কী আপদ
সংবাদসংস্থা • গুয়াহাটি |
স্কুলের মাঠে দিব্যি রোদ পোয়াচ্ছিল সে। আচমকা শুরু হয়ে গেল টানাটানি। লোকজন তাকে টেনে জলে নামাবেই। ১০০ কেজির গতর নাড়ানো কি চাট্টিখানি কথা? তা ছাড়া ওই পুকুরের জল থেকে উঠে এসেই তো নিরিবিলিতে রোদ পোয়াতে বসা। শিবসাগরের শঙ্করদেব শিশু বিদ্যানিকেতনের কাছেই কয়েকশো বছরের প্রাচীন জলাশয়। সেখানেই কচ্ছপদের বাস। তারই একটি স্কুলের মাঠে উঠে আসাতেই বিপত্তি। স্কুলের কর্মী এবং স্থানীয় লোকজন মিলে শেষে তাকে গাড়িতে তুলেছে।
|
হাতিতে পিষ্ট
সংবাদসংস্থা • গুয়াহাটি |
হাতির হানায় মৃত্যু হল এক সেনা অফিসারের। নাম মোহনকুমার দাস। ঘটনাটি ঘটেছে উদালগুড়ি জেলার হাতিগড় সেনা ছাউনি এলাকায়। ভোরে কুয়াশার মধ্যে মোহনবাবু হাতির পালের কাছাকাছি চলে আসেন। হাতির দলটি তাঁকে ঘিরে ফেলে ঘটনাস্থলেই পিষে মারে।
|
নদীতে হাতির দাঁত
সংবাদসংস্থা • আলিপুরদুয়ার |
বাসরা নদীতে ১০০ দিনের কাজ করতে গিয়ে উদ্ধার হল হাতির দাঁতের টুকরো। বুধবার কালচিনির বাসরা নদীতে।
|
উদ্ধার হওয়া দাঁড়াশ। —নিজস্ব চিত্র। |
রজ্জুতে হওয়া ভ্রম নয়, সত্যিকারের সাপ! কর্মব্যস্ত সরকারি অফিসে আচমকা তাক থেকে ফুট চারেকের একটি দাঁড়াশ সাপ ঝপাৎ করে পড়ে টেবিলের সামনে। বৃহস্পতিবার এর জেরে প্রায় আড়াই ঘণ্টা তুলকালাম চলে হাওড়ার সিভিল ডিফেন্স অফিসে। কর্মীদের বার করে বন্ধ করা হয় দরজা। বন দফতরের কর্মীরা এসে সাপটিকে বস্তাবন্দি করেন।
|
একটি অন লাইন সমীক্ষায় বিশ্বের সব থেকে সুন্দর গোঁফ রাখার তালিকায় জার্মানির সঙ্গে দ্বিতীয় স্থান দখল করেছে ভারত। প্রথম স্থানে মেক্সিকো। |