টুকরো খবর
শিক্ষককে স্বীকৃতি
‘ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ অ্যানজিওস্পার্ম ট্যাক্সোনমি’র ফেলো নির্বাচিত হলেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগের শিক্ষক অমল মণ্ডল। ২৮-৩০ অক্টোবর মহারাষ্ট্রের সেন্ট গাজে বাবা অমরাবতী বিশ্ববিদ্যালয়ে একটি আন্তজার্তিক সেমিনার হয়। শিরোনাম ছিল ‘ইনোভেটিভ প্রসপেক্টস ইন অ্যানজিওস্পার্ম ট্যাক্সোনমি’। সেখানে আমন্ত্রণ পেয়েছিলেন ১৫ বছরের শিক্ষকতা ও দীর্ঘদিনের গবেষণায় অভিজ্ঞ অমলবাবু। সঙ্গে গিয়েছিলেন তাঁর অধীনে থাকা গবেষক ছাত্রেরাও। তারপরই অমলবাবুকে ফেলো হিসাবে নির্বাচিত করে ওই সংস্থাটি। ফুটবল প্রতিযোগিতা। রবিবার খড়্গপুর-১ ব্লকের কলাইকুন্ডা-১ নম্বর অঞ্চলের রামকো ইন্ডাস্ট্রির পাশের ময়দানে আয়োজিত হল এক দিনের দিবারাত্রি ফুটবল প্রতিযোগিতা। এই ফুটবল প্রতিযোগিতায় মোট ১৬টি দল যোগদান করে। ফাইনালে আমগাছিয়া কুর্মী একাদশ তরুণ সঙ্ঘ ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

পুর-বিক্ষোভ মেদিনীপুরে
অবিলম্বে পুনর্বাসন কমিটির বৈঠক ডাকা, হকার- তালিকা প্রকাশ করা সহ বেশ কিছু দাবিতে মেদিনীপুর পুরসভার পুরপ্রধান প্রণব বসুকে স্মারকলিপি দিয়েছে সারা বাংলা হকার ও ক্ষুদ্র ব্যবসায়ী সমিতি। সোমবার পুরপ্রধানের সঙ্গে দেখা করে সংগঠনের এক প্রতিনিধি দল স্মারকলিপিটি দেন। মূলত, মেদিনীপুর শহরে হকারদের স্থায়ী ও সুষ্ঠ পুনর্বাসনের দাবিই জানানো হয়েছে। সংগঠনের বক্তব্য, এক সময় পুরসভা পুনর্বাসনের নাম করে হকারদের কাছ থেকে টাকা নিয়েছিল। কিন্তু, তারপর প্রতিশ্রুতি মতো কাজ হয়নি। ফলে সমস্যা যেখানে ছিল, সেখানেই রয়েছে। পুর- কর্তৃপক্ষ অবশ্য দাবি খতিয়ে দেখে পদক্ষেপ করার আশ্বাস দিয়েছেন। পুরপ্রধানের সঙ্গে দেখা করার আগে পুরসভার সামনে বিক্ষোভ দেখানো হয়।

আন্দোলনে সিপি
—নিজস্ব চিত্র।
শিল্প বাঁচানোর দাবিতে এ বার আন্দোলনে নামল ছাত্র পরিষদ। মঙ্গলবার সংগঠনের ডাকে মেদিনীপুর শহরে এক মিছিল হয়। ছাত্র পরিষদের কর্মীরা এতে যোগ দেন। পরে জেলাশাসকের দফতরের সামনে, কালেক্টরেট মোড়ে রাজ্যের শিল্পমন্ত্রীর কুশপুতুল পোড়ানো হয়। নেতৃত্ব দেন ছাত্র সংগঠনের জেলা সভাপতি মহম্মদ সইফুল। মূলত, হলদিয়ার পরিস্থিতির প্রেক্ষিতেই ছাত্র পরিষদের এই মিছিল। ছাত্র পরিষদের জেলা সভাপতি বলেন, “বামফ্রন্টের আমলে রাজ্যে ৫২ হাজার কলকারখানা বন্ধ হয়েছে। হলদিয়ার পরিস্থিতি দেখে মনে হচ্ছে, তৃণমূলের সরকার যদি ৩৪ বছর ক্ষমতায় থাকে, তাহলে ১ লক্ষেরও বেশি কলকারখানা বন্ধ হয়ে যাবে। ছাত্রছাত্রীদের স্বার্থেই আমাদের এই আন্দোলন।”

দুর্ঘটনায় মৃত্যু
পথ দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হল। মঙ্গলবার দুপুরে দুর্ঘটনাটি ঘটে ৬০ নম্বর জাতীয় সড়কের উপর, শালবনি থানার রাণাপাড়া এলাকায়। মৃতের নাম কার্তিক ভুঁইয়া (২১)। বাড়ি গাইঘাটায়। দুপুরে মোটরসাইকেলে করে শালবনির দিকে আসছিলেন ওই যুবক। একই দিকে আসা একটি লরি তাঁকে পিছন থেকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ঘটনার জেরে সংশ্লিষ্ট এলাকায় যানজটের সৃষ্টি হয়। স্থানীয় মানুষের অভিযোগ, জাতীয় সড়কের হাল খারাপ থাকার জন্যই দুর্ঘটনা বাড়ছে। পরে পুলিশ এসে স্থানীয়দের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।

সাংস্কৃতিক অনুষ্ঠান
সোমবার খড়্গপুর শহরের গোলবাজারে রেল বালক বিদ্যালয়ে আয়োজিত হল সাংস্কৃতিক অনুষ্ঠান। খড়্গপুর উৎসব কমিটি আয়োজিত এই অনুষ্ঠান শুরু হয় পামেলা মজুমদার ও শ্রীলেখা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গীত দিয়ে। উপস্থিত ছিলেন তপনকুমার পাল, শতদল বন্দ্যোপাধ্যায়, সুনন্দা চক্রবর্তী প্রমুখ।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.