টুকরো খবর
ওবামাকে অভিনন্দন মনমোহন-সনিয়ার
নির্বাচনে জেতায় মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ ও ইউপিএ চেয়ারপার্সন সনিয়া গাঁধী। আজ ফোনে ওবামার সঙ্গে কথা বলেন মনমোহন। ওবামা বলেছেন, মনমোহন এক জন আদর্শ সহযোগী। মার্কিন প্রেসিডেন্টকে চিঠি লিখেছেন সনিয়া। তিনি জানিয়েছেন, বিশ্ব যখন আর্থিক সঙ্কটে বেসামাল তখন আমেরিকাকে উপযুক্ত নেতৃত্ব দিতে পেরেছিলেন ওবামা। তাই ফের আমেরিকার মানুষ তাঁর নেতৃত্বে ভরসা রেখেছেন। আর্থিক সঙ্কটের মোকাবিলায় জি-২০ রাষ্ট্রগোষ্ঠীর নেতাদের ঐক্যবদ্ধ করার ক্ষেত্রেও ওবামা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন বলে মনে করেন সনিয়া। চিঠিতে ওবামার ভারত সফরের কথাও উল্লেখ করেছেন কংগ্রেস নেত্রী। তবে শীঘ্রই অর্থনীতি নিয়ে বড় ধরনের সমস্যার মোকাবিলা করতে হবে ওবামাকে। আর্থিক সঙ্কটের সময়ে অর্থনীতি নিয়ে একটি সমঝোতায় পৌঁছন ডেমোক্র্যাট ও রিপাবলিকানরা। পুরোপুরি মতৈক্য অবশ্য হয়নি। ওই সমঝোতা অনুযায়ী, ২০১৩ সালের ১ জানুয়ারি থেকে কর বাড়বে, কমবে নানা সরকারি ব্যয়। তাতে বাজেট ঘাটতি কমবে বলে আশা সরকারের। ধনী মার্কিন নাগরিকদের বেশি কর দিতে হবে বলে নির্বাচনী প্রচারেই ইঙ্গিত দিয়েছিলেন ওবামা। স্বছন্দে জেতার পরে সেই নীতি কার্যকর করার বিষয়ে তিনি জোর দেবেন বলেই বিশ্বাস বিশেষজ্ঞদের। কিন্তু, নির্বাচনে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধিসভা দখল করেছে রিপাবলিকান পার্টি। তাঁরা কর বাড়ানোর তীব্র বিরোধিতা করবেন বলে জানিয়ে দিয়েছেন প্রতিনিধিসভার স্পিকার জন বোহনার। তাঁর বক্তব্য, মার্কিনরা করবৃদ্ধি চান না।

আত্মায় বিশ্বাসী হিন্দু ডেমোক্র্যাট সদস্য তুলসী
মার্কিন কংগ্রেসের ইতিহাসে প্রথম ভগবৎগীতায় হাত রেখে শপথ নেবেন কোনও সদস্য। হাওয়াই থেকে জিতে আসা নিম্নকক্ষ প্রতিনিধিসভার এই সদস্যের নাম তুলসী গাবার্ড। ডেমোক্র্যাট তুলসীর বাবা ক্যাথলিক হলেও মা হিন্দু। তাঁদের পাঁচ ভাই বোনেরই হিন্দু নাম রেখেছেন বাবা-মা। ভক্তি, জয়, আর্য, তুলসী এবং বৃন্দাবন। এখনও ভারতে আসেননি তুলসী। তবে শীঘ্রই আসার ইচ্ছে আছে। তাঁর প্রশ্ন, “ভারতের ৮০ কোটি হিন্দুর বিশ্বাস ও মূল্যবোধ সম্পর্কে যদি মার্কিন নেতাদের প্রকৃত ধারণা না থাকে, তাহলে কী করে দু’দেশের সম্পর্ক ঘনিষ্ঠ হবে?” এই প্রশ্নের উত্তর খুঁজতেই নিজের ধর্মীয় বিশ্বাসকে বাঁচিয়ে রাখছেন তিনি। প্রচারের সময় তাঁর রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী ডেভিড কাওয়াইকা বিষয়টি নিয়ে যথেষ্ট খুঁচিয়েছিলেন তুলসীকে। জবাবে তুলসী বলেন, তাঁর ধর্মবিশ্বাস মার্কিন কংগ্রেসের সম্পদ হয়ে উঠবে। তাঁর বিশ্বাস, মার্কিন কংগ্রেসে একজন হিন্দুর উপস্থিতি দু’দেশের সম্পর্ককে আরও মজবুত করবে। ২০০২-এ হাওয়াই স্টেট হাউসে সর্বকনিষ্ঠ সদস্য হিসাবে নির্বাচিত হন তুলসী। তার পরের বছরই যোগ দেন হাওয়াই ন্যাশনাল গার্ড-এ। ২০০৪-এ ইরাকে ‘মেডিক্যাল অপারেশনস স্পেশালিস্ট’ হিসাবে কাজ করেছেন। প্রতি পদে যেখানে ছিল প্রাণ হারানোর আশঙ্কা। তাঁর বৈষ্ণব সাধনা সে সময় খুবই কাজে লেগেছিল বলে জানিয়েছেন তুলসী। তাঁর বিশ্বাস, “আমার নির্যাস আত্মা। ফলে মৃত্যুকে ভয় পাই না, কারণ জানি আমার আত্মা থেকেই যাবে।”

উদ্ধার ‘স্পাই প্রিন্সেস’-এর আবক্ষ ব্রোঞ্জ মূর্তি
জন্মভিটে জর্ডনেই সন্ধান মিলল ফ্রান্সের ফ্যাসিস্ট হটাও আন্দোলনের পথিকৃত ‘স্পাই প্রিন্সেস’-এর একটি আবক্ষ ব্রোঞ্জ মূতির্র। শেষ হল নূর ইনায়াত খান মেমোরিয়াল ট্রাস্টের অভিযান। লন্ডন বিশ্ববিদ্যালয় চত্বরেই আপাতত রাখা হচ্ছে মূর্তিটি। ‘স্পাই প্রিন্সেস’ ওরফে নূর ইনায়াত খান ওরফে ম্যাডেলাইন ভারতীয় বংশোদ্ভূত হলেও জন্ম তাঁর ব্রিটেনে, আর লালন-পালন ফ্রান্সে। ১৯৩৯ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার পর নাৎসি অধিকৃত ফ্রান্স ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন নূর খান ও তাঁর পরিবার। ফিরে আসেন ব্রিটেনে। সামরিক শিক্ষার হাতেখড়ি সেখানেই। সুফি আদর্শে বিশ্বাসি হওয়া সত্ত্বেও বেছে নিলেন লড়াইয়ের পথ। নূর খান যোগ দিলেন ব্রিটেনের নারী বাহিনীতে। হঠাৎই মিত্র শক্তির হয়ে লড়াই করার সুযোগ এল তাঁর হাতে। ফ্যাসিবাদ দমনে ব্রিটেনের তরফে ফ্রান্সে পাঠানো হল নূর খানের নেতৃত্বাধীন এক গুপ্তচরবাহিনী। সঙ্গীরা ধরা পড়ে গেলেও টানা তিন মাস নিজের দায়িত্বে অটল ছিলেন নূর খান। তবে শেষ রক্ষা হয়নি। হিটলার বাহিনীর নজরে পড়ে যান ‘স্পাই প্রিন্সেস’। জার্মান রোষের শিকার হন তিনি। অকথ্য অত্যাচারের পর গুলি করে হত্যা করা হয় তাঁকে। জানা গিয়েছে, টানা ১০ মাস জার্মান সেনার নৃশংস অত্যাচার সহ্য করেও ফাঁস করেননি কোনও গোপন তথ্য। প্রকাশ্যে আসতে দেননি ব্রিটেনের কোনও গোপন পরিকল্পনা। এই সাহসিকতার দাম অবশ্য পেয়েছেন নূর। ফ্রান্সের তরফে জর্জ ক্রস পুরস্কার দেওয়া হয় তাঁকে। সাহসী নূরের স্মৃতি রোমন্থনেই এতদিন ধরে অভিযান চালাচ্ছিল সাংবাদিক শ্রাবণী বসুর নেতৃত্বাধীন প্রতিষ্ঠান, নূর ইনায়াত খান মেমোরিয়াল ট্রাস্ট। লেখা হয়েছে নূর খানের জীবনীও। আবক্ষ ব্রোঞ্জ মূর্তিটির সন্ধান মেলায় স্বার্থকতা পেল তাঁদের অভিযান।

আত্মঘাতী হানা করাচিতে
ফের আত্মঘাতী তালিবানি হামলার শিকার পাক নিরাপত্তাবাহিনী। করাচির উত্তর নাজিমাবাদে আধাসেনা রেঞ্জার্সের সদর দফতর। ওই দফতরের গেটে বড় বিস্ফোরণ ঘটেছে বৃহস্পতিবার। বিস্ফোরণে নিহত হয়েছেন দুই পাক রেঞ্জার। পুলিশ সূত্রে খবর, ন’জন রেঞ্জার-সহ প্রায় ২০ জন আহত হয়েছেন। চার জন রেঞ্জারের অবস্থা আশঙ্কাজনক। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এ দিন সকাল ৭টা নাগাদ একটি সব্জি বোঝাই ট্রাক এসে সদর দফতরের গেটে ধাক্কা মারে। তার পরেই বিস্ফোরণে কেঁপে উঠে গোটা শহর। রেঞ্জার্স সদর দফতরের মূল বিল্ডিংটিতে আগুন লেগে যায়। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, তেহরিক-ই তালিবান এই আক্রমণের দায় স্বীকার করেছে। পাক প্রধানমন্ত্রী রাজা পারভেজ আশরফ একটি আর্ন্তজাতিক প্রতিরক্ষা প্রদশর্নী শুরু করার পরদিনই এই হামলা চালাল জঙ্গিরা।

বন্ধ হল পরমাণু চুল্লি
স্রেফ সুরক্ষার কথা ভেবেই দু’দুটি পারমাণু চুল্লিকে বন্ধ করে দিল দক্ষিণ কোরিয়া সরকার। শীতের শুরুতে বিদ্যুৎ সরবরাহে চূড়াম্ত ঘাটতির কথা জেনেও এই সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই প্রসঙ্গে কোরিয়ার অর্থমন্ত্রী জানান, ওই দুটি চুল্লি সরকারকে জাল শংসাপত্র জমা দিয়েছিল। তিনি বলেন, “পারমাণু চুল্লির প্রতিটি অংশের সুরক্ষার কথা ভাবতে হয়। কিন্তু এই দুটি চুল্লির বেশ কিছু গুরুত্বপূর্ণ অংশের কোনও শংসাপত্র ছিল না। সারা দক্ষিণ কোরিয়ায় মোট বিদ্যুৎ সরবরাহের সিংহভাগ পারমাণু শক্তি থেকেই আসে।

পৃথিবীর মতো গ্রহ
ফের খোঁজ মিলল পৃথিবীরই মতো একটি গ্রহ। এর আবহাওয়াও একেবারে পৃথিবীর মতোই। তাই বিজ্ঞানীদের আশা, প্রাণের সন্ধান মিলতে পারে এই গ্রহে। গ্রহটির প্রতিবেশী হিসেবে রয়েছে আরও পাঁচটি গ্রহ। তবে এদের মধ্যে এক মাত্র এই গ্রহেরই অবস্থান এমন যে, তাতে জলের অস্তিত্ব থাকলেও থাকতে পারে বলে মত হার্টফোর্ডশায়ার বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী মিক্কো টুওমির। গ্রহটির নাম দেওয়া হয়েছে এইচডি ৪০৩০৭।

তিব্বতে আত্মহত্যা
দেশের বিভিন্ন জায়গায় গত ২৪ ঘণ্টায় ৩ তরুণ সন্ন্যাসী-সহ মোট ৬ জন তিব্বতী গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করলেন। তিব্বতের নিবার্সিত প্রধানমন্ত্রী লোবসাং সাঙ্গে মৃতদের উদ্দেশে শ্রদ্ধাজ্ঞাপন করেন। ২০১১ সালের মার্চ মাস থেকেই চিনের একনায়কতন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদে এই আত্মহত্যার ঘটনা ঘটে চলেছে। কেন্দ্রীয় তিব্বতী প্রশাসন জানিয়েছে, এই নিয়ে তিব্বতে আত্মহত্যার চেষ্টা করেন ৬৯ জন। যাঁদের মধ্যে ৫৪ জন মারা গিয়েছেন।

শব্দ দিয়ে দেখা
চোখে দেখতে পান না যাঁরা, তাঁদের জন্য নতুন ‘ভিডিও গগল্স’ তৈরি করেছেন গবেষকরা। বিজ্ঞানীদের দাবি, নয়া পদ্ধতিতে শব্দের মাধ্যমে একটা স্পষ্ট ছবি তৈরি করা যাবে যা ‘পড়তে’ পারবেন দৃষ্টিশক্তিহীনরা। আমরা যখন কোনও কিছু পড়ি, আলোর প্রভাবে আমাদের মস্তিষ্কের ভিজুয়াল কর্টেক্স সক্রিয় হয়ে ওঠে। নতুন পদ্ধতিতে আলোর বদলে শব্দের মাধ্যমে ভিজুয়াল কর্টেক্সকে সক্রিয় করে তোলার চেষ্টা করেছেন বিজ্ঞানীরা।

কবর থেকে দেহ
কবর খুঁড়ে বের করে আনা হবে ইয়াসের আরাফতের দেহাবশেষ। ফরাসি তদন্তকারীদের সঙ্গে সুইৎজারল্যান্ডের এক দল বিশেষজ্ঞ ওয়েস্ট ব্যাঙ্কে আসছেন। যাঁরা আরাফতের মৃত্যু রহস্য খুঁজে বের করার চেষ্টা করবেন।

বিস্ফোরণে হত
আফগানিস্তানের দক্ষিন হেলমন্দ প্রদেশে ভয়াবহ বিস্ফোরণে প্রাণ হারালেন চার মহিলা ও এক শিশু-সহ ১০ জন। ঘটনায় তালিবানি জঙ্গি গোষ্ঠীর হাত আছে বলে সন্দেহ পুলিশের।

উদার গাগা
স্যান্ডির ত্রাণ তহবিলে দশ লক্ষ ডলার দান করলেন পপ স্টার লেডি গাগা। স্যান্ডি দুর্গতদের সাহায্য করতেই।

কাঁপল গুয়াতেমালা
বুধবার গুয়াতেমালায় ভূকম্পনে ৪৮ জনের মৃত্যু হয়েছে। রিখটার স্কেলে মাত্রা ছিল ৭.৪।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.