শ্রীকৃষ্ণ খেতান প্রয়াত
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
শিল্পপতি ও খেতান গোষ্ঠীর প্রতিষ্ঠাতা শ্রীকৃষ্ণ খেতান প্রয়াত। গোষ্ঠীর অন্যতম সংস্থা খেতান ইলেকট্রিক্যালস-এর চেয়ারম্যান ছিলেন তিনি। বয়স হয়েছিল ৭৩ বছর। নিজের ব্যবসা গড়ার স্বপ্ন নিয়ে মাত্র ১৮ বছর বয়সে রাজস্থানের ঝুনঝুনু থেকে কলকাতায় এসেছিলেন। তার পর সারা দেশে ছড়িয়ে পড়েছে খেতান পাখা, বাজারে এসেছে সংস্থার পাম্প, আলো, গৃহস্থালি পণ্য, কেব্ল, তার-ও। শ্রীকৃষ্ণ খেতানের হাত ধরে এয়ার-ম্যানেজমেন্ট টেকনোলজি ও চিনি প্রক্রিয়াকরণেও পা রেখেছে গোষ্ঠী। নানা সমাজকল্যাণমূলক কাজেও যুক্ত ছিলেন তিনি।
|
চলতি অর্থবর্ষের জুলাই-সেপ্টেম্বর ত্রৈমাসিকে এলাহাবাদ ব্যাঙ্কের নিট মুনাফা হয়েছে ২৩৪.২০ কোটি টাকা। ২০১১-র একই সময়ে তা ছিল ৪৮৮.০২ কোটি। আয় ৪,২০২.৫৪ কোটি থেকে বেড়ে হল ৪,৫৮২.৬৪ কোটি। সুদ বাবদ আয় বেড়ে হয়েছে ৪,২৮০.৫০ কোটি।
|
ধনতেরাস উপলক্ষে গড়িয়াহাট ও বৌবাজারের বিপণিতে নতুন প্রকল্প ‘সোনা কিনলে সোনা ফ্রি’ আনল ডি কে বসাক জুয়েলার্স। প্রকল্পে নগদ ক্রয়ে উপহার ২০০টি স্বর্ণমুদ্রা। সোনা ও হিরের গয়নার মজুরিতে ছাড় ২০% ও ৫০%। সুযোগ ১৩ নভেম্বর পর্যন্ত।
|
• বিপুল পি শাহ জেম অ্যান্ড জুয়েলারি এক্সপোর্ট প্রোমোশন কাউন্সিল অফ ইন্ডিয়ার নয়া চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। পঙ্কজ পারেখ নতুন ভাইস চেয়ারম্যান হয়েছেন।
• রাজেশ জাগ্গি এভারস্টোনের রিয়েল এস্টেট ব্যবসার ম্যানেজিং পার্টনার হয়েছেন।
• নরেন্দ্র কোঠারি ইস্কো স্টিল কারখানার সিইও-র দায়িত্ব নিয়েছেন। |