অধ্যাপিকা নিগ্রহের অভিযোগ উঠল তৃণমূল সাংসদের বিরুদ্ধে |
ভাঙড়ের পর ফের শিক্ষিকা নিগ্রহের অভিযোগ উঠল বেনিয়াপুকুর মিল্লি আল আমিন গার্লস কলেজে। আর ওই অভিযোগ উঠেছে তৃণমূল সাংসদ সুলতান আহমেদের বিরুদ্ধে। অধ্যাপিকা জাহিরা খাতুনের অভিযোগ, কলেজে নিয়ম বহির্ভূত ভাবে গভর্নিং বডির বৈঠক করছিলেন সুলতানবাবু। প্রতিবাদ করায় তাঁকে ঘর থেকে বেরিয়ে যেতে বলা হয়। আরও জানান, তাঁকে ধাক্কা দিয়েছেন গভর্নিং বডির সেক্রেটারি। অন্য দিকে, এই ঘটনাটি অস্বীকার করে সুলতান আহমেদ জানিয়েছেন, ওই অধ্যাপিকা কলেজে নিয়মিত আসেন না, এছাড়া আরও বেশ কয়েকটি অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।
|
দ্বিতীয় হুগলি সেতুতে দুর্ঘটনা, ব্যাপক যানজট |
আজ ভোররাতে দ্বিতীয় হুগলি সেতুতে দু’টি ট্রেলারের মুখোমুখি সংঘর্ষে উল্টে যায় একটি ট্রেলার। আর একটি ট্রেলারটি আড়াআড়িভাবে আটকে থাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ট্রেলার দু’টিকে ক্রেন দিয়ে তোলার চেষ্টা করা হচ্ছে। তবে ক্রেনগুলির ক্ষমতা কম থাকায় এখনও পর্যন্ত সরানো সম্ভব হয়নি। রাস্তা যাতে দ্রুত খালি করা যায় তার জন্য ইতিমধ্যে পৌঁছেছে কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা দল। দীর্ঘ ৬ ঘণ্টা ধরে ট্রেলার দু’টি পড়ে থাকায় কলকাতা থেকে হাওড়ার দিকে যাওয়ার সব রাস্তাই বন্ধ হয়ে গেছে। যত সময় গড়াচ্ছে যানজটের চাপ ক্রমশ বাড়ছে। কত ক্ষণে এই যান চলাচল স্বাভাবিক হবে তা সঠিকভাবে জানাতে পারেনি উদ্ধারকারী দল। তবে তারা জানিয়েছেন, কন্টেনার থেকে আগে মাল খালি করে সেটাকে সরানোর চেষ্টা করা হচ্ছে।
|
আজ সকালে কল্যাণীর সেন্ট্রাল পার্কে বিটি কলেজ চত্বরে একটি গাছ থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ। মৃতের নাম সঞ্জয় দাস। তিনি ওই এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে। আত্মহত্যা না খুন তা খতিয়ে দেখছে পুলিশ। অন্য দিকে, উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জের পুকুরিয়া গ্রামে দেবব্রত মণ্ডল নামে এক ব্যক্তির বাড়ির রান্নাঘর থেকে মাটিতে পোঁতা অবস্থায় মাঝবয়সী ব্যক্তির দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের নাম সাহাবুদ্দিন মোল্লা। কে বা কারা তাঁকে খুন করেছে তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
|
নোদাখালিতে সোনার দোকানে ডাকাতি, মৃত ১ |
দক্ষিণ ২৪ পরগনার নোদাখালিতে গতরাতে একটি সোনার দোকানে হানা দেয় একদল সশস্ত্র ডাকাত। দোকানের শাটার ভাঙার শব্দে উঠে পড়েন দোকান সংলগ্ন বাড়ির দুই ভাই শিবরাম ও তাঁর ভাই প্রশান্ত দে। ডাকাতিতে বাধা দিতে গেলে একজনকে চপার দিয়ে কুপিয়ে হত্যা করে ডাকাতরা। প্রচণ্ড মারধর করে অন্যজনকেও। তাঁকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রায় ৪ লক্ষ টাকা নগদ ও সোনার গয়না নিয়ে চম্পট দেয় ডাকাতরা। এই ঘটনার পর স্থানীয় বাসিন্দারা ক্ষোভে ফেটে পড়েন। তারা দোষীদের ধরার দাবি জানিয়েছেন। ঘটনাস্থলে পুলিশ এসে তদন্ত শুরু করেছে। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি। |