টুকরো খবর
এককালীন স্পেকট্রাম ফি ৩১ হাজার কোটি
পুরনো টেলি সংস্থাগুলির (এয়ারটেল, ভোডাফোন ইত্যাদি) হাতে থাকা স্পেকট্রামের জন্য এককালীন ৩১ হাজার কোটি টাকা দিতে হবে। সংশ্লিষ্ট মন্ত্রিগোষ্ঠীর সুপারিশ মেনে কেন্দ্রীয় মন্ত্রিসভা এ বিষয়ে আজ সায় দিয়েছে। অর্থমন্ত্রী পি চিদম্বরম জানান, পুরনো এবং নতুন টেলি সংস্থা (২০০৮-এর পর বাজারে আসা)-র লাইসেন্স ফি -র ক্ষেত্রে সমতা আনতেই এই সিদ্ধান্ত। প্রসঙ্গত, জিএসএম টেলি পরিষেবা সংস্থাগুলির লাইসেন্সের বর্তমান মেয়াদ শেষ হলে তারা ৪.৪ মেগাহার্ৎজ পর্যন্ত স্পেকট্রাম ধরে রাখতে পারবে। সিডিএমএ-র ক্ষেত্রে তা ২.৫। বাকি স্পেকট্রামের জন্য নিলামে স্থির হওয়া দাম মেটাতে হবে। নিলাম শুরু ১২ নভেম্বর। সিডিএমএ স্পেকট্রাম নিলামের জন্য কোনও সংস্থা দরপত্র দেয়নি।

হ্যালে বিলগ্নিকরণ
হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড (হ্যাল)-এর ১০% সরকারি শেয়ার বিলগ্নিকরণে সায় দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। বাজারে শেয়ার ছেড়ে তা করা হবে বলে সরকারি বিবৃতিতে জানানো হয়েছে।

ময়দানে বাজি বাজার
তদারকি। ময়দানে বাজি বাজারের প্রস্তুতি ঘুরে দেখছেন পুলিশ কমিশনার।
আজ, শুক্রবার থেকে ময়দানে চালু হচ্ছে বাজি বাজার। বৃহস্পতিবার তারই প্রস্তুতি ঘুরে দেখলেন কলকাতার পুলিশ কমিশনার রঞ্জিতকুমার পচনন্দা। বিক্রেতাদের সঙ্গে কথাও বললেন। এলাকায় সিসিটিভির সংখ্যা বাড়াতে তিনি পুলিশকে নির্দেশ দিয়েছেন। সারা বাংলা আতসবাজি সমিতির চেয়ারম্যান বাবলা রায় এ দিন জানিয়েছেন, বাজারটি চলবে ১৩ তারিখ পর্যন্ত। অন্য দিকে, হাওড়ার দু’টি জায়গায় বাজি তৈরির মশলা ও নিষিদ্ধ বাজি আটক করল পুলিশ। পুলিশ জানায়, বুধবার রাতে ব্যাঁটরা থানার বৃন্দাবন মল্লিক লেনের একটি বাড়িতে মিলেছে ২০৬ কেজি বোমা তৈরির মশলা। গ্রেফতার চার জন। অন্য দিকে, দাশনগরে উদ্ধার হয় ১৫ বস্তা নিষিদ্ধ রকেট। কেউ গ্রেফতার হয়নি।

টাটা পাওয়ারে মিস্ত্রি
টাটা পাওয়ারের চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়ালেন রতন টাটা। তাঁর জায়গায় সাইরাস পি মিস্ত্রিকে ওই পদে নিয়োগ করেছে সংস্থা।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.