। গাড়ির চালক পলাতক। চালককে গ্রেফতার ও মৃতার ক্ষতিপূরণের দাবিতে পাঁচ ঘণ্টা পথ অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা।
|
বস্ত্র বিতরণ
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
মেদিনীপুর শহরের রাঙামাটিতে ‘সমাগম’ নামে একটি সংস্থার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হল। ১৩০ জন গরিব মানুষকে শীতবস্ত্র দান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষক অভিজিৎ গুহ, খেলোয়াড় অমিয় ভট্টাচার্য, গোপাল দত্ত প্রমুখ। |
|