টুকরো খবর
মন্ত্রকের হঠাৎ নির্দেশে ভোগান্তি রেলযাত্রীদের
কোচ না থাকায় এসি থ্রি টায়ারের টিকিট কেটে স্লিপার ক্লাসে ভ্রমণ করতে হল রেল যাত্রীদের। রবিবার রাতে ঘটনাটি ঘটে আলিপুরদুয়ার থেকে দিঘাগামী স্পেশাল ট্রেনে। ভারতীয় রেলের যাত্রী পরিষেবা কমিটির চেয়ারম্যান জোয়াকিম বাক্সলা সোমবার বলেন, “ঘটনাটি নিয়ে বহু যাত্রী টেলিফোনে অভিযোগ জানিয়েছেন। কী কারণে যাত্রীদের আগাম টিকিট কাটার পরেও এসি থ্রি টায়ারের বদলে স্লিপার ক্লাসে যাত্রা করতে হল তা খোঁজ নিয়ে দেখছি।” রেল কর্তৃপক্ষ এ দিন যাত্রীদের টাকা ফেরত দেওয়ার আশ্বাস দেন। উত্তর পূর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ার ডিভিশনের কর্মাশিয়াল ম্যানেজার অলকানন্দা সরকার স্বীকার করে নেন, রবিবার আলিপুরদুয়ার জংশন থেকে দিঘা গামী স্পেশাল ট্রেনে দুটি এসি থ্রি টায়ার কামরার বদলে একটি কামরা দেওয়ার নির্দেশ দিয়েছিল রেলমন্ত্রক। হঠাৎ এই সিদ্ধান্তে যাত্রীদের অসুবিধে হবে বলে তাঁরা রেলমন্ত্রকে জানিয়েছিলেন। তাই বাড়তি দুটি স্লিপার কোচ দেওয়া হয়। তিনি বলেন, “বিষয়টি নিয়ে এসি থ্রি টায়ারের যাত্রীরা অভিযোগ জানিয়েছেন। তাঁদের আমরা বলেছি, যারা এসি থ্রি টায়ারের বদলে স্লিপার ক্লাসে যাত্রা করেছেন তাঁদের টিকিট দেখে স্লিপার ক্লাসের ভাড়া কেটে বাকি টাকা ফেরত দেওয়া হবে। ২৫ নভেম্বর পর্যন্ত প্রতি রবিবার ট্রেনটি আলিপুরদুয়ার জংশন থেকে দিঘা যাবে। তাতে রেলমন্ত্রকের নির্দেশ মতো একটি এসি থ্রি টায়ার কামরা কম থাকবে।”

পরিষেবা স্বাভাবিক করতে উদ্যোগী রেল
অবশেষে শিলিগুড়ি-আলিপুরদুয়ার প্যাসেঞ্জার ট্রেন পরিষেবা স্বাভাবিক করতে উদ্যোগী হলেন রেল কর্তৃপক্ষ। নিউ জলপাইগুড়ির স্টেশনের পরিবর্তে শিলিগুড়ি জংশন থেকে দুটি ট্রেন ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রেল সূত্রে জানা গিয়েছে, গত রবিবার থেকে ওই সিদ্ধান্ত কার্যকর হয়েছে। উত্তর-পূর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ার বিভাগের ডিআরএম বীরেন্দ্র কুমার বলেন, “ডুয়ার্স রুটের প্যাসেঞ্জার ট্রেন দুটি দেরিতে চলার অভিযোগ উঠেছিল। সমস্যার সমাধানের জন্য ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” রেল সূত্রে জানা গিয়েছে, ইন্টারসিটি ও প্যাসেঞ্জার ট্রেন এতদিন নিউ জলপাইগুড়ি স্টেশনে থামত। শিলিগুড়ি জংশন, টাউন স্টেশন পার হয়ে নিউ জলপাইগুড়ি যেতে এক ঘন্টার বেশি সময় লাগত। ফেরার সময়ও একই সমস্যা দেখা দিত। ফলে শুরু থেকে দেরিতে চলত দুটি ট্রেন। ওই কারণে বিভিন্ন মহলে ক্ষোভের সৃষ্টি হয়। যাত্রীরা কয়েক দফায় বিক্ষোভও দেখায়। সমস্যার সমাধানের জন্য নিউ জলপাইগুড়ির পরিবর্তে শিলিগুড়ি জংশন থেকে ট্রেন দুটি ছাড়ার সিদ্ধান্ত হয়েছে। উত্তর-পূর্ব সীমান্ত রেলের আলিপুর দুয়ার বিভাগে ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার অলোকানন্দ সরকার বলেন, “মূলত ডুয়ার্স রুটে সময় মেপে ট্রেন চালাতে ওই সিদ্ধান্ত হয়েছে। রবিবার থেকে সিদ্ধান্ত কার্যকর হয়েছে। সময় অপরিবর্তিত রেখে শুধুমাত্র নিউ জলপাইগুড়ি স্টেশনের পরিবর্তে শিলিগুড়ি জংশন থেকে ট্রেন দুটি ছাড়বে।”

টিএমসিপির বিরুদ্ধে অভিযোগ
আগামী ৮ নভেম্বর উত্তরবঙ্গ ডেন্টাল কলেজের ছাত্র সংসদের নির্বাচনকে ঘিরে তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে অভিযোগ তুলল ডিএসও। সোমবার অধ্যক্ষকে ডিএসও’র তরফে স্মারকলিপি দিয়ে অভিযোগ জানান হয়। তাদের অভিযোগ, কলেজের মধ্যে ঢুকে ছাত্রদের সঙ্গে বৈঠক করছে তৃণমূল ছাত্র পরিষদের লোকেরা। তারা ভোটের জন্য ছাত্রছাত্রীদের নবীনবরণ উৎসবের জন্য টাকা খরচের মতো প্রস্তাব দিচ্ছেন। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি নির্ণয় রায়। তিনি বলেন, “অভিযোগ ভিত্তিহীন।” উত্তরবঙ্গ ডেন্টাল কলেজের অধ্যক্ষ সত্যব্রত মুখোপাধ্যায় বলেন, “কিছু ছাত্র অভিযোগ তুলে স্মারকলিপি দিয়েছে। কলেজ ছুটির পর কাউকেই কলেজ ভবনে ঢুকতে না দেওয়ার জন্য নিরাপত্তা কর্মীদের বলা হয়েছে।” ডিএসও’র ডেন্টাল কলেজ ইউনিটের সম্পাদক অপূর্ব মণ্ডল জানান, ছাত্র সংসদের নির্বাচনের দিন ঘোষণার পর থেকে পুরনো কমিটি ভেঙে গিয়েছে। অথচ তৃণমূল ছাত্র পরিষদের ছাত্ররা ছাত্র সংসদের বৈঠকের নামে তাদের সংগঠনের লোকজনদের ডেকে ছাত্রছাত্রীর সঙ্গে বৈঠক করছে। তা বন্ধ করতে অধ্যক্ষকে লিখিত অভিযোগ জানানো হয়েছে।

দুর্ঘটনায় মৃত্যু
ট্রাকের ধাক্কায় জখম সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। সোমবার সকালে ভক্তিনগর থানার সেবক রোডের একটি নার্সিংহোমে তাঁর মৃত্যু হয়। পুলিশ জানায়, মৃতের নাম কিশোর থাপা (২২)। তাঁর বাড়ি কালিম্পংয়ে। সে শিলিগুড়ির একটি হোটেলে কাজ করত। রবিবার রাতে সেবক রোডের দোমাইল এলাকা দিয়ে সাইকেল নিয়ে যাওয়ার সময় ট্রাকটি তাঁকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে নার্সিংহোমে ভর্তি করানো হয়। রাতেই তাঁর মৃত্যু হয় সোমবার সকালে ওই যুবকের দেহ ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ওই ট্রাকটির খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

গাড়ি আটক
প্রয়োজনীয় কাগজপত্র না থাকার অভিযোগে জাতীয় সড়ক থেকে একটি ভলভো গাড়ি আটক করল প্রশাসন। সোমবার রাতে শিলিগুড়ি সংলগ্ন ৩১ নম্বর জাতীয় সড়ক থেকে ওই গাড়িটি আটক করা হয়। সে সময় সেখানে ছিলেন শিলিগুড়ির মহকুমাশাসক বৈভব শ্রীবাস্তব। তিনি জানান, কোনওরকম কাগজপত্র ছাড়াই গাড়িটি বিহার-বাংলা চলাচল করছিল। তিনি বলেন, “অভিযোগ পেয়ে গাড়িটি আটক করা হয়েছে। গাড়িতে বেশ কিছু যাত্রী রয়েছেন। তাঁদের আলাদা গাড়িতে বিহারে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।”

শিল্প বাঁচাতে মিছিল
‘হলদিয়া বাঁচাও-শিল্প বাঁচাও’-এর স্লোগানে মিছিল করল ডিওয়াইএফআই। সোমবার বিকালে শিলিগুড়ির অনিল বিশ্বাস ভবন থেকে মিছিল শুরু হয়। তা হিলকার্ট রোড, বিধান রোড হয়ে ফের অনিল বিশ্বাস ভবনে গিয়ে শেষ হয়। সংগঠনের শিলিগুড়ি জোনাল কমিটির সভাপতি সৌরাশিস রায় বলেন, “মিছিলে সাধারণ মানুষ সামিল হয়েছিল।”

হয়রানি রুখতে
স্টেশনে, বিমানবন্দরে পর্যটক হয়রানি রুখতে অবশেষে প্রিপেড ট্যাক্সি চালক থেকে পর্যটন সংস্থার কর্মীদের পরিচয় পত্র বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিল উত্তরবঙ্গ উন্নয়ন দফতর।

শ্রমিক অসন্তোষ
শ্রমিক অসন্তোষে ২৯ জুলাই দলমোড় বাগান ছেড়ে চলে যান কর্তৃপক্ষ। তাতে বাগানের ১২২৩ জন শ্রমিক ও তাঁদের পরিবার বিপাকে পড়ে যান। চার দফায় মালিক পক্ষের সঙ্গে শ্রমিক ইউনিয়নের নেতাদের বৈঠকের আয়োজন হলেও মালিকরা বেঁকে বসায় বাগান চালু করা যায়নি। সোমবার বাগান চালুর দাবিতে ছয় ঘণ্টা গমটু ভুটান থেকে বীরপাড়া রাস্তা অবরোধ করে রাখেন শ্রমিকরা। বিডিও ও শ্রম আধিকারিকরা বাগান চালুর চেষ্টা হচ্ছে বলে আশ্বাস দিলে অবরোধ ওঠে। প্রসঙ্গত, দলমোড় চা বাগানে অনটন ও অপুষ্টিজনিত রোগে ভুগে ৩ মাসে ৭ জনের মৃত্যু হয়েছে। তাও জেলা প্রশাসনের উদ্যোগী হচ্ছেন না কেন সেই প্রশ্ন উঠেছে।

ছাত্র পরিষদের বিক্ষোভ
ছবি রাজকুমার মোদক।
রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের ১৬২ জন পরীক্ষার্থীর ফল প্রকাশ না হওয়ায় স্কুলের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখাল ছাত্র পরিষদ। সোমবার সকাল ১১টা থেকে ২টা পর্যন্ত আলিপুরদুয়ার গোবিন্দ হাই স্কুলের সামনে বিক্ষোভ ওই বিক্ষোভ হয়। কর্তৃপক্ষের আশ্বাসে পরিস্থিতি স্বাভাবিক হয়। স্কুলের প্রধান শিক্ষক অসীম চক্রবর্তী বলেন, “জুলাই মাসে ২৮৮ জন মাধ্যমিকের জন্য রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের ফর্ম ফিলাপ করেন। তাঁরা পরীক্ষাও দেন। ১২৬ জনের ফলাফল এসেছে। বাকি ১৬২টি খাতায় ত্রুটি থাকায় ফলাফল আসেনি।”

দুষ্কৃতী-হামলা
অবসরপ্রাপ্ত এক পুলিশ কর্মীর বাড়িতে দুষ্কৃতীরা হামলা চালাল। রবিবার ঘটনাটি ঘটে আলিপুরদুয়ার শহরে ৩ নম্বর ওয়ার্ডে চিত্তরঞ্জনপল্লি এলাকায়। মহকুমা পুলিশ আধিকারিক বিশ্বচাঁদ ঠাকুর জানান, তদন্ত চলছে। অবসরপ্রাপ্ত পুলিশ কর্মী শরৎচন্দ্র দাসের ছেলে সজল জানান, ৫-৬ জন দুষ্কৃতী ঢুকে পরিবারের সদস্যদের মারধর করে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.