নির্বাচন শেষের আগেই ফল প্রকাশ
সংবাদসংস্থা • ওয়াশিংটন |
নির্বাচন শেষ হওয়ার আগেই জিতে গেলেন ওবামা। অন্তত নিউ হ্যাম্পশায়ারের ছোট্ট গ্রাম হার্টস লোকেশনের বাসিন্দারা ২৩-৯-এ জিতিয়ে দিয়েছেন তাঁকে। নিউ হ্যাম্পশায়ারেরই গ্রাম ডিক্সভিলে নচ-এ ওবামা-রোমনি দুজনেই পেয়েছেন পাঁচটি করে ভোট। এই দুটি এলাকার ফলাফল সবার আগে জানতে পেরেছে বিশ্ববাসী। কারণ ২০১০-এর জনগণনা অনুসারে ডিক্সভিলে নচ-এর জনসংখ্যা ১২ এবং হার্টস লোকেশনের জনসংখ্যা ৪১।
|
জঙ্গি লেনদেন
সংবাদসংস্থা • রোম |
ভুয়ো কোম্পানি গড়ে অর্থ আদান-প্রদান করছে জঙ্গিরা। এমনকী, শেয়ার বাজারেও বিনিয়োগ করছে তারা। আজ ইন্টারপোলের সাধারণ সভায় এই মন্তব্য করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সুশীলকুমার শিন্দে। জঙ্গিদের এই লেনদেন রুখতে আন্তর্জাতিক সহযোগিতাও চেয়েছেন তিনি। শিন্দের বক্তব্য, এই লেনদেনের উৎস খুঁজে বার করা প্রথম ধাপ। সে ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে ইন্টারপোল। স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি, ভারতে জঙ্গি হামলার সম্ভাবনা এখনও প্রবল। মুম্বই হামলার পরে ভারত সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ের জন্য প্রস্তুতিও বাড়িয়েছে । পাকিস্তানের নাম না করেও সে দেশের নীতির সমালোচনা করেছেন শিন্দে।
|
চিকিৎসক খুন
সংবাদসংস্থা • দুবাই |
চিকিৎসায় অসন্তুষ্ট পাক রোগীর হাতে খুন হলেন এক ভারতীয় ডাক্তার। ঘটনাটি ঘটেছে আবু ধাবির একটি হাসপাতালে। ইউরোলজিস্ট রঞ্জন ড্যানিয়েলকে ছুরি মেরে খুন করেন মহম্মদ আব্দুল জামিল। জামিলকে গ্রেফতার করেছে পুলিশ।
|
চিনে মৃত্যুদণ্ড
সংবাদসংস্থা • বেজিং |
এক মাদক মাফিয়া ও তার তিন সাগরেদের মৃত্যুদণ্ড ঘোষণা করল চিনের এক আদালত। তারা মায়ানমারের বাসিন্দা। গত বছর মেকং নদী থেকে ১৩ জন চিনা নাবিককে তারা অপহরণ করে হত্যা করেছিল। |