নিলামে চিঠি
সংবাদসংস্থা • লন্ডন |
মোহনদাস কর্মচন্দ গাঁধীর লেখা দু’টি চিঠি নিলামে উঠতে চলেছে আগামী ১২ ডিসেম্বর। সদবি-র উদ্যোগে এই নিলাম অনুষ্ঠিত হবে। দু’টি চিঠির মধ্যে একটি চিঠি তিনি রবীন্দ্রনাথের দাদা দ্বিজেন্দ্রনাথকে লিখেছিলেন। ১৯২২ সালে সাবরমতী জেলে বন্দি থাকাকালীন গাঁধী এই চিঠিটি লিখেছিলেন। মনে করা হচ্ছে ৫০০০-৭০০০ পাউন্ড দাম উঠতে পারে এই চিঠিটির। অপর চিঠিটি তিনি কোনও এক অজানা বন্ধুকে লিখেছিলেন গাঁধী, বন্ধুর মায়ের মৃত্যুর খবর শুনে। এই চিঠি দু’টি ছাড়াও ইংরেজি সাহিত্য এবং শিশুদের কিছু বই নিলাম হবে।
|
জ্বলছে গাজা |
|
ইজরায়েলি সেনার সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে এই প্যালেস্তাইনি ছাত্র। গাজা
ভূখণ্ডে
ইজরায়েলের
হামলা চলছেই। সমস্যা মেটাতে আলোচনার
অনুরোধ করেছে ভারত। ছবি: এ এফ পি |
|
বস্তিতে আগুন
সংবাদসংস্থা • ঢাকা |
ভয়াবহ অগ্নিকাণ্ডে রবিবার ভোররাতে ছাই হয়ে গেল ঢাকার বৌ-বাজার বস্তি এলাকা। এই ঘটনায় কমপক্ষে ১১ জন মারা গিয়েছেন, যাদের মধ্যে বেশির ভাগই শিশু এবং নারী। ১৫ জন আহত, ৫ জন সঙ্কটজনক।
|
পার্ল হত্যায় ধৃত
সংবাদসংস্থা • করাচি |
মার্কিন সাংবাদিক ড্যানিয়েল পার্লের হত্যায় পঞ্চম অভিযুক্ত সৈয়দ হাশিমকে গ্রেফতার করেছে পাক পুলিশ। ২০০২ সালে পাকিস্তানে পার্লকে খুন করে জঙ্গিরা। এই ঘটনায় আগেই জঙ্গি শেখ ওমর সইদকে মৃত্যুদণ্ড দিয়েছে পাক আদালত।
|
|
তাইল্যান্ডের প্রধানমন্ত্রী ইয়াংগ্লাক শিনাওয়াত্রার সঙ্গে
করমর্দন বারাক ওবামার। ব্যাঙ্ককে। ছবি: রয়টার্স |
|