ক্রিকেট সেন্টারে নির্বাচকদের ক্রিকেটপ্রজ্ঞার পরীক্ষা আর ওয়াংখেড়ের মাঠে জাহির খানের ফিটনেস পরীক্ষা। একই সঙ্গে। শেষ পর্যন্ত জাহির তাঁর পরীক্ষায় পাস করে গেলেন ঠিকই। কিন্তু নির্বাচকরা?
যুবরাজকে ফেরানো হলেও টেস্ট দলে ডাক পেলেন না ফর্মে থাকা মনোজ তিওয়ারি। সেই জায়গায় দলে ঢুকে পড়লেন তামিলনাড়ুর মুরলী বিজয়। পারফরম্যান্স ছাড়াই ইশান্ত শর্মা ভারতীয় দলে বহাল রয়ে গেলেন। এ বারও সুযোগ হল না অশোক দিন্দার।
আর্থার রোড জেলের ‘আন্ডা সেল’-এ সত্যিই আজমল কাসভ ডেঙ্গিতে ভুগছেন কি না এবং জাহির ভারতীয় টেস্ট দলে থাকবেন কি না, এ দিন মুম্বইয়ে এই দুই জল্পনা নিয়ে তোলপাড়। জাহিরকে নিয়ে মেঘ কেটে গিয়েছে বলেই সোমবার দুপুরে জানিয়ে দেন জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির ফিজিও আশিস কৌশিক। সোমবার তিনি বেঙ্গালুরু থেকে উড়ে এসে জাহিরের ফিটনেস পরীক্ষা নেন মুম্বই-রেল রঞ্জি ম্যাচের লাঞ্চের সময়। রবিবার বিকেলে তাঁকে যে অবস্থায় মাঠ ছাড়তে দেখা গিয়েছিল, এ দিন তার চেয়ে অনেক ভাল তিনি।
প্রায় টানা মিনিট কুড়ি বল করার আগে সারা মাঠ জুড়ে জগিং করলেন, স্ট্রেচিংও। আগের বিকেলে যে চোটটা হয়েছিল, কৌশিক সেই ব্যাপারে ‘আপডেট’ নিয়ে নেন মুম্বই দলের ট্রেনার অমোঘ পন্ডিতের কাছ থেকে। তার পরেই নির্বাচনী বৈঠকে জাহিরের ফিটনেস রিপোর্ট পেশ করেন তিনি। বৈঠকে তখন এসে গিয়েছেন ভারত অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনিও। জাহিরের ফিটনেস রিপোর্ট পাওয়ার আগে পর্যন্ত তাঁর জায়গাটা খালি রেখে আলোচনা চলছিল। বাকি দুই পেসার উমেশ ও ইশান্তকে নিয়ে যে তাঁর আপত্তি নেই, আগেই জানিয়ে রেখেছিলেন ধোনি। শুধু জাহিরের রিপোর্টের অপেক্ষায় ছিলেন নির্বাচকেরা। শেষ পর্যন্ত কৌশিকের দেওয়া রিপোর্ট পেয়ে তালিকায় সবার শেষে লেখা হয় ভারতীয় দলের সেরা পেস বোলারটির নাম। আর সহবাগের চোট যে ছ’দিনের মধ্যেই ঠিক হয়ে যাবে, তা আগের দিন বিকেলে খেলার পর দ্বিতীয় বার এমআরআই করার পরই জানিয়ে দেন দিল্লি দলের ফিজিও বদ্রিনাথ প্রাথি।
|