টুকরো খবর
তিন অনাথ শিশুকে নিয়ে চিন্তায় হাসপাতাল
তিনটি অনাথ শিশুকে নিয়ে চিন্তায় পড়েছেন আরামবাগ হাসপাতাল কর্তৃপক্ষ। ৬ দিন থেকে দু’দিনের ওই শিশুগুলিকে আপাতত বিশেষ আয়া রেখে পরিচর্যা করানো হলেও এ ভাবে কতদিন চালানো যাবে, তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ। সুপার নির্মাল্য রায় বলেন, “শিশুগুলির পরিচর্যার জন্য আয়া নিয়োগ করা হয়েছে। চিকিৎসাধীন অন্য শিশুর মায়েরা পালা করে মাতৃদুগ্ধও দিচ্ছেন। কিন্তু এ ভাবে বেশিদিন চালানো যাবে না। বিষয়টি সমাজকল্যাণ ও স্বাস্থ্য দফতরে জানানো হয়েছে।” সমাজকল্যাণ দফতরের হুগলি জেলা প্রকল্প আধিকারিক প্রফুল্লকুমার দে বলেন, “শিশুগুলির বিষয়ে শিশুকল্যাণ সমিতিকে জানানো হবে। হাসপাতালের চিকিৎসা শেষ হলে সমিতিই ওদের দেখভাল করবে।” হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ১০ নভেম্বর সোনালি সোরেন নামে ৬ দিনের একটি শিশুকে শ্বাসকষ্ট ও মৃগী রোগের উপসর্গ-সহ হাসপাতালে ভর্তি করান লক্ষ্মণ সোরেন নামে এক ব্যক্তি। নিজেকে শিশুটির বাবা বলে পরিচয় দেন তিনি। কিন্তু তারপর থেকে ওই ব্যক্তির কোনও খোঁজ পাওয়া যায়নি। হাসপাতাল কর্তৃপক্ষকে দেওয়া তাঁর ঠিকানাও ভুয়ো বলে জানিয়েছে পুলিশ। তার পরের দিনই আরামবাগের পাড়াবাগনান গ্রামের মাজিপাড়ার বাঁশবন থেকে উদ্ধার হয় একটি সদ্যোজাত। তাকেও আনা হয় হাসপাতালে। তার বাঁ পায়ের আঙুলে কুকুরের কামড় রয়েছে। শনিবার সকালে হাসপাতালে কন্যাসন্তানের জন্ম দেয় বছর চোদ্দোর এক কুমারী মা। কিন্তু পরে সে শিশুটির দায়িত্ব নিতে অস্বীকার করে। তাই তিন-তিনটি শিশুর বর্তমান ঠিকানা ওই হাসপাতাল। আপাতত শিশুগুলির পরিচর্যায় দায়িত্ব নিয়েছেন হাসপাতালের চিকিৎসক ও নার্সেরা।

শিক্ষককে মার, গ্রেফতার যুবক
ছাত্রীদের উত্যক্ত করার প্রতিবাদ করায় শনিবার প্রহৃত হয়েছিলেন উলুবেড়িয়ার নিশ্চিন্তপুরের বাসিন্দা, গৃহশিক্ষক সুরজিৎ দাস। সেই হামলায় জড়িত অভিযোগে ওই রাতে হাটগাছা থেকে দীপু দাস নামে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। ওই এলাকাতেই তাঁর বাড়ি। এসডিপিও (উলুবেড়িয়া) শ্যামল সামন্ত জানিয়েছেন, বাকি অভিযুক্তদের ধরতে তল্লাশি চলছে। সুরজিৎবাবু নিজের বাড়িতেই গৃহশিক্ষকতা করেন। শনিবার সকালে তাঁর বাড়িতে ছাত্রীরা যখন পড়তে আসছিল সেই সময় বাড়ির কাছে হাটগাছা এলাকায় কিছু যুবককে তাদের উত্যক্ত করতে দেখে সুরজিৎবাবু প্রতিবাদ করেন। কিছুক্ষণ পরে তিনি যখন হাটগাছা বাজারে কেনাকাটার জন্য যান, তখন ওই যুবকেরা তাঁকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। সুরজিৎবাবুকে উলুবেড়িয়া হাসপাতালে ভর্তি করানো হয়। তিনি দীপু দাস-সহ চার জনের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন।

বিবেকানন্দ-স্মরণে
কাঁকুড়গাছি রামকৃষ্ণ মঠ যোগদ্যান, পাঁচলা গঙ্গাধরপুর বিদ্যামন্দির এবং গঙ্গাধরপুর বালিকা বিদ্যামন্দিরের যৌথ উদ্যোগে শনিবার পালিত হল স্বামী বিবেকানন্দের সার্ধজন্মশত বার্ষিকী। স্থানীয় ধর্মতলা প্রাঙ্গণে অনুষ্ঠানের উদ্বোধন করেন মঠ ও মিশনের স্বামী নিত্যমুক্তানন্দ। হাজির ছিলেন মঠের স্বামী শিবানন্দ, বিচারপতি মুরারীপ্রসাদ শ্রীবাস্তব, শিক্ষাব্রতী সন্তোষ দাস প্রমুখ। বক্তারা স্বামী বিবেকানন্দের জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। বহু ছাত্র-ছাত্রী উপস্থিত ছিল।

বোমায় নিহত দুষ্কৃতী
বোমায় নিহত হল এক দুষ্কৃতী। পুলিশ জানায় মৃতের নাম শেখ হাজিম (৪২)। তারাপুকুরের বাসিন্দা হাজিমকে শনিবার সন্ধ্যায় মল্লিকপাড়া এলাকায় একদল দুষ্কৃতী বোমা মেরে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খুনের নালিশ হয়েছে থানায়।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.