খেলার টুকরো খবর

জিতল পাথরচাপুরি
খয়রাশোলের বারাবন মিলন সঙ্ঘ পরিচালিত ১৬ দলীয় নক আউট ফুটবল প্রতিযোগিতায় স্থানীয় নওয়াপাড়া মিলন সঙ্ঘকে টাইব্রেকারে ৩-৪ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হল পাথরচাপুরি দাতাবাবা ফুটবল একাদশ। সম্প্রতি স্থানীয় ফুটবল মাঠে ওই খেলা হয়েছিল। পাথরচাপুরির দীপেন পাণ্ডে ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হন। মাঠে উপস্থিত ছিলেন স্থানীয় পঞ্চায়েত সমিতির সভাপতি সমীর ঘোষ, বারাবনী মাদ্রাসার প্রধান শিক্ষক হাফিজ নাসিরুদ্দিন, ক্লাবের সম্পাদক শেখ সহজাহান। উইনার্স এবং রানার্স দলকে ট্রফি-সহ স্বর্ণপদক দেওয়া হয়।

ফুটবল লিগ
বীরভূম জেলা ক্রীড়া সংস্থার পরিচালনায় এবং বোলপুর টাউন ক্লাবের সহযোগিতায় সিনিয়র আন্তঃক্লাব ফুটবল লিগে আজ বুধবার মুখোমুখি হতে চলেছে সিউড়ি রবীন্দ্রপল্লি সেবা সৎকার সমিতি ও বোলপুর টাউন ক্লাব। বোলপুর টাউন ক্লাবের মাঠে ওই প্রতিযোগিতা শুরু হয়। উদ্বোধনী খেলায় সিউড়ি রবীন্দ্রপল্লি ৬-০ গোলে হারায় রামপুরহাট শুভেচ্ছা স্পোর্টিং ক্লাবকে। ৫ নভেম্বর বোলপুরেরই নুরপুর আমবাগান পল্লি উন্নয়ন সমিতিকে ৪-২ গোলে হারায় সিউড়ি ত্রাণ সমিতি। ৯ নভেম্বর মাড়গ্রাম সোনালি স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে নামবে নুরপুর। ১৮ নভেম্বর ওই প্রতিযোগিতার ফাইনাল।

লোকপাড়ায় ফুটবল
আজ বুধবার ময়ূরেশ্বরের লোকপাড়া প্রতিবাদ ক্লাব পরিচালিত ১৬ দলীয় ফুটবল প্রতিযোগিতায় চতুর্থ দিনের খেলায় লোকপাড়া সিদো-কানহু যুব সঙ্ঘের মুখোমুখি হতে চলেছে পারুলিয়া তরুণ সঙ্ঘ। ১ নভেম্বর স্থানীয় স্কুল ময়দানে ওই খেলা শুরু হয়। উদ্বোধনী খেলায় সাঁইথিয়া ময়ূরাক্ষ্মী গ্রামীণ ফুটবল দলকে টাইব্রেকারে ৫-৩ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় কানাইপুর আদিবাসী সবুজ সঙ্ঘ। ৩ অক্টোবর নওয়াডাঙাল আদ্যাশক্তি আদিবাসী ক্লাবকে ১-০ গোলে হারায় বাবুইডাঙা মনসামঙ্গল ক্লাব। ৪ অক্টোবর নন্দীহাট ফুটবল টিমকে ১-০ গোলে হারায় মল্লারপুর নঈসুভা। ১৬ ডিসেম্বর প্রতিযোগিতার ফাইনাল খেলা হবে।

জয়ী আমোদপুর
সাঁইথিয়া আমোদপুর প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের পরিচালনায় ৪ নভেম্বর থেকে স্থানীয় ব্লক সংলগ্ন ময়দানে শুরু হয়েছে ৮ দলীয় মদনমোহন হালদার স্মৃতি ফুটবল প্রতিযোগিতা। উদ্বোধনী খেলায় জৌগ্রাম ফুটবল অ্যাসোসিয়েশন ৪-১ গোলে বারাসত মাইকেলনগর ফুটবল আকাদেমিকে হারায়। ৫ নভেম্বর মেমারি স্পোর্টিং ক্লাব টাইব্রেকারে ৩-২ গোলে হারায় আমোদপুর প্লেয়ার্স অ্যাসোসিয়েশনকে।

স্পিড ট্রাস্ট ট্রফি। ছবি: দেবব্রত দাস।
• পাত্রসায়র স্পোর্টিং ইউনিয়ন পরিচালিত ‘স্পিড ট্রাস্ট পরিবার চ্যাম্পিয়ন ট্রফি-২০১২’ নক আউট ফুটবল প্রতিযোগিতা ফাইনালে উঠল বর্ধমান বিশ্ববিদ্যালয়। গত বুধবার পাত্রসায়র ফুটবল মাঠে অনুষ্ঠিত প্রতিযোগিতার প্রথম সেমিফাইনালে বজবজ একাদশকে ২-০ গোলে হারিয়েছে তারা। আগামী সোমবার প্রতিযোগিতার দ্বিতীয় সেমিফাইনালে সোনামুখী ইয়ুথ কর্নার মুখোমুখি হচ্ছে মশাগ্রাম এভারগ্রিন ক্লাবের।

হুড়ার শিমূলডাঙায়। ছবি: প্রদীপ মাহাতো।
• গত ৩-৪ নভেম্বর হুড়া থানা এলাকার জোড়গোড়া বাহামালা ক্লাবের উদ্যোগে স্থানীয় শিমূলডাঙায় হয়েছে ফুটবল প্রতিযোগিতা। ফাইনালে কাপিল গ্রুপ বিহারী একাদশ বান্দোয়ানের মাকড়চাটা স্পোর্টিং ক্লাবকে টাইব্রেকারে ৬-৫ গোলে পরাজিত করে। বিজয়ী দলকে ১৮ হাজার টাকা ও রানার্স দলকে ১৫ হাজার টাকা পুরস্কার দেওয়া হয়। সেমিফাইনালের দুই দল বর্ধমান দক্ষিণখণ্ডের কিস্কু একাদশ ও আদ্রা বিএফ ক্লাবকে ১০ হাজার টাকা করে আর্থিক পুরস্কার দেওয়া হয়। মোট ১৬টি দল ছিল।

পুরুলিয়ায় তিরন্দাজি প্রতিযোগিতা। নিজস্ব চিত্র।
• জেলা পুলিশের উদ্যোগে জঙ্গলমহলের ৯টি থানা এলাকার প্রতিযোগীদের নিয়ে চলছে তিরন্দাজি প্রতিযোগিতা। শনিবার থেকে এই প্রতিযোগিতা শুরু হয়েছে। বাঘমুণ্ডি, আড়শা, বলরামপুর, বরাবাজার, বান্দোয়ান, বোরো, কোটশিলা, ঝালদায় প্রতিযোগিতা শেষ হয়ে গিয়েছে। আজ বুধবার জয়পুরে এই প্রতিযোগিতা হবে। পুরুলিয়া জেলা পুলিশ সুপার সি সুধাকর জানান, বিভিন্ন থানা এলাকার সেরাদের নিয়ে পরবর্তীতে জেলা স্তরের প্রতিযোগিতা হবে।

• রঘুনাথপুর ২ ব্লকের মুলডি আদিবাসী নিউ সাগুন ক্লাবের উদ্যোগে ও স্থানীয় একটি সিমেন্ট কোম্পানির সহযোগিতায় মুলডি ফুটবল মাঠে হয়েছে ফুটবল প্রতিযোগিতা। মঙ্গলবার ফাইনালে গোবাগ রয়্যাল ক্লাব দুয়ারিমহল জঙ্গলমহল ক্লাবকে ২-১ গোলে পরাজিত করে। প্রতিযোগিতায় ৮টি দল যোগ দিয়েছিল।

• ইন্দিরা গাঁধী স্মৃতি শিল্ড ফুটবল প্রতিযোগিতা হয়ে গেল কেন্দায়। ২৪ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতায় আমাকোচা ফুটবল দল বালকডি কেবিএম হাইস্কুলকে ১-০ গোলে হারিয়ে বিজয়ী হয়। ৪৯টি দল যোগ দিয়েছিল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক কেপি সিংদেও, মানবাজারের বিধায়ক সন্ধ্যারানি টুডু।

বিষ্ণুপুরের তেজপাল মাঠে ফুটবল ম্যাচের ছবিটি তুলেছেন শুভ্র মিত্র।
• ঝরিয়া কৃষ্ণ সঙ্ঘকে টাইব্রেকারে হারিয়ে ২০১২ সূর্য কাপ জিতে নিল ভেদুয়া বিবেকানন্দ ক্লাব। রবিবার বিষ্ণুপুর তেজপাল মাঠে তেজপালের সূর্য সঙ্ঘের উদ্যোগে প্রতিযোগিতা হয়। সঙ্ঘের ক্রীড়া সম্পাদক সন্টু লোহার জানান, প্রায় দু-মাস ধরে চলা এই প্রতিযোগিতায় ১৬টি দল যোগ দিয়েছিল। সেরার শিরোপা পান ঝরিয়া কৃষ্ণ সঙ্ঘের শেখ নিজামুদ্দিন আলি খা।ঁ

• আগামী ৯ নভেম্বর থেকে বিষ্ণুপুর স্টেডিয়ামে শুরু হতে চলেছে বিষ্ণুপুর মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত বি এস এ শিল্ডের ফুটবল টুর্নামেন্ট। যোগ দিচ্ছে কলকাতার কালীঘাট, এরিয়ান, রাজস্থান-সহ প্রথম শ্রেণির ফুটবল দলগুলি। সংস্থার সম্পাদক বরুণ দে জানান, মোট ১০টি দল যোগ দিয়েছে এবারের প্রতিযোগিতায়। শুক্রবার প্রথম দিনের খেলায় মুখোমুখি হচ্ছে কলকাতার ঐক্যসম্মিলনী ও বাঁকুড়ার সারেঙ্গা একাদশ। ২ ডিসেম্বর ফাইনাল।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.