ডি বি পাওয়ারের ব্যাঙ্ক গ্যারান্টি কেটে নেওয়ার নির্দেশ
সংবাদসংস্থা • কলকাতা |
কয়লা ব্লক বাবদ ডি বি পাওয়ারের ব্যাঙ্ক গ্যারান্টি থেকে ৫.১ কোটি টাকা কেটে সরকারের ঘরে জমা করার নির্দেশ দিল কয়লা মন্ত্রক। দুর্গাপুর টু ও সারিয়া কয়লা ব্লকে সময়ে খনন কাজ শুরু না করার জন্যই এই জরিমানা। শনিবারই সংস্থাকে দেওয়া ওই ব্লক দু’টি ফিরিয়ে নিতে চিঠি দিয়েছে মন্ত্রক। আন্তঃমন্ত্রক গোষ্ঠীর সুপারিশ মেনেই এই সিদ্ধান্ত হয়েছে, জানিয়েছে তারা। ছত্তিশগঢ়, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশের বেশ কয়েকটি ব্লকেও সময়ে কাজ শুরু না হওয়ায় সংশ্লিষ্ট সংস্থাগুলির ব্যাঙ্ক গ্যারান্টি থেকে ১.৬৫-২.৫ কোটি টাকা কাটার সুপারিশ করেছে ওই গোষ্ঠী। তালিকায় রয়েছে গুজরাত অম্বুজা, গ্রাসিম ইন্ডাস্ট্রিজ, লাফার্জ, কেসোরাম ইন্ডাস্ট্রিজ ইত্যাদি সংস্থা।
|
ভারতে প্রস্তাবিত সুইডেনের আসবাবপত্র নির্মাতা সংস্থা আইকিয়ার ১০ হাজার ৫০০ কোটি টাকার লগ্নি ইতিমধ্যেই বাণিজ্য মন্ত্রকের শিল্প নীতি ও উন্নয়ন দফতরের (ডিআইপিপি) সায় পেয়েছে। এখন তা বিদেশি লগ্নি উন্নয়ন পর্ষদের বিবেচনাধীন। রবিবার এই কথা জানালেন কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রী আনন্দ শর্মা। ভারতে ২৫টি বিপণি খুলতে লগ্নির ওই প্রস্তাব দিয়েছে সংস্থাটি।
|
শেয়ার ব্যবসা ও বিভিন্ন সঞ্চয় প্রকল্পে আমানত করার আগে সঠিক তথ্য নেওয়া দরকার। তা নাহলে ঠকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আমানতকারীদের এই বার্তা দিতে শনিবার রামপুরহাটে কলকাতা স্টক এক্সচেঞ্জ ও সেবি-র উদ্যোগে একটি স্বেচ্ছাসেবী সংস্থার পরিচালনায় এক সচেতনতা শিবির হল। |