টুকরো খবর |
আজ বাসে চেপে সুরজকুণ্ড যাবেন কংগ্রেস নেতৃত্ব
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি |
শেষ কবে বাসে চড়েছেন, হয়তো মনে করতে পারবেন না অনেকেই। তবে আগামী কাল বাধ্যতামূলক ভাবে বাসে চড়তে হবে কংগ্রেসের মন্ত্রীদের। হরিয়ানার সুরজকুণ্ডে কংগ্রেসের ‘সংবাদ বৈঠক’ ডেকেছেন দলনেত্রী সনিয়া গাঁধী। কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্যরা ছাড়াও কেন্দ্রীয় মন্ত্রিসভার সব পূর্ণ মন্ত্রী ও স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রীরা যোগ দেবেন ওই বৈঠকে। কিন্তু কংগ্রেস হাইকম্যান্ডের ফরমান, যে যাঁর মতো সুরজকুণ্ড গেলে চলবে না। আকবর রোডে কংগ্রেসের সদর দফতর থেকে দু’টি বাস ছাড়বে। তাতে চড়েই যেতে হবে সব নেতা-মন্ত্রীদের। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদম্বরম, প্রতিরক্ষামন্ত্রী এ কে অ্যান্টনি থেকে শুরু করে আহমেদ পটেল। সকলেই বাসে করে সুরজকুণ্ড যাবেন। কিন্তু সনিয়া-মনমোহন-রাহুল? কংগ্রেস সূত্রে বলা হচ্ছে, প্রধানমন্ত্রী নিজেও বাসে চড়ে যেতে আগ্রহী ছিলেন। কিন্তু নিরাপত্তার কথা ভেবে এস পি জি আপত্তি জানিয়েছে। তাই মনমোহন সিংহ এবং সনিয়া গাঁধী যাবেন আলাদা গাড়িতে। তবে বাসে চড়ে যেতে পারেন রাহুল গাঁধী।
|
মেঘালয়ে ‘মাটি’ খুঁজতে মুকুলরা এ বার শিলঙে
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
মেঘালয়ের আসন্ন বিধানসভা নির্বাচনের রাজনৈতিক সমীকরণ চূড়ান্ত করতে শিলঙে হাজির তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। কয়েকদিন আগেই অরুণাচলে জোর ধাক্কা খেয়েছে তারা। তৃণমূলের চার বিধায়ক একসঙ্গে কংগ্রেসে যোগ দিয়েছে। আপাতত, উত্তর-পূর্বের অসমে ১, মণিপুরে ৭ ও অরুণাচলে ১ জন তৃণমূল বিধায়ক রয়েছেন। উপজাতি অধ্যূষিত পাহাড়ি রাজ্যগুলিতে মতাদর্শ নয়, রাজনীতির পিছনে আরও বেশ কিছু নির্ণায়ক শক্তি কাজ করে। অরুণাচলের ঘটনার পর তা উপলব্ধি করেই, মেঘালয়ের ক্ষেত্রে সাবধানে পা ফেলতে চান তৃণমূল নেতৃত্ব। আজ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায়, যুব তৃণমূলের কার্যনির্বাহী সভাপতি সৌরভ চক্রবর্তী ও অসম প্রদেশ তৃণমূল সভাপতি দীপেন পাঠক শিলং-এ খাসি, গারো, জয়ন্তী পাহাড়ের বিভিন্ন নেতা ও সংগঠনের সঙ্গে রাত অবধি বৈঠক চালান। তাঁরা কথা বলেন রাজ্যের প্রাক্তন স্বরাষ্ট্র মন্ত্রী তথা কংগ্রেস নেতা আর জি লিংডো-র সঙ্গেও। আগামী কাল আরও একদফা বৈঠক সেরে ফিরে যাবেন তাঁরা। সৌরভবাবু মণিপুরের নির্বাচনেও দলের ভারপ্রাপ্ত পর্যবেক্ষক ছিলেন। তিনি জানান, আপাতত এখানকার নেতা ও মানুষের মতামত জানতেই এই সফর।
|
লাতেহারে দুই শিক্ষক অপহৃত
নিজস্ব সংবাদদাতা • রাঁচি |
জঙ্গি প্রভাবিত লাতেহারে দুই স্কুল শিক্ষককে অপহরণ করা হল। অভিযোগের আঙুল উঠেছে স্থানীয় জঙ্গি সংগঠন, তৃতীয় প্রস্তুতি কমিটি (টিপিসি)-র বিরুদ্ধে। পুলিশ জানিয়েছে, আজ সকাল সাড়ে ১০ টা নাগাদ মোটর সাইকেলে চেপে স্কুলে যাচ্ছিলেন একই স্কুলের দুই শিক্ষক। তাঁদের নাম মহেশ্বর রাম এবং বিজয় শর্মা। লাতেহারের বালুমাথের কাছে টিপিসি জঙ্গি বাহিনী আগ্নেয়াস্ত্র উঁচিয়ে ওই শিক্ষকদের থামতে বাধ্য করে। পরে মোটরবাইক-সহ তাঁদের অপহরণ করে জঙ্গিরা গা-ঢাকা দেয়। অপহরণ করার ঘণ্টা খানেকের মধ্যেই দুই শিক্ষকের মুক্তিপণ বাবদ ১৪ লক্ষ টাকা দাবি করে অপহরণকারীরা। লাতেহারে পুলিশ সুপার জানান, খবর পাওয়ার পরই বালুমাথ থেকে বের হওয়ার সমস্ত রাস্তা বন্ধ করে তল্লাশি শুরু হয়েছে।
|
রাঁচি বনধে মিশ্র সাড়া
নিজস্ব সংবাদদাতা • রাঁচি |
নাগরির জমি আন্দোলনের সমর্থনে জঙ্গি সংগঠন, পিএলএফআইয়ের ডাকা রাঁচি বনধকে ঘিরে আজ রাজধানী শহরে কোনও প্রভাব পড়েনি। তবে নাগরি-সহ রাঁচির গ্রামাঞ্চলে এই বন্ধে মিশ্র সাড়া মিলেছে বলে পুলিশ জানিয়েছে। বনধ চলাকালীন, আজ সন্ধ্যায় কাঁকে থানার রিং রোডে একটি ট্রাকে আগুন লাগার ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি মোকাবিলায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।
|
ভস্মীভূত গোডাউন
সংবাদসংস্থা • বেঙ্গালুরু |
শহরের মধ্যে একটি রঙের গুদামে আগুন লাগল বৃহস্পতিবার। ঘটনাটি ঘটেছে সকাল ৯ টা নাগাদ হসুর রোডে কাছে। দমকল বাহিনীর ২২টি ইঞ্জিনের মোকাবিলায় আধ ঘণ্টার মধ্যে আগুন আয়ত্তে আসে। দমকল সূত্রে খবর, গুদামে রাখা রাসায়নিক পদার্থের বিক্রিয়ার ফলেই আগুন লেগেছিল।
|
টুজি-র জন্য লেভি ধার্য
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
ভারতী এয়ারটেল, ভোডাফোনের মতো টেলিকম সংস্থাগুলির হাতে থাকা টুজি স্পেকট্রামের জন্য এককালীন মোট ৩১ হাজার কোটি টাকা লেভি ধার্য করল কেন্দ্র। সুপ্রিম কোর্টের নির্দেশে নতুন করে টুজি স্পেকট্রাম নিলাম করা হচ্ছে। কিন্তু এয়ারটেল বা ভোডাফোনের হাতে আগে থেকেই টুজি স্পেকট্রাম রয়েছে। তাদের সঙ্গে নতুন করে স্পেকট্রাম কিনতে চাওয়া সংস্থাগুলির ন্যূনতম সাযুজ্য রক্ষা করতেই এই লেভির সিদ্ধান্ত বলে জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম।
|
বয়কট তুলল বিজেপি
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
বয়কট তুলে নিয়ে টুজি কেলেঙ্কারি সংক্রান্ত যৌথ সংসদীয় কমিটির বৈঠকে যোগ দিল বিজেপি। সিপিআই নেতা গুরুদাস দাশগুপ্ত বিজেপি নেতাদের সঙ্গে কথা বলে তাঁদের বৈঠকে আসার কথা বলেন। বিজেপি এখনও প্রকাশ্যে বলে চলেছে, প্রধানমন্ত্রীকে কমিটির সামনে সাক্ষ্য দিতে ডাকতে হবে। তবে দলীয় সূত্রের খবর, এ দিনের বৈঠকে বিজেপি জানিয়েছে তারা প্রধানমন্ত্রীর কাছে প্রশ্নপত্র পাঠিয়ে দেবে। কমিটির সামনে কেন্দ্রীয় অর্থমন্ত্রী চিদম্বরমকে ডাকার দাবি জানিয়ে যাবে তারা।
|
তদন্তের পক্ষে সওয়াল
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
কেন্দ্রের দুর্নীতি নিয়ে অরবিন্দ কেজরিওয়াল যে সব অভিযোগ করেছেন, তার যথাযথ তদন্ত প্রয়োজন বলে মনে করেন প্রাক্তন সেনাপ্রধান ভি কে সিংহ। তাঁর মতে, কেজরিওয়াল সাক্ষ্যপ্রমাণ হাতে নিয়েই অভিযোগ করছেন। সুতরাং তার গুরুত্ব রয়েছে। তিনি নিজে অবশ্য কেজরিওয়ালদের সঙ্গে হাত মেলাতে চাননি, রাজনীতিতে যোগদানের সম্ভাবনাও স্পষ্ট করে বলেননি। কিন্তু জয়প্রকাশ নারায়ণের কথা উল্লেখ করে বলেছেন, দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে তিনি সর্বদা থাকবেন।
|
আডবাণী-প্রণাম
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
সচরাচর বিদেশি রাষ্ট্রদূতেরা এ দেশের নেতাদের সঙ্গে দেখা করতে হলে করমর্দন করেন, কিংবা ভারতীয় আদবকায়দা মেনে করজোড়ে নমস্কার করেন। বৃহস্পতিবার এক বিরল দৃশ্য দেখা গেল লালকৃষ্ণ আডবাণীর বাড়িতে। ভারতে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার কাদাকিন আডবাণীর বাড়িতে গিয়েছিলেন। আডবাণী ঘরের বাইরে অপেক্ষা করছিলেন। পায়ে হাত দিয়ে প্রণাম করলেন কাদাকিন। এ দিন ছিল আডবাণীর জন্মদিন।
|
বেড়েছে অনুপ্রবেশ
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
জম্মু-কাশ্মীরে নিয়ন্ত্রণরেখা মারফৎ বেআইনি উনপ্রবেশ এখনও থামেনি। বরং তা বেড়েছে। তাই আফস্পা বাহিনী সরানো নিয়ে কোনও চটজলদি সিদ্ধান্ত নেওয়া যাবে না। বৃহস্পতিবার এ কথা জানালেন, প্রতিরক্ষামন্ত্রী একে অ্যান্থনি। তিনি বলেন,“মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার আমিও একমত যে জম্মু-কাশ্মীরে হিংসার প্রকোপ কমেছে। কিন্তু একই সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে অনুপ্রবেশও।”
|
বিমানে গোলযোগ
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
মাঝ-আকাশে গোলমালের চেষ্টা ও বিমানসেবিকাকে চড় মারার অভিযোগে এক ব্যক্তিকে এক দিনের জেল হেফাজতের নির্দেশ দিল দিল্লির আদালত। আদালতের নির্দেশ, মুরসালিন শেখ নামে ওই ব্যক্তি মানসিক অবসাদে ভুগছেন কি না তা পরীক্ষা করে দেখতে। বুধবার মুম্বই থেকে দিল্লিগামী ইন্ডিগো বিমানের যাত্রী মুরসালিন হঠাৎই খেপে ওঠেন। বিমানসেবিকা ও অন্য যাত্রীরা তাঁকে শান্ত হতে অনুরোধ করলে বিমান ওড়ানোর হুমকি দেন। বিমানসেবিকাকে চড়ও মারেন।
|
সেনা অভিযানে ধৃত তিন |
সেনা অভিযানে ধরা পড়ল ৩ কেএলও জঙ্গি। বুধবার গভীর রাতে ঘটনাটি ঘটে কোকরাঝাড়ের গোসাইগাঁওয়ে চৌতারা স্টেশনের কাছে। ধৃতদের নাম কবীর চন্দ্র রায়, প্রমোদ রায় এবং মদন অধিকারী। প্রথম দু’জনের বাড়ি কোকরাঝাড়ে। অপরজনের বাড়ি কোচবিহার বক্সিরহাটে। তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। |
|