লামাহাট
উদ্বোধন পিছোল পর্যটন কেন্দ্রের
দার্জিলিং পাহাড়ের লামাহাটায় নতুন পর্যটন কেন্দ্রের উদ্বোধনের অনুষ্ঠান পিছিয়ে দেওয়া নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে। আজ, শুক্রবার দুপুরে রাজ্য সরকারের তৈরি নতুন সুসজ্জিত কটেজ-সহ পর্যটন কেন্দ্রটির উদ্বোধন হওয়ার কথা ছিল। রাজ্যের পর্যটন মন্ত্রী রচপাল সিংহ, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব এবং বনমন্ত্রী হিতেন বর্মনের অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা ছিল। সরকারি সূত্রের খবর, গত বৃহস্পতিবার বিকাল অবধি অনুষ্ঠানের আমন্ত্রণপত্রও বিলি করা হয়। শেষ পর্যায়ে পৌঁছে যায় অনুষ্ঠানের প্যান্ডেলের কাজও। তার পরেই সরকারের তরফে উদ্বোধনী অনুষ্ঠান পিছিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। মৌখিকভাবে জানানো হয়, কলকাতায় মন্ত্রীদের বৈঠক থাকায় তাঁরা আসতে পারবেন না। তবে উদ্বোধন পিছিয়ে দেওয়া নিয়ে আমলা এবং মন্ত্রীকে বক্তব্যে বিস্তর ফারাক দেখা দেওয়ায় ওই প্রশ্ন দেখা দিয়েছে। পর্যটন দফতরের যুগ্ম সচিব সুনীল অগ্রবাল বলেন, “বিশেষ কারণ বশত অনুষ্ঠান পিছিয়ে দিতে বলা হয়েছে। এর থেকে বেশি কিছু জানি না। কালী পুজোর পর ফের দিনক্ষণ ঠিক হওয়ার সম্ভাবনা রয়েছে।” আর উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী, পর্যটন মন্ত্রী একই সুরে বলছেন, “লামাহাটায় কেন্দ্রটি তৈরি। তবে সামান্য কিছু পরিকাঠামোর কাজ বাকি রয়েছে। তাই তা শেষ করেই কালী পুজোর পর উদ্বোধন করা হবে।” বিষয়টি না করেই তাহলে কেন উদ্বোধনের দিন ঠিক করে ফেলা হল? সেই প্রসঙ্গে মন্ত্রীদের বক্তব্য, “কাজ শেষ হবে ধরা হয়েছিল। না হওয়ায় পিছিয়ে দেওয়া হল। এই যা।” সরকারি সূত্রের খবর, চলতি বছরে পাহাড়ে এসে লামাহাটায় পর্যটন কেন্দ্র গড়ার জন্য নির্দেশ দেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর পরে উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের সাহায্যে কাজ হয়। বন দফতর সাহায্য করে। কিন্তু গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (জিটিএ) গঠনের পর এই প্রকল্পে জিটিএকে সহযোগী হিসাবে না নেওয়ায় মোর্চা নেতাদের একাংশের মধ্যে ক্ষোভ দেখা দেয়। এমনকি, পর্যটন কেন্দ্রটির দায়িত্বভার জিটিএ-কে না দিয়ে রাজ্য পর্যটন দফতরের হাতে রাখা হয়েছে। অনুষ্ঠানের আমন্ত্রণপত্রে জিটিএ-পদাধিকারিক, বিধায়কদের নাম থাকলেও অনুষ্ঠান তাঁরা এড়িয়ে যেতে পারেন বলে মহাকরণে খবর পৌঁছায়। সেখানে রাজ্য সরকারের অস্বস্তি বাড়তে পারে ভেবেই অনুষ্ঠানটি পিছিয়ে দেওয়া হয়েছে। তবে প্রকাশ্যে কোনও পক্ষই তা স্বীকার করতে চাইছেন না। এই বিষয়ে জিটিএ-র ডেপুটি চিফ এক্সিকিউটিভ রমেশ আলে বলেন, “আমায় আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু অন্য অনুষ্ঠান থাকায় যেতে পারতাম না।” কালিম্পঙের বিধায়ক হরকা বাহাদুর ছেত্রী বলেন, “আমি কলকাতায় আছি। অনুষ্ঠান বাতিলের খবর পেয়েছি।” আর জিটিএ অন্যতম কার্যনির্বাহী সদস্য তথা মোর্চার সাধারণ সম্পাদক রোশন গিরি বলেছেন, “অনুষ্ঠান কেন হচ্ছে না তা রাজ্য সরকার বলতে পারবেন। আমরা কিছু জানি না।” দার্জিলিং শহর থেকে জোড়বাংলো হয়ে তাকদার উপরেই রয়েছে লামাহাটার সুদৃশ্য এলাকা। দার্জিলিং সদর থেকে এলাকাটি দূরত্ব প্রায় ২৫ কিলোমিটার মত। এলাকাটি পর্যটন কেন্দ্র ছাড়াও ‘হনিমুন পয়েন্ট’ হিসাবে গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়। দেড় কোটি টাকা খরচ করে ৫টি কটেজ তৈরি করা হয়। সামনে বাগান, ওয়াচ টাওয়ার, দার্জিলিং ভিউ পয়েন্ট, ট্রেকিং রুট, মেডিটেশনের জন্য প্রাকৃতিক ‘রক পয়েন্ট’ তৈরির কাজও হয়েছে। এলাকাটি থেকে পাহাড়ের, কাঞ্চনজঙ্ঘা, তিস্তা-রঙ্গিত নদীর দৃশ্য পর্যটকেরা দেখতে পারবেন। পর্যটন দফতরের এক কর্তার কথায়, “কেন্দ্রটি চালু করতে গিয়েই সরকারকে হোঁচট খেতে হল। এই জটিলতা কাটিয়ে কবে তা উদ্বোধন হবে তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে।”



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.