ট্রেনের কামরার মধ্যেই সন্তানের জন্ম দিলেন এক মহিলা। তবে হাসপাতালে নিয়ে যাওয়ার পরে দেখা যায়, তাঁর সন্তান মারা গিয়েছে। সেই মহিলা এখন নদিয়ার বগুলা গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি হয়েছেন। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, ওই মহিলাকে দেখে মনে হচ্ছে তিনি মানসিক ভারসাম্যহীন। তাঁর নাম ও পরিচয়ও জানা যায়নি। তাঁর চিকিৎসা চলছে, তিনি সুস্থ হয়ে উঠছেন। রেল সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ রানাঘাট স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ছিল গেদে গামী আপ রানাঘাট লোকাল। তারই একটি সাধারণ কামরায় ওই মহিলা সন্তানের জন্ম দেন। তবে তখন রেল কর্তৃপক্ষ কিছু জানতে পারেননি। ট্রেনটি ছাড়ার পরে বিষয়টি তাঁরা জানতে পারেন। তাঁরা তখন রেলের ওই বিভাগের সব স্টেশনকেই খবর পাঠিয়ে দেন। যাতে যে কোনও স্টেশনেই নামলে ওই মহিলাকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া যায়। রানাঘাটের ছ’টি স্টেশন পরে বগুলাতে নামেন ওই মহিলা। সেখানে রেলকর্মীরা ছিলেন। তাঁরাই তাঁকে হাসপাতালে ভর্তি করে দেন। জনৈক যাত্রী বিজয় ঘোষ বলেন, “ওই মহিলা কামরার ভিতরে যখন প্রসব করেন, তখন বেশ রক্তপাত হচ্ছিল। ভয়ে কেউই এগিয়ে যাননি। তাঁকে সহযোগিতা করার জন্য রেল কর্তৃপক্ষের তরফেও কেউ ছিলেন না।” রানাঘাট রেল পুলিশের আইসি সুভাষ রায় বলেন, “ট্রেনেই যে প্রসব হয়ে গিয়েছে, তা তখন আমাদের জানা ছিল না।” তবে স্টেশন প্রশাসন সূত্রে জানানো হয়েছে, ওই মহিলা কামরাতেই প্রসব করেছেন, সে কথা জানতে জানতে ট্রেন ছেড়ে যায়।
|
অভিনব প্রতিবাদ। দাবি আদায়ের জন্য এ দেশে কর্মবিরতিই দস্তুর। তবে দাবিপূরণে সারা দেশে এনটিপিসি-র ১২,০০০ প্রশাসনিক আধিকারিকেরা বাড়তি সময় কাজ শুরু করেছেন। ফরাক্কা তাপ বিদ্যুৎ কেন্দ্রেরও ৪০০ জন আধিকারিক বাড়তি সময় কাজের জন্য বৃহস্পতিবার কাজে যোগ দিয়েছেন। ফরাক্কা তাপবিদ্যুৎ কেন্দ্রের এক্সিকিউটিভ ফেডারেশনের সম্পাদক উমেশকুমার বলেন, “৬ দফা দাবিতে দেশের সমস্ত এনটিপিসি প্রকল্পের আধিকারিকেরা ‘বাড়তি কাজ কর’ আন্দোলন শুরু করেছেন। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত টানা ৩২ ঘন্টা কাজ করবেন তাঁরা। এই সময়ে তাঁরা নিজেদের খাবার কিনে খাবেন।”
|
দল ছাড়তে চান। মুর্শিদাবাদের রেজিনগরের কংগ্রেস বিধায়ক হুমায়ুন কবীর এমনই তোপ দেগেছেন। তবে এ কঝা জানতে পেরেই দলের জেলা সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী অধীর চৌধুরী তাঁকে ফোন করে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে ভেবে গেখতে বলেন। ফোন করে অভিমান ভাঙাতে চান জেলার অন্য সাংসদ আব্দুল মান্নান। তার পরিপ্রেক্ষিতে কবীরের জবাব, “যা জানাবার ১৫ তারিখ জানাব।” তবে দল ছাড়লেও তৃণমূলে যোগ দেবেন কি না তা স্পষ্ট করেননি তিনি। মুর্শিদাবাদের তৃণমূলের জেলা সভাপতি মহম্মদ আলি বলেন,‘‘ওই বিধায়কের সঙ্গে আমাদের দলের কোন যোগাযোগ হয়নি।”
|
বেলডাঙা থেকে ৪টি মাসকেট ও এক কিলো বোমার মশলা উদ্ধার করেছে পুলিশ। ওই ঘটনায় জড়িত সন্দেহে বুধবার রাতে আনসার শেখ ও তার ছেলে পটল শেখকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, বুধবার লালগোলার নাটাতলা থেকেও ৭৬০ গ্রাম হেরোইন এবং ৫২ হাজার টাকার জাল নোট উদ্ধার করেছে পুলিশ। ওই ঘটনায় মোট ৪ জনকে গ্রেফতার হয়েছে।
|
পরপর দু’দিন অভিযান চালিয়ে আবগারী দফতরের সঙ্গে নেমে পুলিশ জলঙ্গি এবং ডোমকলের বেশ কয়েক বিঘা গাঁজা চাষ নষ্ট করেছে। |