টুকরো খবর
ছাত্র-উৎসব আইআইটিতে
টেকনোলজি মাইনিং ইঞ্জিনিয়ারিং সোসাইটির উদ্যোগে ছাত্র উৎসব হয়ে গেল খড়্গপুর আইআইটিতে। শুক্র থেকে রবিবার পর্যন্ত তিনদিন ধরে এই উৎসব হয়। মাইনিং ইঞ্জিনিয়ারিং ছাত্রদের পাশাপাশি জিও-ফিজিক্স, জিওলজি, মেটিওরোলজি প্রভৃতি বিভাগের ছাত্রছাত্রী, গবেষক ও শিক্ষকেরা উপস্থিত ছিলেন। ছিলেন উদ্যোগপতিরাও। টেগা, ওয়ার মিনারেলস এর মতো উদ্যোগপতিরা শিল্পের ভবিষ্যত, দিনের পর দিন কীভাবে শিল্পে পরিবর্তন আসছে, কোন ধরনের নতুন যন্ত্রপাতির ব্যবহার হচ্ছে তা নিয়ে আলোচনা করেন। তারই সঙ্গে কীভাবে তাঁরা চাকরি না করে একেকজন উদ্যোগপতি হয়ে উঠেছেন সেই কাহিনীও বলেন টেগার চেয়ারম্যান মদন মোহঙ্কা। খড়্গপুর আইআইটি-র মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক তথা উৎসব কমিটির সভাপতি অরুনকুমার মজুমদার বলেন, “প্রতি বছরই এই ধরনের উৎসব পালনের চেষ্টা করি। রাজ্যের বিভিন্ন ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্রছাত্রীরাও যোগ দেন। ফলে মত বিনিময়ের পাশাপাশি কোন প্রতিষ্ঠানে কোন ধরনের গবেষনামূলক কাজ হচ্ছে সে সম্বন্ধেও অনেক তথ্য পাওয়া যায়। ছাত্রছাত্রী থেকে গবেষক সকলেই সমৃদ্ধ হওয়ার সুযোগ পান।” এ দিন আলোচনার পাশাপাশি মাইনিং সংক্রান্ত নানা বিষয়ে প্রতিযোগিতাও হয়। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারী প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের পুরষ্কৃতও করা হয়। তারই সঙ্গে ধানবাদের ইন্ডিয়ান স্কুল অব মাইনসকে চ্যাম্পিয়ান প্রতিষ্ঠানের সম্মান দেওয়া হয়।

স্কুলে কর্মশালা
প্রকৃতি বিষয়ক এক কর্মশালা শুরু হল মেদিনীপুর সদর ব্লকের গুড়গুড়িপাল হাইস্কুলে। সোমবার থেকে মেদিনীপুর সায়েন্স সেন্টারের উদ্যোগে এবং সর্বশিক্ষা মিশন প্রকল্পের আর্থিক সহায়তায় শুরু হয়েছে এই কর্মশালা। চলবে আগামী শনিবার পর্যন্ত। কর্মশালায় ৩২টি স্কুলের ২৪০ জন ছাত্রছাত্রীদের যোগ দেবে বলে জানিয়েছেন সায়েন্স সেন্টারের সহ-সম্পাদক মধুসূদন গাঁতাইত। এমন কর্মশালায় ছাত্রছাত্রীদের বিজ্ঞান-চর্চায় উৎসাহ বাড়বে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।

ছাত্র-উৎসব আইআইটিতে
টেকনোলজি মাইনিং ইঞ্জিনিয়ারিং সোসাইটির উদ্যোগে ছাত্র উৎসব হয়ে গেল খড়্গপুর আইআইটিতে। শুক্র থেকে রবিবার পর্যন্ত তিনদিন ধরে এই উৎসব হয়। মাইনিং ইঞ্জিনিয়ারিং ছাত্রদের পাশাপাশি জিও-ফিজিক্স, জিওলজি, মেটিওরোলজি প্রভৃতি বিভাগের ছাত্রছাত্রী, গবেষক ও শিক্ষকেরা উপস্থিত ছিলেন। ছিলেন উদ্যোগপতিরাও। টেগা, ওয়ার মিনারেলস এর মতো উদ্যোগপতিরা শিল্পের ভবিষ্যত, দিনের পর দিন কীভাবে শিল্পে পরিবর্তন আসছে, কোন ধরনের নতুন যন্ত্রপাতির ব্যবহার হচ্ছে তা নিয়ে আলোচনা করেন। তারই সঙ্গে কীভাবে তাঁরা চাকরি না করে একেকজন উদ্যোগপতি হয়ে উঠেছেন সেই কাহিনীও বলেন টেগার চেয়ারম্যান মদন মোহঙ্কা। খড়্গপুর আইআইটি-র মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক তথা উৎসব কমিটির সভাপতি অরুনকুমার মজুমদার বলেন, “প্রতি বছরই এই ধরনের উৎসব পালনের চেষ্টা করি। রাজ্যের বিভিন্ন ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্রছাত্রীরাও যোগ দেন। ফলে মত বিনিময়ের পাশাপাশি কোন প্রতিষ্ঠানে কোন ধরনের গবেষনামূলক কাজ হচ্ছে সে সম্বন্ধেও অনেক তথ্য পাওয়া যায়।”

ট্রেনে যান্ত্রিক গোলযোগ
ইঞ্জিনে যান্ত্রিক গোলযোগ ধরা পড়ায় পৃথক তিনটি স্টেশনে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে হল আপ খড়্গপুর-বালেশ্বর প্যাসেঞ্জার ট্রেনটিকে। পরে গোলযোগ সারিয়ে ট্রেনটি ফের গন্থব্যস্থলে পৌঁছয়। ট্রেন দেরিতে চলায় যাত্রীদের সমস্যায় পড়তে হয়। দক্ষিণ-পূর্ব রেলের মুখ্য জন সংযোগ আধিকারিক সৌমিত্র মজুমদার বলেন, “যান্ত্রিক গোলযোগের ফলে ঘটনাটি ঘটেছে। তবে এর ফলে অন্য কোনও ট্রেনকে কোথাও দাঁড় করানো হয়নি।” প্যাসেঞ্জার ট্রেনটি এ দিন সকালে খড়্গপুর থেকে ছাড়ে। কিছু পরে বেলা ৯টা ৫০ নাগাদ বেনাপুরে ট্রেনটি দাঁড়িয়ে পড়ে। পরে বেলদা ও বস্তাতেও ট্রেনটিকে দাঁড় করানো হয়। যেখানে ২ মিনিট দাঁড়ানোর কথা, সেখানে ট্রেনটিকে প্রায় ২৫ মিনিট দাঁড় করানোর ফলেই যাত্রীরা সমস্যায় পড়েন। তবে গোলযোগের কারণ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন রেল-কর্তৃপক্ষ।

খড়্গপুরে চুরি
ফের চুরির ঘটনা ঘটল রেলশহর খড়্গপুরে। রবিবার সন্ধ্যায় শহরের নিউ সেটেলমেন্ট এলাকার একটি বাড়িতে সোনা- রুপোর গয়না চুরির ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। খড়্গপুরের এসডিপিও দ্যুতিমান ভট্টাচার্য বলেন, “তদন্ত শুরু হয়েছে। ঘটনায় জড়িতদের খোঁজ চলছে।” পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, রবিবার সন্ধ্যায় বাড়িতে কেউ ছিলেন না। সেই সুযোগে দুষ্কৃতীরা বাড়ির পিছনের দরজা ভেঙে ঘরে ঢুকে। আলমারি ভেঙে সোনা- রুপোর গয়না নিয়ে চম্পট দেয়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, বাড়িতে যে ওই সময় কেউ ছিলেন না, সেই খবর দুষ্কৃৃতীদের কাছ ছিল। ফলে চুরি করে এলাকা ছাড়তে তাদের সমস্যা হয়নি। পুলিশ জানিয়েছে, এলাকার নজরদারি বাড়ানো হয়েছে। তদন্তে সব দিকই খতিয়ে দেখা হচ্ছে। চুরি যাওয়া গয়নার বাজারমূল্য ৫ লক্ষ টাকারও বেশি বলে পুলিশেরই এক সূত্রে খবর।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.