শহর দাপিয়ে বেড়ানো ছিনতাইকারী গ্রেফতার করার ক্ষেত্রে লাগাতার ব্যর্থতার পরে অবশেষে কিছুটা সাফল্য পেলেন কলকাতা পুলিশের গোয়েন্দারা।
শনিবার আলিপুরে এক মহিলার হার ছিনতাইয়ের ১২ ঘণ্টার মাথায়, রবিবার এক কলেজ ছাত্র-সহ দুই ছিনতাইকারী গ্রেফতার হয়। মিলেছে সোনার হারটিও। দুষ্কৃতীদের মোটরবাইক আটক করা হয়েছে।
কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (অপরাধ দমন) পল্লবকান্তি ঘোষ বলেন, “ধৃতদের মধ্যে মহম্মদ আকবর ওরফে অম্বর (২০) একটি কলেজে প্রথম বর্ষের ছাত্র। কেন সে অপরাধ জগতে এল, তা খতিয়ে দেখা হচ্ছে। ছিনতাইয়ের সময়ে যে বাইকটি ব্যবহার হয়, সেটিও অম্বরের। তার সঙ্গীর নাম শেখ সামসের (২২)। দু’জনেই একবালপুরের বাসিন্দা। এর আগেও তারা দু-তিনটি ছিনতাই করেছে বলে জেনেছি। সেগুলি কোথায় ও কবে হয়েছিল, খোঁজ নিচ্ছি।” ছিনতাইয়ের অভিযোগে মাস দুয়েক আগে রিজেন্ট পার্ক এলাকায় ম্যানেজমেন্টের এক ছাত্রকে গ্রেফতার করা হয়েছিল। তবে এ বছরের গোড়া থেকে যে ছিনতাইবাজেরা বাধা পেলেই গুলি চালিয়ে দিচ্ছে, তাদের সঙ্গে আকবর ও সামসেরের যোগ নেই বলেই জানিয়েছেন যুগ্ম কমিশনার।
|
বড়বাজারে রবিবার হোসিয়ারি সামগ্রীর একটি গুদামে আগুন লাগে। দমকলের দু’টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিক ভাবে দমকলের অনুমান, শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছিল। ক্ষয়ক্ষতি বিশেষ হয়নি বলে জানায় পুলিশ। |