টুকরো খবর
গ্রামীণ পুলিশ নিয়োগে ভুল নির্দেশে দুর্ভোগ
গ্রামীণ পুলিশ কর্মী নিয়োগকে ঘিরে ‘সমন্বয়ের’ অভাবে ভুগতে হল প্রায় পাঁচশো চাকুরি প্রার্থীকে। পঞ্চায়েত পিছু এক জন করে গ্রামীণ পুলিশ কর্মী নিয়োগ করার সিদ্ধান্ত নেয় নদিয়া জেলা পুলিশ। ১৮৭টি পঞ্চায়েতের প্রতিটি থেকে তিন জন করে বাছাই করে একটি প্যানেলও তৈরি হয়। পরে কৃষ্ণনগরে জেলা পুলিশ লাইনে সোমবার তাঁদের সবাইকে মেডিক্যাল টেস্টের জন্য ডেকে পাঠানো হয়। পুলিশ লাইনে এসে তাঁরা জানতে পারেন, পঞ্চায়েতের বাছাই তালিকায় এক নম্বরে যাদের নাম রয়েছে, শুধু তাঁদেরই মেডিক্যাল টেস্ট হবে। এর পরেই দুই ও তিন নম্বরে নাম থাকা প্রার্থীদের মধ্যে ব্যাপক ক্ষোভ তৈরি হয়। এমনকী তাঁরা ওই ক্ষোভের কথা জানিয়ে জেলা পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগও করেন। জেলা পুলিশ সুপার সব্যসাচীরমণ মিশ্র অবশ্য বলেন, “সরকারি নিয়ম মেনেই ওই অস্থায়ী পদে কর্মী নিয়োগ চলছে। প্রতি পঞ্চায়েত থেকে এক জনকেই নিয়োগ করা হলেও বাছাই তালিকায় তিন জনের নাম রাখা হয়েছে। যাতে অস্থায়ী ওই চাকরি থেকে কেউ চলে গেলে তালিকাভুক্ত ২ ও ৩ নম্বরে থাকা প্রার্থীকে চাকরিতে বহাল করা যায়। ফলে এখনই বাকি দুজনের মেডিক্যাল টেস্ট করার কোনও প্রয়োজন নেই।” তাহলে তাদের ডাকা হল কেন? পুলিশ সুপার বলেন, “কিছু থানা ভুল করে তিন জনকেই ডেকে ফেলেছে। ফলে ওই সমস্যা দেখা দেয়। তাঁরা আসা করে এসেছিলেন। ঘটনাটি দুঃখজনক।”

গ্রেফতারের দাবি
এক কংগ্রেস নেতাকে মারধরের ঘটনার ৫ দিন পরেও অভিযুক্ত তৃণমূল নেতাকে ধরতে পারেনি পুলিশ। অভিযোগ, গত বুধবার সামশেরগঞ্জ ব্লক কংগ্রেসের সম্পাদক মুজিবর রহমান বহরমপুর থেকে ফেরার পথে পলসন্ডাতে এক যুব তৃণমূল নেতা তাঁকে মারধর করে। তিনি এখনও জঙ্গিপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর অভিযোগ, ঘটনার ৫ দিন পরেও পুলিশ দোষীদের ধরছে না। তৃণমূলের মহকুমা সভাপতি জগন্নাথ অবশ্য অভিযোগ অস্বীকার করেন। পুলিশ সুপার হুমায়ুন কবীর বলেন,“তদন্ত করে যথাযথ ব্যবস্থা নিচ্ছে পুলিশ।”

জেলায় অধীর ১১-ই
জেলা কংগ্রেসের ‘শারদ সম্মিলনী’ অনুষ্ঠানের মূল পরিকল্পনা ছিল অধীর চৌধুরীর। এমনকী গত ৪ঠা নভেম্বরের ওই অনুষ্ঠানে তাঁর হাজির থাকারও কথা ছিল। কিন্তু তার আগেই রেল মন্ত্রকের প্রতিমন্ত্রী হয়ে দিল্লিতে ব্যস্ত হয়ে পড়ায় তিনি আসতে পারেননি। কিন্তু তা সত্ত্বেও অনুষ্ঠান জুড়ে ছিলেন ‘মন্ত্রী’ অধীর। জেলা কংগ্রেস মুখপাত্র অশোক দাস বলেন, “আগামী ১১ নভেম্বর রাতে অধীরবাবু বহরমপুরে আসবেন। ১২ নভেম্বর সকালে রবীন্দ্রসদনে জেলা মহিলা কংগ্রেস ও শহর কংগ্রেসের তরফে তাঁকে সংববর্দনা দেওয়া হবে। দুপুরে পুরসভায় নাগরিক সংবর্ধনা।”

দুষ্কৃতী হানা
নদিয়ায় পুরসভার বি ব্লকের একটি বাড়ির গ্রিল ভেঙে হানা দিয়ে ভিতরে ঢুকে নগদ কয়েক হাজার টাকা এবং সোনার গয়না লুঠ করল একদল দুষ্কৃতী। রবিবার রাতে কল্যাণীর বি-ব্লকে এই ডাকাতির ঘটনা ঘটে। সোমবার সকালে খবর যায় পুলিশে। পুলিশ সূত্রে জানানো হয়েছে, ওই বাড়িতে একটি চুরির অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত শুরু হয়েছে।

দেহ উদ্ধার
এক অজ্ঞাতপরিচয় যুবকের মৃতদেহ উদ্ধার করল পুলিশ। সোমবার সকালে তাহেরপুরের ভাদুরী এলাকার এক ডোবাতে মৃতদেহটি দেখার পেয়ে স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দিলে পুলিশ দেহটি উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, মৃত যুবকের বয়স আনুমানিক ত্রিশ। মৃত্যুর কারণ জানতে দেহটি রানাঘাট মহকুমা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।

দুর্ঘটনায় মৃত্যু
দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক শিশুর। নাম লালন খাতুন (৩)। সোমবার সকালে বহরমপুর পঞ্চাননতলা রেলগেটের কাছে ওই দুর্ঘটনার পরেই এলাকায় উত্তেজনা ছড়ায়।

অস্বাভাবিক মৃত্যু
কীটনাশক খেয়ে আত্মঘাতী হয়েছে এক যুবক। বরুণ কৈবর্ত্য (৩৪) নামে কান্দির বড়ঞার ওই যুবকের দেহ রবিবার দুপুরে মেলে বাড়ির কাছেই। পুলিশের অনুমান, ওই কীটনাশকেই তার মৃত্যু হয়েছে। পড়শিরা তাঁকে কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করান। সেখানেই সোমবার সকালে তিনি মারা যান।

বোমা বানাতে গিয়ে মৃত্যু
রবিবার নওদার সব্দরনগরে বোমা তৈরি করতে গিয়ে মৃত্যু হল এক ব্যক্তির। নাম মুকুল বিশ্বাস (৩৫)।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.