টুকরো খবর
ব্যস্ত সময়ে ফের মেট্রো-বিভ্রাট
ফের বিভ্রাট মেট্রোয়। ছাড়তে গিয়েও থমকে দাঁড়াল ট্রেন। আর তাতেই বাধল বিপত্তি। আপ প্ল্যাটফর্মে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকা এসি ট্রেনের পিছনে এসে দাঁড়ালো আর একটি ট্রেন। ফলে অন্য কোনও ট্রেন ওই লাইনে ঢুকতে পারল না। শেষে ডাউন লাইন থেকেই ছাড়তে হল দমদমগামী ট্রেন। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে কবি সুভাষ স্টেশনে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সওয়া ১০টা নাগাদ কবি সুভাষের আপ প্ল্যাটফর্মে আসে একটি এসি ট্রেন। প্ল্যাটফর্মে তখন অফিসটাইমের ভিড়। ট্রেনটি ছাড়ার আগেই গোলমাল দেখা দেয়। ঘোষণা করা হয়, যান্ত্রিক ত্রুটির জন্য ট্রেন ছাড়তে দেরি হবে। ইতিমধ্যেই আর একটি ট্রেন দমদম থেকে ডাউন লাইন দিয়ে এসে কবি সুভাষের আপ লাইনে ঢোকার জন্য আউটারে দাঁড়িয়ে রয়েছে। ব্যস্ত সময়ে ট্রেন বিভ্রাট হওয়ায় যাত্রীদের মধ্যে বিভ্রান্তি শুরু হয়। দেবব্রত ঘোষ নামে এক নিত্যযাত্রী বলেন, “কী ভাবে সময়ে অফিস পৌঁছবো বুঝতে পারছিলাম না। ট্রেনটা ছাড়ার মুখেই দাঁড়িয়ে গেল।” আপ প্ল্যাটফর্ম ও আউটারে দু’টি ট্রেন দাঁড়িয়ে থাকায় এর পরে ডাউন প্ল্যাটফর্ম থেকেই দমদমের দিকে ট্রেন ছাড়তে শুরু করে। মেট্রো সূত্রে খবর, ট্রেন ছাড়ার সময়ে চালকের মনে হয়, যান্ত্রিক ত্রুটি আছে। তখনই মেরামত কর্মীদের ডেকে বিষয়টি দেখিয়ে নেন। মেট্রোর ডেপুটি জেনারেল ম্যানেজার প্রত্যুষ মুখোপাধ্যায় বলেন, “১০টা ২০ থেকে মাত্র ১০ মিনিট সমস্যা হয়। এর পরে স্বাভাবিক হয় পরিষেবা।”

দুই দুর্ঘটনা, মৃত ১
গাড়ির ধাক্কায় মৃত্যু হল অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির। মঙ্গলবার, দেশপ্রাণ শাসমল রোডে। বাঙুর হাসপাতালে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। এ দিনই রাসবিহারী কানেক্টর ও বকুলতলা রোডের মোড়ে দুর্ঘটনায় জখম হন এক অটোচালক এবং অটোর দুই যাত্রী। পুলিশ জানায়, অটোটির সামনে একটি স্কুলগাড়ি যাচ্ছিল। গাড়িটি সিগন্যালে দাঁড়ালে অটোচালক নিয়ন্ত্রণ হারিয়ে সেটিতে ধাক্কা মারেন।

খুনের অভিযোগ
বিদ্যুতের শক দিয়ে এক ইলেকট্রিক মিস্ত্রিকে খুনের অভিযোগ উঠল। পুলিশ জানায়, সোমবার রাতে মনসা অধিকারী (৪৫) নামে ওই মিস্ত্রি ইলিয়ট রোডে নির্মীয়মাণ এক বহুতলে কাজের সময়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। মনসার স্ত্রীর অভিযোগ, আবদুল আল হাদি নামে যে ব্যবসায়ীর অধীনে মনসা কাজ করতেন, তিনিই ব্যবসায়িক শত্রুতায় খুন করেন। যুগ্ম কমিশনার (অপরাধ দমন) পল্লবকান্তি ঘোষ জানান, খুনের তদন্ত শুরু হয়েছে। অন্য দিকে, ওই রাতেই বেহালার এস এন রায় রোডে বিদ্যুতের ফিডার বক্সে তড়িদাহত হয়ে মৃত্যু হয় অজ্ঞাতপরিচয় এক মহিলার। অভিযোগ, ফিডার বক্সটি খোলা ছিল। পুলিশ দেহটি উদ্ধার করে।

হার ছিনতাই-কাণ্ডে গ্রেফতার আরও এক
দক্ষিণ কলকাতায় ছিনতাই কাণ্ডে আরও এক দুষ্কৃতীকে আটক করল কলকাতা পুলিশ। ধৃতের নাম নৌশাদ। পুলিশ জানায়, সোমবার ভবানীপুরে এক মহিলার তৎপরতায় গ্রেফতার হওয়া ছিনতাইবাজ ফৈয়াজকে জেরা করে তার সঙ্গী নৌশাদের খোঁজ মেলে। অপর দিকে ফৈয়াজকে জেরা করে চারটি পৃথক ছিনতাইয়ের ঘটনার কিনারা করতে পেরেছে ভবানীপুর থানার পুলিশ। যার মধ্যে কালীঘাট থানা এলাকার একটি ছিনতাইয়ের ঘটনারও কিনারা হয়েছে। পুলিশের দাবি, ছিনতাইবাজরা একবালপুরের বাসিন্দা। রীতিমত মহিলাদের নিয়মিত অনুসরণ করে ফাঁকা জায়গা দেখে ছিনতাই করত এই চক্র।

‘প্রতারক’ গ্রেফতার
বিধাননগর জমি প্রতারণা কাণ্ডে গ্রেফতার হল এক ব্যক্তি। ঝাড়খণ্ডের পাকুড় জেলার মহেশপুর থানা এলাকা থেকে। ধৃতের নাম পটল মাল (৫৫)। তার কাছ থেকে প্রায় আড়াই লক্ষ টাকা মিলেছে। জমি প্রতারণা কাণ্ডের তদন্তে নেমে পুলিশ একটি চক্রের সন্ধান পায়। এর আগে চারজনকে ধরা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করে পটলের নাম জানা যায়। ধৃত পটল, স্বপনকুমার দাস নামে বিধাননগরে থাকার সময়ে ওই প্রতারণা চক্রের সঙ্গে যুক্ত হয় বলে জানতে পারে পুলিশ।

ফাঁকা বাড়িতে চুরি
বাড়ি ফাঁকা থাকার সুযোগে ফের চুরি হল দমদমে। বিমানবন্দরের আড়াই নম্বর গেট এলাকার বাসিন্দা বিজয়কুমার পাণ্ডে নামে এক সেনা অফিসার ছুটিতে সপরিবারে বিহারে যান। সোমবার ফিরে দেখেন, ঘর তছনছ। পুলিশ জানায়, বাড়িতে রাখা কয়েক ভরি সোনার গয়না ও নগদ কয়েক হাজার টাকা চুরি গিয়েছে বলে দমদম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বিজয়বাবু।

ঠাকুর দেখার বাস
কালীপুজোতেও বাসে ঠাকুর দেখাতে বিশেষ পরিষেবার ব্যবস্থা করেছে সিটিসি। সংস্থার মুখপাত্র মঙ্গলবার জানিয়েছেন, বারাসতের কালীপুজো দেখাতে ১৪ নভেম্বর সকাল ন’টায় ধর্মতলা থেকে ছাড়বে তিনটি বাস। একটি এসি বাস। সেটির মাথাপিছু ভাড়া ৯০০ টাকা। অন্য বাস দু’টিতে মাথাপিছু ৪৫০ টাকা। তিনটি বাসের যাত্রীদের জন্যই নিখরচায় মধ্যাহ্নভোজ ও পানীয় জলের ব্যবস্থা থাকবে।
 
 
 


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.