স্রোতে ভেসে গেল সাঁকো
নিজস্ব সংবাদদাতা • আরামবাগ |
দ্বারকেশ্বর নদীতে হঠাৎ জল বেড়ে যাওয়ায় বুধবার রাতে আরামবাগের সালেপুর-১ পঞ্চায়েত এলাকায় যুগিদহ ফেরিঘাট এবং উল্টো দিকের গোঘাটের বালিদেওয়ানগঞ্জের মধ্যে সংযোগকারী বাঁশের সাঁকোটি ভেঙে পড়ে ভেসে যায়। ফলে, সমস্যায় পড়েন দু’পারের কয়েকশো মানুষ।
সাঁকোটি প্রায় হাজার ফুট লম্বা। যুগিদহ ফেরিঘাটটির ইজারাদার বিদ্যুৎ জানা সাঁকোটি ভেঙে পড়ার পরে ভেসে যাওয়া আটকাতে ওই রাতেই লোকজন নিয়ে নদীতে নামেন। কিন্তু সাঁকোটির ভেসে যাওয়া আটকাতে পারেননি। তিনি গুরুতর জখম হন। তাঁকে আরামবাগ হাসপাতালে ভর্তি করানো হয়। বিদ্যুৎবাবু বলেন, “নদীতে জল বাড়ার কোনও আগাম খবর ছিল না। সন্ধ্যার পর হঠাৎ জল বাড়তে থাকে। রাত ৯টা নাগাদ সাঁকোটি ভেঙে পড়ে। যাত্রীদের জন্য নৌকা ভাড়া করতে হয়েছে।” আরামবাগের বিডিও প্রণব সাঙ্গুই বলেন, “বিষয়টা জেনেছি। জল কী ভাবে বাড়ল, তা খোঁজ নেওয়া হচ্ছে।” সেচ দফতরের আরামবাগের সহকারী বাস্তুকার প্রিয়ম পাল বলেন, “ঝাড়খণ্ডে বৃষ্টির জলই নদীতে এসে পড়েছে। তবে, আতঙ্কের কিছু নেই। জলস্তর বিপদসীমার নীচেই রয়েছে।” |
দুষ্কৃতীর দেহ উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • ভদ্রেশ্বর |
খালের উপর সেতুর ধার থেকে এক দুষ্কৃতীর মৃতদেহ উদ্ধার করল পুলিশ। তাকে খুন করা হয়েছে বলে তদন্তকারীদের ধারণা। নিহতের নাম রঞ্জিৎ কুণ্ডু ওরফে বুয়া (৩০)। বাড়ি শ্রীরামপুরের খাসবাগানে। পুলিশ সূত্রের খবর, রবিবার থেকে বুয়া নিখোঁজ ছিল। তার স্ত্রী শ্রীরামপুর থানায় নিখোঁজ ডায়েরি করেছিলেন। এ দিকে, রবিবারই ভদ্রেশ্বরের বিঘাটি এলাকায় ডিভিসি ক্যানালের উপর সেতুর ধার থেকে অজ্ঞাতপরিচয় অবস্থায় বুয়ার মৃতদেহ উদ্ধার করেন ভদ্রেশ্বর থানার ওসি অরূপ ভৌমিক। নিহতের গলায় দাগ ছিল। দেহটি চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালের মর্গে পাঠিয়ে দেওয়া হয়। বৃহস্পতিবার সেখানেই দেহটি শনাক্ত করেন বুয়ার স্ত্রী। জেলা পুলিশের এক কর্তা বলেন, “কী ভাবে ওই দুষ্কৃতীর মৃত্যু হয়েছে, ময়না-তদন্তের রিপোর্ট হাতে পেলেই বিষয়টি পরিস্কার হবে।” পুলিশ জানিয়েছে, বুয়ার বিরুদ্ধে খুন, ডাকাতি, তোলাবাজি-সহ একাধিক অভিযোগ রয়েছে। |
পঞ্চায়েতে বিক্ষোভ
নিজস্ব সংবাদদাতা • বেগমপুর |
ডেঙ্গি প্রতিরোধে উপযুক্ত ব্যবস্থা না নেওয়ার অভিযোগ তুলে বৃহস্পতিবার হুগলির চণ্ডীতলা ২ ব্লকের বেগমপুর পঞ্চায়েতে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। দুপুর থেকে বিকেল পর্যন্ত সিপিএম পরিচালিত ওই পঞ্চায়েতের প্রধানকে ঘেরাও করে রাখা হয়। মূলত খরসরাই গ্রামের লোকজন এ দিন বেলা ১২টা নাগাদ পঞ্চায়েতে জড়ো হন। তৃণমূলের বেশ কয়েকজন স্থানীয় নেতা-কর্মী তাঁদের সঙ্গে ছিলেন। পঞ্চায়েত সূত্রের খবর, দফতর থেকে কর্মীদের বের করে দেওয়া হয়। বিক্ষোভ চলাকালীন বেগমপুর গ্রামের মুসলিমপাড়া থেকেও কিছু লোকজন চলে আসেন। তাঁদের অভিযোগ, ১০০ দিনের কাজের একটি প্রকল্পে দুর্নীতি হয়েছে। শেষ পর্যন্ত বিডিও-র হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। পঞ্চায়েত প্রধান সমীর রায় অবশ্য অভিযোগ অস্বীকার করেন। তাঁর বক্তব্য, তৃণমূল বিষয়টি নিয়ে রাজনীতি করছে। |
তালা ভেঙে বুধবার রাতে গোঘাটের পাণ্ডুগ্রামের গোস্বামীপাড়ার প্রাচীন শ্যামসুন্দর মন্দিরে চুরি হল। উধাও হয়ে গিয়েছে বিগ্রহের সোনা-রুপোর গয়না এবং যাবতীয় বাসনপত্র। থানায় এ ব্যাপারে অভিযোগ দায়ের করেছেন মন্দিরের সেবাইতরা। |