চিকিৎসককে তলব ঘিরে বিতর্ক |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
তিনি রাজ্য মেডিক্যাল কাউন্সিলের সভাপতির সঙ্গে দুর্ব্যবহার করেছেন, এই অভিযোগে সাগর দত্ত মেডিক্যাল কলেজের নিওন্যাটোলজিস্ট অরুণ সিংহকে রেজিস্ট্রেশন সার্টিফিকেট-সহ তলব করল কাউন্সিল। তাঁর লিখিত জবাবদিহিও চাওয়া হল। মেডিক্যাল কাউন্সিলের এই চিঠি বৃহস্পতিবার অরুণবাবুর কাছে পৌঁছয়। কয়েক সপ্তাহ আগে এই অরুণ সিংহের বদলি নিয়েই সরগরম হয়ে ওঠে স্বাস্থ্য দফতর। রাজ্যে নবজাতক চিকিৎসায় পরিচিত অরুণবাবুকে এসএসকেএম থেকে বদলি করা হয় সাগর দত্ত মেডিক্যালে, যেখানে নবজাতক চিকিৎসার পৃথক বিভাগই নেই। তাঁর বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ তোলা হলেও এখনও তার প্রমাণ দাখিল করতে পারেননি স্বাস্থ্যকর্তারা। কাউন্সিল জানিয়েছে, ৫ অক্টোবর এক কর্মশালায় বহু বিশিষ্ট চিকিৎসকের উপস্থিতিতে কাউন্সিলের সভাপতি ত্রিদিব বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দুর্ব্যবহার করেছেন অরুণবাবু। প্রাথমিক ভাবে তাঁকে ‘দোষী’ সাব্যস্ত করা হয়েছে। তাই চলতি মাসের ২৯ তারিখ সমস্ত শংসাপত্র নিয়ে তাঁকে কাউন্সিলে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অরুণবাবু নিজে চিঠি পেয়ে বিস্মিত। বললেন, “ওই কর্মশালায় ত্রিদিববাবু একজন শিশু চিকিৎসক হিসেবে উপস্থিত ছিলেন। এখানে কাউন্সিল কী ভাবে আসছে বুঝতে পারছি না।” চিকিৎসক সংগঠন হেলথ সার্ভিস অ্যাসোসিয়েশনের তরফে রেজাউল করিম বলেন, “রাজ্যের চিকিৎসকরা এই ঘটনায় শঙ্কিত। যিনি অভিযোগ করবেন, তিনি বিচারও করবেন। প্রাথমিক ভাবে দোষীও বলা হচ্ছে। তা হলে তো বিচার আগাম হয়েই গিয়েছে। তা ছাড়া ত্রিদিববাবু ওই কর্মশালায় কাউন্সিলের প্রতিনিধি হিসেবে হাজির ছিলেন না। কোনও মতান্তর হলে তা দুই চিকিৎসকের মধ্যে হয়েছে।”
|
আট মাস পরে খাবার হাসপাতালে |
সরকারি নিয়মে হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের খাবার সরবরাহের দায়িত্ব হাসপাতালেরই। কিন্তু গত আট মাস ধরে পশ্চিম মেদিনীপুরের দাসপুর গ্রামীণ হাসপাতাল ছিল তার ব্যতিক্রম। দাসপুর ১ ব্লকের দশটি পঞ্চায়েত এবং দাসপুর ২ ব্লকের লক্ষাধিক মানুষের ভরসা এই হাসপাতাল। প্রতিদিনই আসেন প্রসূতিরা। রোগী কল্যাণ সমিতি সকলেই বিষয়টি জানলেও কেন খাবার সরবরাহ হচ্ছে না, সদুত্তর দিতে পারেননি। অবশেষে সমস্যা মিটল। আনন্দবাজারে রোগীদের দুদর্শার খবর প্রকাশিত হওয়ার দু’দিনের মধ্যেই প্রতিকার পেলেন রোগীরা। বুধবার রাত থেকেই রোগী কল্যাণ সমিতির বরাদ্দ টাকায় হাসপাতাল কর্তৃপক্ষ জরুরি ভিত্তিতে খাবার চালু করেছে। বিএমওএইচ জানান, আপাতত হোটেল থেকে খাবার আনিয়েই সরবরাহ করা হচ্ছে রোগীদের। শীঘ্রই বৈঠক করে সমস্যার স্থায়ী সুরাহা করা হবে।
|
দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট-২ ব্লকের নৈনান গ্রামের ছাত্র ও যুবকদের পরিচালনায় এক স্বাস্থ্যশিবির হয়ে গেল। শিবিরে ১২০ জনের স্বাস্থ্য পরীক্ষা হয়। ছিলেন বিএমওএইচ, মগরাহাটের ওসি, বিডিও, ফলতার ডিএসপি, পঞ্চায়েত সমিতির সভাপতি।
|
হৃদরোগের ব্যয়বহুল চিকিৎসাকে মধ্যবিত্তের নাগালে আনতে একটি বিশেষ ব্যবস্থা নিল বাইপাসের এক বেসরকারি হাসপাতাল। পেসমেকার বসানো, অ্যাঞ্জিওপ্ল্যাস্টি, হার্ট ভাল্ভ প্রতিস্থাপন-সহ বিভিন্ন চিকিৎসা ও অস্ত্রোপচারের খরচ এ বার মেটানো যাবে কিস্তিতে। ১-৬ লক্ষ টাকার মধ্যে মিলবে এই সুবিধা। মূলত দু’টি উদ্দেশ্য নিয়ে তাঁরা এই ব্যবস্থা চালু করেছেন বলে জানালেন ডিসান হাসপাতালের প্রশাসনিক বিভাগের প্রধান তাপস মুখোপাধ্যায়। প্রথমত, টাকার জন্য যাতে জীবনদায়ী চিকিৎসার সুযোগ আটকে না যায়। দ্বিতীয়ত, চিকিৎসার মানের সঙ্গে যেন রোগীকে আপস করতে না হয়। তিনি বলেন, “হয়তো রোগীর ডবল চেম্বার পেসমেকার দরকার। কিন্তু খরচ বেশি বলে তিনি সিঙ্গল চেম্বার পেসমেকার বসালেন। কিংবা অ্যাঞ্জিওপ্ল্যাস্টিতে মেডিকেটেড স্টেন্টের বদলে সাধারণ স্টেন্ট বসালেন। কিস্তিতে টাকা শোধ করতে পারলে আপস হয়তো করতে হবে না।” |