টুকরো খবর
এখনও দলমার দল কলাইকুণ্ডাতেই
খড়্গপুরের কলাইকুণ্ডা রেঞ্জের জোটিয়ার জঙ্গলেই ঘোরাফেরা করছে হাতির দল। মঙ্গলবার দিনভর দলটি এই এলাকায় ছিল। অন্যত্র যাওয়ার চেষ্টা করেনি। খড়্গপুরের ডিএফও অঞ্জন গুহ বলেন, “দলটির সঙ্গে বেশ কয়েকটি বাচ্চা হাতি রয়েছে। তাই দ্রুত এলাকা ছাড়ছে না। তবে আমরা পরিস্থিতির উপর নজর রেখেছি।” দলমা থেকে আসা হাতির দলটিতে প্রায় ১৩০- ১৪০টি হাতি রয়েছে। দলটি বেশ কয়েকদিন ধরে মেদিনীপুর সদর ব্লকের চাঁদড়া, গুড়গুড়িপাল প্রভৃতি এলাকায় ঘোরাঘুরি করেছে। এক সময় দলটি গড়বেতা, গোয়ালতোড় ব্লকের কিছু এলাকা দাপিয়ে বেড়িয়েছে। প্রচুর ফসলের ক্ষয়ক্ষতি করে। কিছু ঘরবাড়ি ভাঙে। পরে দলটি কাঁটাপাহাড়ি হয়ে লালগড়ের জঙ্গলে ঢুকে পড়ে। সেখান থেকে মেদিনীপুর সদর ব্লক এলাকার চাঁদড়া, গুড়গুড়িপালে। আগের মঙ্গলবার থেকে গত রবিবার পর্যন্ত দলটি মেদিনীপুর সদর এলাকায় ছিল। ওই দিন রাতে কাঁসাই নদী পেরিয়ে খড়্গপুরের কলাইকুন্ডা রেঞ্জ এলাকার জোটিয়ার জঙ্গলে পৌঁছয়। সোমবারের পর মঙ্গলবার দিনভর হাতির দলটি এই জঙ্গলে ঘোরাফেরা করেছে। দলটির এ বার নয়াগ্রামের দিকে যাওয়ার সম্ভাবনাই বেশি। তবে এদিন হাতি তাড়ানোর চেষ্টা করেননি বন দফতরের কর্মীরা। ডিএফও বলেন, “দলটি নিজে থেকে কোন দিকে যায়, তা দেখা হচ্ছে। গতিবিধির উপর নজর রাখা হয়েছে। মঙ্গলবার হাতির দলটি ওই জঙ্গলেই ছিল। হাতিরা আশপাশ এলাকায় ঘোরাঘুরি করেছে।” তাঁর কথায়, “এলাকা ছাড়তে না- চাইলে তখন হাতি তাড়ানোর চেষ্টা হবে। সঙ্গে বাচ্চা হাতি রয়েছে বলেই দলটি দ্রুত এলাকা ছাড়ছে না। তবে দলটির নয়াগ্রামের দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে।”

ষাঁড় ধরতে প্রচার
বেওয়ারিশ ষাঁড় ও গরুর দৌরাত্ম্য বেড়ে যাওয়ায় বাসিন্দাদের সতর্ক করতে মাইকে প্রচারে নামল আরএসপি পরিচালিত দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট পুরসভা। সোমবার পুরসভার পক্ষ থেকে শহরে মাইক প্রচার করা হয়। রবিবার সন্ধ্যায় শহরের ডাকবাংলোপাড়া এলাকায় ষাঁড়ের গুঁতোয় গুরুতর জখম ব্যক্তি বালুরঘাট হাসপাতালে ভর্তি। পুরপ্রধান সুচেতা বিশ্বাস বলেন, “বিষয়টি নিয়ে প্রাণিসম্পদ দফতরের সঙ্গে কথা বলব। তা ছাড়া বাসিন্দাদের একাংশ গরু ছেড়ে রাখেন। রাস্তা দখল হয়ে থাকে। শীঘ্রই গবাদি পশুগুলিকে ধরে খোঁয়াড়ে চালান করা হবে।”

শব্দবাজি আটক
কালীপুজোর আগে নিষিদ্ধ শব্দবাজি উদ্ধারে নেমেছে পুলিশ। সোমবার রাত পর্যন্ত খাতড়া মহকুমার বিভিন্ন এলাকা থেকে প্রায় ২৫০০টি শব্দবাজি আটক করে পুলিশ। এসডিপিও (খাতড়া) কল্যাণ সিংহরায় বলেন, “খাতড়া, তালড্যাংরা, সারেঙ্গা, রাইপুর, ইঁদপুর-সহ বেশকিছু এলাকা থেকে নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার হয়। কেউ গ্রেফতার হয়নি।”

উদ্ধার হস্তি শাবক
পাহাড়ের খাঁজে পড়ে যায় এক হস্তি শাবক। বনরক্ষী ও স্থানীয় মানুষের দু’দিনের চেষ্টায় তাকে উদ্ধার করা হল। গুয়াহাটি লাগোয়া চন্দ্রপুর হাতশিলা পাহাড়ে ৩ নভেম্বর হাতির পাল আসে। দলটি চলে যাওয়ার পরে গ্রামবাসীরা দেখতে পান, পাথরের ফাঁকে বাচ্চা হাতি আটকে আছে। গ্রামবাসীরাই তাকে খাবার, জল দেয়। আজ সন্ধ্যায় তাকে উদ্ধার করে চিড়িয়াখানায় নিয়ে আসা হয়।

উষ্ণায়নের কোপে
উষ্ণায়নের প্রভাবে সব চেয়ে ক্ষতি হচ্ছে জলজ প্রাণীদের। সম্প্রতি এক সমীক্ষায় এমনই তথ্য উঠে এসেছে। বিজ্ঞানীদের মতে, উষ্ণায়ন ও তার ফলে জলে অক্সিজেন কমে যাওয়াতেই এটা ঘটছে।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.