টুকরো খবর |
স্কুল বন্ধের ঘোষণা, ক্ষোভে ঘেরাও |
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
স্কুল বন্ধ করে দেওয়ার ঘোষণায় কর্তৃপক্ষকে ঘেরাও করে বিক্ষোভে ফেটে পড়লেন বাসিন্দারা। বৃহস্পতিবার বিকালে ঘটনাটি ঘটে শিলিগুড়ি সংলগ্ন দাগাপুরের ঊষা মার্টিন স্কুলে। স্কুল সূত্রের খবর, গত তিন বছর ধরে স্কুলটি চলছে। পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়াশোনার সুযোগ রয়েছে স্কুলে। বর্তমানে স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা ৬৪ জন। এদিন স্কুলে অভিভাবকদের ডেকে কর্তৃপক্ষের তরফে জানিয়ে দেওয়া হয়, আগামী বছরের ৩১ মার্চ থেকে স্কুলটি বন্ধ করে দেওয়া হবে। ছাত্রছাত্রীদের অন্যত্র ভর্তি করানোর পরামর্শ দেন তাঁরা। এর পরেই বিক্ষোভে ফেটে পড়েন অভিভাবকরা। স্কুলের প্রশাসনিক প্রধানকে রাত পর্যন্ত ঘেরাও করে রাখেন তাঁরা। পরে পুলিশ এবং একজন ডেপুটি ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে গিয়ে আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়। স্কুলের প্রশাসনিক প্রধান সৈকত ঘোষ বলেন, “নিজস্ব জমি এবং বিল্ডিং না থাকায় স্কুল সিবিএসসি’র অনুমোদন পায়নি। আমরা বহু চেষ্টা করেও জমি জোগাড় করতে পারিনি। এই অবস্থায় আর বেশিদিন স্কুল চালালে ছাত্রছাত্রীদের সমস্যায় পড়তে হবে। তাই স্কুল বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। সেক্ষেত্রে আমরা অপর একটি স্কুলে ছাত্রছাত্রীদের ভর্তি করিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছি। না হলে ভর্তির জন্য যে টাকা নেওয়া হয়েছে তা ফিরিয়ে দেওয়া হবে বলে জানিয়েছি। অভিভাবকরা তা মানতে চাইছেন না।” অভিভাকরা জানান, স্কুলে ভাল পড়াশোনা হয় বলেই তাঁরা সেখানে ছেলেমেয়েদের ভর্তি করিয়েছেন। হঠাৎ করে স্কুল বন্ধ করে দেওয়ার ঘোষণায় এখন তাঁদের সমস্যায় পড়তে হয়েছে। হাকিমপাড়ার বাসিন্দা মেঘমালা ঘোষ বলেন, “এদিনই আমাদের স্কুল বন্ধ করে দেওয়ার কথা জানিয়ে দেওয়া হয়। মেয়েকে ৩৬ হাজার টাকা ফি দিয়ে এলকেজিতে ভর্তি করিয়েছি। এটা মেনে নেওয়া যায় না।” শিবমন্দিরের বাসিন্দা দিপেন্তি মিত্র বলেন, “এক বছর হয়ে গেল মেয়ে এখন এখানে পড়ছে। এভাবে বন্ধ করে দিলে আমরা কোথায় যাব?” অভিভাবক সঞ্জয় পাল, অমিতাভ কাঞ্জিলালরা বলেন, “অভিভাবকরা ছেলেমেয়েদের যে স্কুলে ভর্তি করাতে চাইবেন সেখানেই ব্যবস্থা করে দিতে হবে। না হলে আমরা মানব না।”
|
উন্নয়ন ‘স্তব্ধ’, আন্দোলনের হুমকি বামেদের |
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
শহরের পরিষেবা ও উন্নয়ন স্তব্ধ হয়ে পড়ার অভিযোগ তুলে আন্দোলনের হুমকি দিলেন পুরসভার বিরোধী দলনেতা নুরুল ইসলাম। বৃহস্পতিবার তিনি অভিযোগ তোলেন, শহরের ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বেড়ে চললেও পুরসভার তরফে শহর পরিষ্কার বা সচেতনতা প্রচারের কোনও উদ্যোগ দেখা যাচ্ছে না। তিনি বলেন, “পরিষেবা বেহাল। বালু-পাথরের ট্রাক নিয়ন্ত্রণে কোনও ব্যবস্থা নেই। যে কোনও দিন দুর্ঘটনা হতে পারে। গ্যাসের দাম বেড়ে যাওয়া বিভিন্ন স্কুলে মিডডেমিল পরিষেবাও মুখ থুবড়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এ ছাড়া অপ্রয়োজনীয় খরচ বেড়েছে পুরসভার। নিয়ম না মেনে বেশ কিছু লোক নিয়োগ করা হয়েছে। মেয়রকে চিঠি দিয়ে আমরা সব জানিয়েছি। পুজো কেটে গেলেই আন্দোলনে নামা হবে।” পুরসভার মেয়র গঙ্গোত্রী দত্ত অবশ্য ওই অভিযোগগুলি বিশেষ গুরুত্ব দিতে চাননি। তিনি বলেন, “পুর পরিষেবা বাম আমলের থেকে অনেক ভাল। মানুষই তা বলছে। ডেঙ্গিতে কয়েকজন আক্রান্ত রয়েছেন। একজন ছাড়া বাকিরা বাইরে থেকে অসুস্থ হয়ে শহরে ফিরেছেন। মিডডেমিলের বিষয়টি দেখা হচ্ছে। ট্রাক নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশের সঙ্গে কথা বলব। পুরসভায় নতুন করে কোনও লোক নিয়োগ হয়েনি। যা করা হয়েছে তা প্রয়োজন ছিল বলেই করা হয়েছে।” এদিন নুরুলবাবু অভিযোগ করেন, পুরসভার চেয়ারম্যান নান্টু পাল দল বদল করায় তাঁর বিরুদ্ধে অনাস্থা এনেছে বাম কাউন্সিলররা। কিন্তু পুর কর্তৃপক্ষের তরফে বিষয়টি গুরুত্ব দেওয়া হচ্ছে না। তিনি বলেন, “এবারে আমরা আদালতে যাব।” শহরে গ্রিন পুলিশ নিয়োগের ব্যপারে গুজব ছড়িয়ে বিভ্রান্ত করা হচ্ছে বলেও নুরুলবাবু অভিযোগ করেন। মেয়র বলেন, “গ্রিন পুলিশের বিষয়টি পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলেছি। আর চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা নিয়ে প্রয়োজনীয় জায়গায় আমি বিষয়টি জানিয়েছি।”
|
পিছন থেকে মাথায় কোপ, নিহত যুবক |
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
রাতে বাইক নিয়ে বাড়ি ফেরার পথে এক ব্যক্তিকে ধারাল অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে খুনের অভিযোগ উঠেছে। বুধবার রাত ১টা নাগাদ ঘটনাটি ঘটে এনজেপি পুলিশ ফাঁড়ির পূর্ব সিপাহীপাড়ায়। পুলিশ জানায়, মৃতের নাম, খতিবর রহমান (৪০)। তাঁর বাড়ি রায়গঞ্জ থানার করুতোয়া এলাকায়। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, ওই দিন রাতে তিনি এনজেপি এলাকায় এক মহিলার বাড়িতে গিয়েছিলেন। রাতে সেখান থেকে বাড়ি ফিরছিলেন। সেই সময় ঘটনাটি ঘটে। তাঁর পরিবারের সদস্যদের অভিযোগ, খতিবর রহমানকে পিছন দিক থেকে ধারাল অস্ত্র দিয়ে আঘাত করে খুন করা হয়েছে। ওই ঘটনায় পুলিশ ২ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। শিলিগুড়ি কমিশনারেটের পুলিশ কর্তা বলেন, “ওই ঘটনায় একটি খুনের মামলা দায়ের করে তদন্ত শুরু করা হয়েছে।”
|
৩ নাবালিকা উদ্ধার |
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
সন্দেহজনক ভাবে ঘোরাঘুরি করতে দেখে ৩ নাবালিকাকে উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার শিলিগুড়ির জলপাই মোড়ে। তাদের হোমে রাখা হয়েছে। দু’জনের বাড়ি ইসলামপুরে। একজনের বাড়ি বাড়িভাসায়।
|
রেলে স্মারকলিপি |
সংবাদসংস্থা • জলপাইগুড়ি |
হলদিবাড়ি থেকে পদাতিক এক্সপ্রেস চালানো, উত্তরবঙ্গ এক্সপ্রেসের জলপাইগুড়ি রোডে স্টপ চেয়ে রেলমন্ত্রীকে স্মারকলিপি পাঠাল ডিওয়াইএফ। বৃহস্পতিবার।
|
শিশু কিনে ধৃত |
সংবাদসংস্থা • ময়নাগুড়ি |
চুরি করা শিশু কেনায় ময়নাগুড়ির পুলিশ আলিপুরদুয়ারের এক কাঠ ব্যবসায়ীকে গ্রেফতার করল। পুলিশ জানায়, ওই ব্যবসায়ীর নাম অসিতবরণ রক্ষিত। বৃহস্পতিবার।
|
প্রকাশ্যে জুয়া, ধৃত |
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
প্রকাশ্যে জুয়া খেলার অভিযোগে ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে প্রধাননগর থানার গুরুঙ্গবস্তির মাছ বাজারের কাছে ঘটনাটি ঘটে। ধৃতদের নাম প্রকাশ চৌহান ও নিখিল সাহা।
|
ফের ছিনতাই |
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
ফের এক মহিলার গলার ছিনতাই করে নিয়ে পালাল দুষ্কৃতীরা। বুধবার রাত ১০টা নাগাদ ঘটানটি ঘটে শিলিগুড়ি থানার পাঞ্জাবীপাড়ায়। পুলিশ জানায়, ওই মহিলার নাম মিনতি ঘোষ। বাড়ি পাঞ্জাবীপাড়াতে।
|
অভিযানে থানা |
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
কালী পুজোর আগে নিষিদ্ধ শব্দবাজি এবং জুয়া খেলা বন্ধে অভিযান শুরু করেছে ভক্তিনগর থানা। বৃহস্পতিবার শাস্ত্রীনগরে জুয়া খেলার অভিযোগে ৭ জনকে গ্রেফতার করে পুলিশ। আট হাজার টাকা বাজেয়াপ্ত হয়।
|
দেহ উদ্ধার |
এক প্রৌঢ়ের দেহ উদ্ধার হয়েছে। বৃহস্পতিবার বিকেলে শিলিগুড়ির হাকিমপাড়ার ঘটনা। মৃত চিত্তরঞ্জন দাস (৫৫)মহিলা তৃণমূলের দার্জিলিং জেলা কমিটির সদস্যা রীতাদেবীর স্বামী। |
|