৩১ জানুয়ারির মধ্যে লিগ শেষ না হলে তাঁরা আর খেলবেন না। লিগ পরিচালন ব্যবস্থার পরিবর্তন চেয়ে আইএফএ-কে এ ভাবেই কার্যত হুমকি দিল ১৬ দলের ক্লাব-জোট। যা শুনে সচিব উৎপল গঙ্গোপাধ্যায় মুম্বই থেকে ফোনে বললেন, “ক্লাবগুলোর সমস্যা জানি। শনিবার সবাইকে ডেকেছি। আশা রাখি, আলোচনায় বসলে সব মিটে যাবে।” এ দিন ক্রীড়া সাংবাদিক তাঁবুতে হাজির ছিলেন ১৬ দলের কর্তাদের নিয়ে তৈরি জোটের প্রতিনিধিরা। আই লিগ খেলা তিন বড় দল বাদে সব দলই রয়েছে এই জোটে। জোটের তরফে কালীঘাট মিলন সঙ্ঘের শীর্ষ কর্তা অজিত বন্দ্যোপাধ্যায় বলেন, “আইএফএ মরসুমের শুরুতে জানিয়েছিল, ডিসেম্বরে প্রিমিয়ার লিগ শেষ হয়ে যাবে। কিন্তু যে ভাবে লিগ চলছে তাতে ডিসেম্বরে হয়তো চূড়ান্ত পর্বের খেলা শুরু হবে।” আইএফএ-র কাছে অজিতবাবুদের দাবি, গ্রুপ তুলে দিয়ে লিগে সব দল সবার সঙ্গে খেলুক। না হলে স্পনসর পাওয়ার সমস্যা প্রবল ভাবে তাড়া করছে ছোট দলগুলোকে। পাশাপাশি, লম্বা লিগ হলে মাঠ এবং আর্থিক সঙ্কট নিয়েও নিজেদের সমস্যা জানান জোটের প্রতিনিধিরা।
|
গুয়াহাটিতে ইয়েমেনের ম্যাচ বাতিল হওয়ায় খুশি ট্রেভর মর্গ্যান। এ দিন বিকেলে পুণে পৌঁছে লাল-হলুদ কোচ ফোনে বলেন, “খুব ভাল হল। গোয়ায় চার্চিল ম্যাচের আগে চোট-আঘাতের সম্ভবনা থাকল না।” এয়ার ইন্ডিয়ার বিরুদ্ধে ম্যাচ খেলতে চিডিরা পুণে গিয়েছেন। গুয়াহাটিতে ১৪ নভেম্বর ম্যাচটি হওয়ার কথা ছিল। বৃহস্পতিবার ই-মেল মারফত ইয়েমেনের পক্ষ থেকে ফেডারেশনকে জানানো হয়েছে, গাল্ফ এয়ারলাইন্সকে ইয়েমেন ফুটবল ফেডারেশন ঠিক সময়ে খবর না দেওয়ায় তারা সব বুকিং বাতিল করে দিয়েছে। পুরো বিষয়টি এএফসি-কে জানিয়েছে ফেডারেশন।
|
ভারতীয় বোর্ড প্রেসিডেন্ট এন শ্রীনিবাসনের বাবার নামে ডাকটিকিট বার করতে চলেছে সরকার। আগামী ১১ নভেম্বর চেন্নাইয়ে শ্রীনিবাসনের বাবা টি এস নারায়ণস্বামীর নামে ডাকটিকিট প্রকাশিত হবে। তাঁর জন্মশতবর্ষ উপলক্ষ্যে। নারায়ণস্বামী শিল্পপতি হিসেবে বিখ্যাত। ঠিক হয়েছে, তামিলনাড়ুর রাজ্যপাল ডাকটিকিটের উদ্বোধন করবে। প্রেসিডেন্টের আমন্ত্রণে ওই অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছেন সিএবি-র কোষাধ্যক্ষ বিশ্বরূপ দে। বোর্ডর অন্যান্য শীর্ষকর্তাদেরও ওই অনুষ্ঠানে হাজির থাকার কথা।
|
নাম থিয়াগো মেসি। বয়স তিন দিন। সদস্য-নিউয়েল ওল্ড বয়েজ। ছোটবেলায় নিজের শহর রোজারিওর যে ক্লাবের অ্যাকাডেমিতে খেলতে শুরু করেছিলেন লিওনেল মেসি, সেই ক্লাব মেসি-পুত্র থিয়াগোকে সদস্য করে নিল। লিও-র বাবা হোর্খের সঙ্গে চুক্তি হয়েছে। এ বার চুক্তি সম্পূর্ণ করতে ইউরোপে আসছেন ক্লাব কর্তারা। সঙ্গে ছোট্ট থিয়াগোর জন্য আনছেন নিউয়েলের দশ নম্বর জার্সি-সহ ক্লাব কিটের অন্যান্য সরঞ্জাম।
|
মরসুম শেষের এটিপি বিশ্ব মিটের সেমিফাইনালে পৌঁছে গেল লিয়েন্ডার পেজ-রাদেক স্টেপানেক জুটি। বৃহস্পতিবার গ্রুপ এ-র ম্যাচে টুর্নামেন্টের ষষ্ঠ বাছাই মার্সেল গ্র্যানোলার্স-মার্ক লোপেজ স্প্যানিশ জুটিকে ৭-৫, ৬-৪ সেটে হারান লি-রা। ম্যাচ চলে প্রায় এক ঘণ্টা বত্রিশ মিনিট ধরে। এ দিকে, সিঙ্গলসে ডেভিড ফেরারকে ৬-৪, ৭-৬ হারিয়ে বিশ্ব মিটের শেষ চারে উঠলেন রজার ফেডেরার।
|
মহমেডানে সই করলেন কোরিয়ার ফরোয়ার্ড উই হো জুন। এ দিন তাঁর সঙ্গে দু’বছরের চুক্তি করল মহমেডান। জুন দক্ষিণ কোরিয়ার দ্বিতীয় ডিভিশনের ক্লাব গাংনিউজ দলের হয়ে খেলেন। |