ডাইন অপবাদে মারধর
নিজস্ব সংবাদদাতা • অন্ডাল |
ষাটোর্ধ্ব এক বৃদ্ধাকে ‘ডাইন’ অপবাদে বেধড়ক মারধর করা হল বুধবার। অন্ডালের ১২ নম্বর রেল কলোনি সংলগ্ন রহমতনগর এলাকায় ঘটনাটি ঘটে। ধামাদেবী নামে নিগৃহীতা ওই বৃদ্ধার ছেলে অজয় দাস অন্ডাল থানায় লিখিত অভিযোগ করেন, প্রতিবেশী জাপানি সিংহের মা প্রায়ই ধামাদেবীর উদ্দেশে কটূক্তি করতেন। বুধবার দুপুরে তিনি ধামাদেবীকে কটূক্তি করলে ধামাদেবী তার কারণ জানতে চান। অভিযোগ, তাতে ক্ষিপ্ত হয়ে জাপানিবাবু ও তাঁর মা বেধড়ক মারধর করেন ধামাদেবীকে। তাঁকে ‘ডাইন’ও বলা হয়। এর পর বছর পঁয়ষট্টির ওই বৃদ্ধাকে অন্ডাল রেল হাসপাতালে ভর্তি করানো হয়। তবে অজয়বাবুর ক্ষোভ, “পুলিশ কোনও ব্যবস্থা নিচ্ছে না। আমরা আতঙ্কিত।” তবে পুলিশের দাবি, প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, একটি খাটালের জায়গাকে কেন্দ্র করে ওই দুই পরিবারের মধ্যে বেশ কিছু দিন ধরে দ্বন্দ্ব চলছে। বুধবার ওই ঘটনার পর থেকে অভিযুক্তেরা পলাতক। তাদের তল্লাশি চলছে।
|
ধস নেমে গর্ত জামুড়িয়ায়
নিজস্ব সংবাদদাতা • জামুড়িয়া |
ধস নেমে বেশ গভীর গর্ত তৈরি হল জামুড়িয়ার মিঠাপুর গ্রামে। বৃহস্পতিবার ওই গ্রামের সীমানায় একটি মাঠের অদূরে কয়েকশো ফুট এলাকা জুড়ে ওই গর্ত তৈরি হয়ে পড়ে। আতঙ্কিত হয়ে পড়েন বাসিন্দারা। জামুড়িয়ার সিপিএম বিধায়ক জাহাআঁরা খান এবং পুরপ্রধান ভাস্কর বন্দ্যোপাধ্যায় এলাকা পরিদর্শন করেন। তাঁদের অভিযোগ, “বিধি না মেনে ইসিএল ভূগর্ভে কয়লা কেটেছে। ঠিক ভাবে বালি ভরাট না হওয়ায় এমন ঘটনা ঘটেছে।” ইসিএলের এক আধিকারিকের অবশ্য দাবি, বছর দুয়েক আগে পর্যন্ত ওই এলাকায় অবৈধ খনন চলেছে। বারবার অবৈধ খনিমুখগুলি ভরাট করা হলেও কোনও সুরাহা হয়নি। চোরেরা বারবার কয়লা কেটে পালিয়েছে। এর জেরেই এমন ঘটনা বলে অনুমান তাঁদের। ইসিএলের সিএমডির কারিগরি সচিব নীলাদ্রি রায় জানান, ধসের কারণ খতিয়ে দেখা হচ্ছে।
|
পাইপ চুরি, বন্ধ জল সরবরাহ
নিজস্ব সংবাদদাতা • জামুড়িয়া |
জলের পাইপ চুরি হওয়ায় জল সরবরাহ বন্ধ হয়ে গেল ইস্ট কেন্দা খনি কর্মী আবাসন এলাকায়। ফলে সমস্যায় পড়েছেন প্রায় সাতশো কর্মীর পরিবার। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জামুড়িয়ার নিউ কেন্দা কোলিয়ারির বাঁসচুড়ি কোয়ারি থেকে জল সরবরাহ করা হয় ওই আবাসনে। কোলিয়ারির ম্যানেজার মহম্মদ মুকিম সিদ্দিকি জানান, এক সপ্তাহে তিন বার এমন ঘটনা ঘটলো। কেন্দা ফাঁড়িতে অভিযোগ জানানো হয়েছে। তাঁর কথায়, “আমরা আতঙ্কিত।” পুলিশ জানায়, তদন্ত চলছে। দুষ্কৃতীরা ধরা পড়বেই।
|
নিখোঁজ যুবক
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
এক মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ রয়েছেন দুর্গাপুরের ঝাণ্ডাবাদের সুকান্ত পল্লির ৫ নম্বর স্ট্রিটের মনোতোষ দাস। পুলিশ জানায়, অক্টোবরের প্রথম সপ্তাহে বাড়ি থেকে বেরিয়েছিলেন বছর পঁয়ত্রিশের ওই ব্যক্তি। আর ফেরেননি। ১০ অক্টোবর একটি নিখোঁজ ডায়েরি করেছেন পরিবারের লোকজন। পুলিশ জানায়, তল্লাশি চলছে।
|
ডিভিশন ফুটবল
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
দুর্গাপুর মহকুমা সংস্থার সুপার ডিভিশন ফুটবল লিগের খেলা অমীমাংসিত ভাবে শেষ হল বৃহস্পতিবার। ফ্রেন্ডস রেজিমেন্ট ও নবসূর্য এসসিসি একটি করে গোল করে। অনূর্ধ্ব ১৪ ফুটবল লিগে অআকখ ও আমলাজোড়া সুপ্রিয় সঙ্ঘের খেলা অমীমাংসিত ভাবে শেষ হয়।
|
সদ্যোজাতের দেহ
নিজস্ব সংবাদদাতা • রানিগঞ্জ |
নর্দমা থেকে একটি সদ্যোজাতর মৃতদেহ উদ্ধার করল পুলিশ। বৃহস্পতিবার রানিগঞ্জের কাশীপুরডাঙা এলাকা থেকে ওই দেহ উদ্ধার হয়।
|
ঘর থেকে এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করল পুলিশ। পাণ্ডবেশ্বরের ডাঙালপাড়ার ঘটনা। মৃতের নাম সন্তোষ দাস (৩৮)। বৃহস্পতিবার দুপুরে বাড়ি থেকে দেহটি উদ্ধার হয়।
|
বড়থল নেতাজি সঙ্ঘের ফুটবলে জিতল ভালুকজোড় এফসি। তারা আয়োজক সংস্থাকে ১-০ গোলে হারায়।
|
কোথায় কী
দুর্গাপুর: সুপার ডিভিশন ফুটবল প্রতিযোগিতা। ডিপিএসএ। বিকাল ৩টে। উদ্যোগ: দুর্গাপুর মহকুমা ক্রীড়া সংস্থা। |