ম্যালেরিয়ার প্রকোপ
নিজস্ব সংবাদদাতা • শামুকতলা |
ম্যালেরিয়ার প্রকোপ দেখা দিয়েছে ডুয়ার্সের আলিপুরদুয়ার-২ ও কুমারগ্রাম ব্লকের বেশ কিছু এলাকায়। রবিবার রাতে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে আলিপুরদুয়ার হাসপাতালে এক শিশু মারা গিয়েছে। নাম সোমরা ওঁরাও (৫)। বাড়ি শামুকতলার কোহিনূর চা বাগান লাগোয়া হঠাৎ কলোনিতে। পাঁচদিন ধরে সে জ্বরে ভুগছিল। দু’টি ব্লকে গত সাত দিনে আট জন ম্যালারিয়ায় আক্রান্ত হয়েছেন। জ্বরে আক্রান্ত অন্তত ৪০। জলপাইগুড়ি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক স্বপন সরকার জানান, পাঁচ বছরের এক শিশুর ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। আজ, মঙ্গলবার এলাকায় মেডিক্যাল টিম যাচ্ছে। সরকারি তথ্য অনুসারে, এক বছরে জলপাইগুড়ি জেলায় ম্যলেরিয়া আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তিন জনের। আক্রান্ত হয়েছেন ৫৭০ জন।
|
শয্যা-সঙ্কটে রাম-লক্ষ্মণ
নিজস্ব সংবাদদাতা • বালুরঘাট |
কলকাতার এসএসকেএম হাসপাতালে শয্যা সঙ্কটে পড়লো দক্ষিণ দিনাজপুরের দুই যমজ ভাই রাম লক্ষ্মণ মঙ্গলবার সকালে হরমোন বিশেষজ্ঞ সতীনাথ মুখোপাধ্যায় দুই ভাইকে বহির্বিভাগে পরীক্ষা করার পর তাদের হাসপাতালে ভর্তি করে নেন। কিন্তু এসএসকেএমে রামের জন্য বরাদ্দ হলেও শয্যা মিললো না লক্ষ্মণের। বিপাকে কংগ্রেসের জেলা নেতা আশিস বিশ্বাস সহ রাম লক্ষ্মণের বাবা সোমরা তিরকি ও আত্মীয়রা। এদিন এসএসকেএম হাসপাতালে তাদের নিয়ে যাওয়া হলে বিশেষজ্ঞ সতীনাথবাবু দু’ভাইকে প্রাথমিক পরীক্ষা করে ভর্তি করে নেন। জেলা কংগ্রেস সভাপতি নীলাঞ্জন রায় বলেন, “আপাতত একই বেডে দু’ভাইকে রাখা যায় কি না আমরা সেই চেষ্টা করছি।”
|