টুকরো খবর
মুখ্যমন্ত্রীর মন্তব্যে ক্ষুব্ধ কংগ্রেস
প্রধানমন্ত্রী মনমোহন সিংহকে ‘পাগল’ বলায় ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকারের বিরুদ্ধে সরব বিরোধী কংগ্রেস। ত্রিপুরা প্রদেশ কংগ্রেস নেতৃত্বের বক্তব্য, এই মন্তব্য কুরুচিকর ও অশালীন। প্রদেশ কংগ্রেসের মুখপাত্র রতন চক্রবর্তী বলেন, ‘‘মুখ্যমন্ত্রীর এ ধরনের মন্তব্য দুর্ভাগ্যজনক। সিপিএম রাজনৈতিক ভাবে দেউলিয়া হয়ে গিয়েছে। তাই দেশের প্রধানমন্ত্রীকে নিয়ে এ ধরনের নিন্দনীয়, কুরুচিকর মন্তব্য করছেন মুখ্যমন্ত্রী।’’ রাজ্য যুব কংগ্রেস এবং কংগ্রেসের ছাত্র সংগঠন এনএসইউআই-ও মুখ্যমন্ত্রীর মন্তব্যে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে। মুখ্যমন্ত্রীর ‘অশালীন’ মন্তব্যের প্রতিবাদে আজ কংগ্রেস ভবন থেকে একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করে প্রদেশ কংগ্রেস এবং যুব কংগ্রেস নেতারা। মিছিলটির নেতৃত্বে ছিলেন প্রদেশ কংগ্রেস নেতা মুজিবুর ইসলাম, দীপক মজুমদার, অভিজিৎ দেব এবং যুব কংগ্রেসের শর্মিলা হালদার, ছাত্রনেতা ভিকিপ্রসাদ-সহ আরও অনেকে। বিক্ষোভ মিছিলটি কংগ্রেস ভবন থেকে বেরিয়ে শহরের বিভিন্ন স্থান ঘুরে সূর্য চৌমুহনিতে পৌঁছয়। সেখানে মুখ্যমন্ত্রীর কুশপুতুল পুড়িয়ে প্রতিবাদ জানান কংগ্রেস কর্মীরা। পাশাপাশি, রাজ্যের বেশ কিছু ব্লকেও আজ বিক্ষোভ মিছিল বের করা হয়।

ডিমাপুরে জঙ্গি সংঘর্ষে হত ৩, জখম ৩
ব্যস্ত রাজপথে দফায় দফায় সংঘর্ষে জড়াল দুই নাগা জঙ্গি গোষ্ঠী। ঘটনায় দুই নাগা জঙ্গি ও এক কার্বি ব্যক্তির মৃত্যু হয়েছে। জখম হয়েছেন তিন পথচারী। ঘটনাটি ঘটেছে নাগাল্যান্ডের ডিমাপুরে। পুলিশ জানায়, ঘটনার শুরু বিকাল সাড়ে তিনটে নাগাদ। জিপিআরন-এনএসসিএন গোষ্ঠীর সশস্ত্র জঙ্গিরা একটি অটো থামায়। অটোয় থাকা চার যাত্রী খাপলাং গোষ্ঠীর সদস্য বলে পুলিশ জানায়। তাদের টেনে হিঁচড়ে নামাবার চেষ্টা করে আক্রমণকারীরা। এক যাত্রী গুলি চালালে বন্দুকধারীরাও গুলি চালায়। গুলি লেগে অটোর ভিতরেই মারা যান সিকারিয়ান্স নামে বোকাজানের এক বাসিন্দা। নিহতের স্ত্রীর দাবি, সিকারিয়ানসের সঙ্গে কোনও জঙ্গি সংগঠনের যোগ ছিল না। অটোয় থাকা বাকি তিন যাত্রী পালিয়ে যায়। তবে বন্দুকবাজরা তাদের পিছু ছাড়েনি। পরে সিভিল হাসপাতালের সামনে ওই তিনজনকে লক্ষ্য করে ফের গুলি চালানো হয়। মারা যায় দু’জন। তারা খাপলাং গোষ্ঠীর সঙ্গে যুক্ত। অন্য জন জখম হলেও গুলি চালিয়ে পালিয়ে যায়। ছিটকে আসা গুলিতে আভিটো ইয়েপথো, পি আচুমি ও ইনাতো নামে তিন পথচারী জখম হন। তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন।

ছাত্রীকে ছুড়ে ফেলে শাস্তি শিক্ষকের
তার অপরাধ সে হোমটাস্ক করে আনতে পারেনি। আর সেই অপরাধে ছোট্ট মেয়েটিকে ক্লাস থেকে একেবারে বাইরে মাটিতে ছুড়ে ফেলে দিলেন শিক্ষক। এই ঘটনায় চতুর্থ শ্রেণির ছাত্রীটির মাথায় আঘাত লাগে। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করলে চিকিৎসকেরা জানান, মাথায় আঘাত লাগার কারণে তার স্মৃতিবিভ্রম ঘটেছে। নিজের নাম মনে করতে পারছে না। পরে সহপাঠীদের কাছ থেকে ঘটনাটি জানতে পারেন মেয়েটির বাবা-মা। গত ২৪ সেপ্টেম্বর কর্নাটকের হাসান জেলার সরকারি স্কুলে ঘটনাটি ঘটেছে। বেঙ্গালুরুর ‘ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ অ্যান্ড নিউরো সায়েন্সেস’-এ তার চিকিৎসা চলছে। অভিযুক্ত শিক্ষক বীরভদ্রাপ্পাকে স্কুল কর্তৃপক্ষ সাসপেন্ড করেছেন।

নাগরি বিতর্কে জঙ্গিদের বনধ
নাগরির জমি বিতর্কে প্রকাশ্য সমর্থন জানাল একটি প্রভাবশালী জঙ্গি সংগঠন। নাগরির ‘কৃষিজমি বাঁচাও’ আন্দোলনের সমর্থনে এগিয়ে এল পিপলস লিবারেশন ফ্রন্ট অব ইন্ডিয়া (পিএলএফআই)। কৃষক উচ্ছেদের প্রতিবাদে আগামী ৮ নভেম্বর ১২ ঘণ্টার রাঁচি বনধের ডাক দিয়েছে তারা। এই মুহূর্তে মাওবাদীদের মতোই পিএলএফআই-ও ঝাড়খণ্ড পুলিশের মাথা ব্যাথার কারণ হয়ে উঠেছে। নাগরি আন্দোলনের অন্যতম নেতা তথা নির্দল বিধায়ক বন্ধু তিরকে বলেন, “ওই বনধের বিষয়ে আমাদের কিছু বলার নেই।”

জঙ্গি হানায় নিহত দুই
মুখ্যমন্ত্রী অর্জুন মুন্ডার গুমলা সফরের মধ্যেই কাল রাতে জেলার ডুমরি থানা এলাকায় তাণ্ডব চালাল একটি জঙ্গি সংগঠন। গুমলার ডুমরি থানার দু’টি গ্রামে চড়াও হয়ে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে হত্যা করা হয়েছে দুই গ্রামবাসীকে। দুটি হত্যাকাণ্ডের পিছনেই এমসিসি(আই) নামে একটি জঙ্গি সংগঠনের হাত রয়েছে বলে পুলিশের দাবি। পুলিশ জানিয়েছে, ডুমরির কোটেটোলি গ্রামে বাড়ি থেকে তুলে এনে গুলি করে হত্যা করা হয়েছে ফ্লোরেন্স তিরকি নামে ত্রিশোর্ধ্ব এক যুবককে। আজ সকালে একটি মাঠে ফ্লোরেন্সের দেহ পাওয়া গিয়েছে। দ্বিতীয় ঘটনাটি ঘটেছে ডুমরির জয়বাগি চকে। এখানে খুন করা হয়েছে মহম্মদ গফ্ফরকে।

অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা ৩ বিমানের
অল্পের জন্য মুখোমুখি সংঘাতের হাত থেকে বেঁচে গেল তিন-তিনটি বিমান। সোমবার দিল্লির ইন্দিরা গাঁধী আন্তর্জাতিক বিমানবন্দরে সন্ধ্যা সাতটা নাগাদ এই ঘটনা ঘটে। এয়ার ট্রাফিক সিগন্যাল (এটিএস) ভিটি-সিএলএ নামের একটি বিমানকে এটিএস রানওয়ে খালি করার নির্দেশ দেয়। ভুলবশত সঙ্কেত পৌঁছয় ভিটি-এলটিএ নামের বিমানের কাছে। বিমানটি এক টার্মিনাল থেকে অন্য টামির্নালে যাচ্ছিল। সঙ্কেত পেয়ে রানওয়েতে চলে আসে। তখন ওই রানওয়ে থেকেই উড়ান শুরু করার কথা জেট এয়ারওয়েজের দোহাগামী বোয়িং বিমানের। ঠিক তার পরেই ওই একই রানওয়েতে অবতরণের জন্য প্রস্তুত হচ্ছিল জেট এয়ারওয়েজের আরও একটি বিমান। পরিস্থিতি আঁচ করে পদক্ষেপ করে এটিএস। দোহাগামী বিমানের উড়ান স্থগিত রাখা হয়। আর চেন্নাই থেকে আসা বিমানটিকে আকাশে চক্কর কাটার নির্দেশ দেওয়া হয়।

প্রেমিকার হাতে খুন ইঞ্জিনিয়ার
প্রেমিককে খুন করার অভিযোগে সৌম্যা নামের একটি মেয়ে ও তাঁর এক বন্ধুকে গ্রেফতার করা হয়েছে। নিহতের নাম নীতেশ। বেঙ্গালুরুর রাজাজিনগরের বাসিন্দা। ২১ অক্টোবর শহরের বাইরে তাঁর মৃতদেহ উদ্ধার করা হয়। নীতেশের দেহের পাশেই মোবাইল পাওয়া যায়। সেই সূত্র ধরেই সৌম্যাকে গ্রেফতার করেন তাঁরা। জেরায় মনোবিজ্ঞানের ছাত্রী সৌম্যা জানান, ফেসবুকে নীতেশের সঙ্গে পরিচয় হয় তাঁর। ২৫ বছরের নীতেশের ব্যবহারে অসঙ্গতি লক্ষ করে নিজের মনোবিজ্ঞানের বিদ্যা প্রয়োগ করার সিদ্ধান্ত নেন সৌম্যা। ভডকার সঙ্গে অ্যামোনিয়াম সালফেট মিশিয়ে নীতেশকে খেতে দেন তিনি। অ্যামোনিয়াম সালফেটের মাত্রা বেশি হয়ে যাওয়াতে অজ্ঞান হয়ে যান নীতেশ। তখন সৌম্যা বন্ধু পারশভনাথকে ডেকে পাঠান। দু’জনে মিলে খুন করেন নীতেশকে।

ধর্ষকের বায়না
গত সোমবার ভোরবেলা এক বিদেশিনিকে ধর্ষণ করেছে সন্দেহে মঙ্গলবার এক কুখ্যাত অপরাধীকে আটক করে মুম্বই পুলিশ। মহিলার অভিযোগ, গলায় ছুরি ঠেকিয়ে পর পর দু’বার তাঁকে ধর্ষণ করে এক ব্যক্তি। মুম্বই পুলিশ জানায়, ধর্ষণ করার পর মহিলার কাছ থেকে চেয়ে দু’টি সিগারেট খেয়ে তাঁকে স্নান করে আসতে অনুরোধ করে অভিযুক্ত ধর্ষক। এর পর মূল্যবান কিছু জিনিস আর মহিলার অন্তর্বাস নিয়ে পালিয়ে যায় সে। পুলিশের দাবি, প্রমাণ লোপাট করতেই এমন উদ্ভট বায়না করে ওই ধর্ষক। তার ডিএনএ পরীক্ষা করা হবে বলে পুলিশ জানিয়েছে।

ক্ষতিপূরণের দাবি
বন্যায় ক্ষতিগ্রস্ত চাষিদের মাথাপিছু ১৫ হাজার টাকা করে সরকারি ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানাল বিজেপি। মঙ্গলবার বিজেপি নেতা বানদারু দত্তাত্রেয় বন্যা অধ্যুষিত অন্ধ্রপ্রদেশের বেশ কয়েকটি এলাকা পরিদর্শন করেন। কী ভাবে এমন ভয়াবহ বন্যা হল তার জন্য তদন্তও দাবি করেন। মুখ্যমন্ত্রী কিরণকুমার রেড্ডি আজই ঘোষণা করেন, বন্যায় ক্ষতিগ্রস্ত চাষিদের সব রকম ভাবে সাহায্য করবে রাজ্য। ক্ষতিপূরণ পাবেন ভাগচাষিরাও।

দল গড়বই, ফের বললেন ইয়েদুরাপ্পা
বিজেপি ছেড়ে খুবই শিগগিরই নতুন দল গড়তে চলেছেন, মঙ্গলবার সে কথা আরও এক বার মনে করিয়ে দিলেন কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা। আজ তিনি বলেন, ‘‘বিজেপি থেকে ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত বদলের প্রশ্নই উঠছে না। ১০ ডিসেম্বর হাভেরিতে একটি সম্মেলন হবে। সেখানেই আমি নতুন দল গঠনের কথা আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করব। তার আগে আমি বিজেপি এবং বিধানসভার সদস্যপদ থেকে ইস্তফা দেব।”

খাদে গাড়ি, মৃত ৫
গাড়ি খাদে পড়ে ৪ যাত্রী-সহ চালকের মৃত্যু হয়েছে। ৪ নভেম্বর অরুণাচলের আপার সিয়াং জেলার ঘটনা। পুলিশ সূত্রে খবর, ইংকিয়ং থেকে পাসিঘাট যাচ্ছিল গাড়িটি।

প্রদেশ কংগ্রেস সভাপতির বিরুদ্ধে তদন্ত
সামনেই বিধানসভা নির্বাচন। তার আগে মারপিটের ঘটনায় পুলিশি তদন্তে জড়িয়ে গেল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি সুদীপ রায়বর্মণের নাম। সুদীপবাবু এবং তাঁর বড় ভাইয়ের বিরুদ্ধে মারধরের অভিযোগ আনেন অসম রাইফেলসের এক উচ্চপদস্থ কর্তা। তাঁর অভিযোগের বিরুদ্ধে থানায় সুদীপবাবুরাও পাল্টা-অভিযোগ দায়ের করেন। পুলিশই এতদিন দু’টি অভিযোগের তদন্ত করছিল। মুখ্যমন্ত্রী মানিক সরকারের নির্দেশে পুরো ঘটনার তদন্ত ভার এ বার সিআইডি-র হাতে তুলে দেওয়া হয়েছে। উল্লেখ্য, সুদীপবাবু বড় ভাইয়ের দোকানে গিয়ে শারীরিক ভাবে নিগৃহীত হয়েছিলেন বলে থানায় অভিযোগ করেন অসম রাইফেলসের অফিসার ভি বি যাদব। ঘটনাটি ঘটেছিল কয়েক মাস আগে। ত্রিপুরা প্রদেশ সভাপতিও অসম রাইফেলসের ওই অফিসারের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। সম্প্রতি যাদব-সহ অসম রাইফেলসের কয়েক জন অফিসার মুখ্যমন্ত্রী মানিক সরকারের সঙ্গে দেখা করে সমস্ত বিষয়টি জানান। ঘটনার উপযুক্ত তদন্ত করা হবে বলে মুখ্যমন্ত্রীও তাঁদের আশ্বস্ত করেন। প্রসঙ্গত, রাজ্যের স্বরাষ্ট্র দফতর সামলান মুখ্যমন্ত্রী নিজেই। বিতর্ক এড়াতে তিনি তদন্তের নির্দেশ দেন।

নালিশ-ফোন চালু রেলে
চলন্ত ট্রেনে অপরাধ ঘটলে বেশির ভাগ সময়েই নিরাপত্তা কর্মীদের পাশে পান না বলে অভিযোগ করেন যাত্রীরা। পূর্ব রেলের আরপিএফ যাত্রীদের সহযোগিতা করার জন্য মোবাইল ফোনের নম্বর চালু করেছে। নম্বরটি হল ৯০০২০২০৭২১। এই নম্বরে ফোন করে যাত্রীরা অভিযোগ জানালে দ্রুত ব্যবস্থা নেবে আরপিএফ। কোনও যাত্রীকে ট্রেনের কামরায় অবৈধ কাজ করতে দেখা গেলে বা বেআইনি দাহ্য পদার্থ বহন করতে দেখলেও এই নম্বরে জানানো যেতে পারে। ২৪ ঘণ্টার এই নম্বরটি চালু হবে আজ বুধবার, থেকে।

জঙ্গি নেতার দেহ উদ্ধার
অপহৃত জঙ্গিনেতার গুলিবিদ্ধ দেহ মিলল উখরুলে। মণিপুরের জঙ্গি সংগঠন পিএলএ-র পূর্ব ইম্ফল জেলা সম্পাদক হিজাম বাবু (৩৩)। তাঁর পরিবারের অভিযোগ, পুলিশ তাঁকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে হত্যা করেছে।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.