|
|
|
|
দুই আলফা জঙ্গি হত, উদ্ধার দু’টি পিস্তল |
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
পৃথক ঘটনায় অসমে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে দুই আলফা জঙ্গির। গোয়ালপাড়ায় গণপিটুনিতে এবং কামরূপে সংঘর্ষে।পুলিশ জানিয়েছে, কাল গোয়ালপাড়ার কৃষ্ণাই থানা এলাকার বেকিপুলে সন্দেহজনকভাবে দুই ব্যক্তিকে ঘোরাফেরা করতে দেখে স্থানীয় বাসিন্দারা তাদের জিজ্ঞাসাবাদ শুরু করে। তখন তাদের একজন পালিয়ে যায়। অন্যজনকে ধরে ফেললে তার কোমর থেকে একটি পিস্তল পড়ে যায়। জনতা তাকে বেধড়ক পেটায়। পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠালে পথেই তার মৃত্যু হয়েছে। পুলিশ জানায়, নিহত ব্যক্তির নাম অজিত রাভা ওরফে কণিষ্ক। সে আলফা জঙ্গি।
অন্য দিকে, আজ সকালে কামরূপের বকো এলাকায় নামতারাবাড়ি গ্রামে পুলিশ ও আলফা জঙ্গিদের মধ্যে বেশ কিছুক্ষণ গুলির লড়াই চলে। সংঘর্ষস্থলে এক জঙ্গির মৃত্যু হয়েছে বলে পুলিশের দাবি। ওই কাছ থেকে মিলেছে একটি ৯ মিলিমিটার পিস্তল।
শিশুর দেহ নিয়ে তদন্ত। হাসপাতাল চত্বরে পাঁচটি নবজাতকের দেহ মেলার ঘটনায় তদন্তের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ। গত কাল, নগাঁওয়ের ভোগেশ্বরী ফুকনানি অসামরিক হাসপাতালে মাতৃমঙ্গল কেন্দ্রের সামনে কুকুরেরা ডাস্টবিন থেকে একটি ব্যাগ ছিঁড়ে দেহগুলি খাচ্ছিল। তখনই ঘটনাটি সকলের নজরে আসে। স্থানীয় মানুষের দাবি, অবৈধভাবে শিশুদের হত্যা করে হাসপাতাল থেকে ফেলে দেওয়া হয়েছিল। হাসপাতালের তরফে জানানো হয়েছে, কী ভাবে দেহগুলি সেখানে এল সে ব্যাপারে তারা কিছু জানে না। আজ মুখ্যমন্ত্রী গগৈ জানান, দেহগুলি কী ভাবে হাসপাতালের সামনে এল, কে দেহগুলি ফেলে গিয়েছে তা অবিলম্বে তদন্ত করে বের করার নির্দেশ দেওয়া হয়েছে জেলা পুলিশকে। |
|
|
|
|
|