স্বীকৃতি
বর্ষসেরা
জেলার ব্যাডমিন্টনের ছবি তেমন উজ্জ্বল নয়। কিন্তু সেই ব্যাডমিন্টনের উঠতি খেলোয়াড় মণিদীপা দে-ই পেল এ বছরের হাওড়ার সেরা খেলোয়াড়ের পুরস্কার। সম্প্রতি হাওড়ার শরৎসদনে ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্স, বাস্কেটবল খেলোয়াড়দের সম্মানিত করল হাওড়া ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশন। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের সেরাদেরও পুরস্কার দেওয়া হয়।
জেলা সুপার ডিভিশন ফুটবলে এ বারের চ্যাম্পিয়ন দল স্বামীজি স্পোর্টিং ক্লাব। দলের ফুটবলারদের হাতে তুলে দেওয়া হল চ্যালেঞ্জ ট্রফি।
প্রথম ডিভিশন ফুটবলে চ্যাম্পিয়নের স্বীকৃতি পেল প্রগতিশীল সঙ্ঘ। আন্তঃজেলা ফুটবলে এ বার বর্ধমানকে হারিয়ে চ্যাম্পিয়নের শিরোপা পেয়েছে হাওড়া। সেই দলের ফুটবলার অমর হেলা, চিরঞ্জিৎ সরকার, আইনিশ জমাদার, শেখ মইদুল, সুরজিৎ হাজরাদের পুরস্কৃত করা হল।
বিশেষ পুরস্কার দেওয়া হল রাজ্য ফুটবল লিগ জয়ী দাশনগর যুব সঙ্ঘ ক্লাব এবং সিএবি অম্বর রায় সাব জুনিয়র ক্রিকেট চ্যাম্পিয়ন হাওড়া সম্মিলনী সেন্ট্রালের খেলোয়াড়দের। এই দলের ক্রিকেটার মহম্মদ ইরফান আনসারি এ বছর সিএবি-র অনূর্ধ্ব ১৬ বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হয়।
এ বারের সিনিয়র জেলা ক্রিকেটে সেরা দলের শিরোপা পেলেন লিলুয়া ক্রিকেট কোচিং সেন্টারের লেগ স্পিনার বাপি গৌর। অনূর্ধ্ব ১৬ সিএবি আন্তঃজেলা দাত্তু ফাদকার ট্রফিতে এ বার জেলা চ্যাম্পিয়ন হয়েছে মারিয়াস ডেজ স্কুল। মহম্মদ ইরফান আনসারি, রাহুল ঝা, অঙ্কিত মিশ্র-রা পেলেন চ্যালেঞ্জ ট্রফি। স্কুলের ক্রীড়া প্রশিক্ষক অনিন্দ্য ভট্টাচার্য বললেন, “আমাদের নিজস্ব ভাল খেলার মাঠ নেই। ডুমুরজলা মাঠে অনুশীলন করেই ছেলেরা চ্যাম্পিয়ন হয়েছে।” গত বছরের মতো এ বছরও জেলা ব্যাডমিন্টনে সিংহভাগ সাফল্য পেয়েছে বেতড় ব্যায়াম সমিতি। সাতটি বিভাগের মধ্যে পাঁচটিতে তারা চ্যাম্পিয়ন এবং দু’টিতে রানার্স। অনূর্ধ্ব ১৩ এবং অনূর্ধ্ব ১৫-এ চ্যাম্পিয়ন হয়েছে মণিদীপা। জাতীয় প্রতিযোগিতায় খেলে আসা সপ্তম শ্রেণির এই পড়ুয়া এ বার জাতীয় স্কুল ব্যাডমিন্টনে অংশ নেওয়ার সুযোগ পেয়েছে।
বিপ্লব দাস, শুভঙ্কর ঘোষরা সফল হওয়ায় এ বারও সেরার জায়গাটি ধরে রেখেছে বি এস ক্যাম্প। কোচ বিকাশ দাস বললেন, “গোলমোহরে রেলের মাঠে প্রত্যন্ত গ্রাম থেকে আসা ছেলেমেয়েদের নিয়ে অনুশীলন করি। অর্থের অভাবে ছেলেমেয়েদের টিফিন দিতে পারি না।” রাজ্য অ্যাথলেটিক্সে ভাল ফল করায় পুরস্কৃত হলেন উদয়নারায়ণপুরের মেয়ে বনশ্রী রায়।
সফল প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেন রাজ্যের ক্রীড়া বিপণনমন্ত্রী অরূপ রায়। ছিলেন পুরপিতা গোপাল পাত্র, প্রাক্তন মেয়র পারিষদ রামলাল চট্টোপাধ্যায়, সিএবি-র প্রাক্তন সহ-সভাপতি নিমাই দত্ত প্রমুখ।




অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.