বেআইনি ভাবে মজুত সিলিন্ডার বাজেয়াপ্ত |
বেআইনি ভাবে মজুত করা বেশ কয়েকটি গ্যাস সিলিন্ডার উদ্ধার করল পুলিশ। সোমবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে শেওড়াফুলির খোন্দকারপাড়া। গ্রেফতার করা হয়েছে এক জনকে। ধৃতের নাম টোটন সাহা। তাঁর বাড়ি শ্রীরামপুরের চার নম্বর কলোনিতে।তদন্তকারী পুলিশ অফিসারদের দাবি, টোটন এবং তাঁর সঙ্গীরা খোন্দকারপাড়ায় ছোট একটি ঘর ভাড়া নিয়ে বেআইনি ভাবে সিলিন্ডারে গ্যাস ভরার কাজ করছিলেন। গ্যাসের আকাল থাকায় চড়া দামে বিকিয়ে যেত ওই সব সিলিন্ডার। মাস ছ’য়েক ধরে চলছিল ওই কাজ। সোমবার সন্ধ্যায় ওই ঘরে হানা দেয় শ্রীরামপুর থানার পুলিশ। খালি এবং ভর্তি মিলিয়ে ১৪টি সিলিন্ডার উদ্ধার হয়। ‘ডোমেস্টিক’ এবং ‘কমার্শিয়াল’ দুই ধরনেরই সিলিন্ডার ওই ঘরে মজুত ছিল। মাসখানেক আগে শ্রীরামপুরেরই ৪ নম্বর কলোনি থেকেও পুলিশ অনেকগুলি গ্যাস সিলিন্ডার বাজেয়াপ্ত করেছিল। সেখানেও একই কায়দায় সিলিন্ডারে গ্যাস ভরা হত। ওই ঘটনায় এফআইআর-এ অভিযুক্ত সুজয় ওরফে পলু মজুমদার এবং সৌরভ সেন নামে দুই যুবক রবিবার রাতে গ্রেফতার হয়। তাঁদের জিজ্ঞাসাবাদ করেই খোন্দকারপাড়ার বিষয়টি তদন্তকারীরা জানতে পারেন। বেআইনি ভাবে কারা কেনে এই সব সিলিন্ডার? এ ব্যাপারে তদন্তকারীদের নজর একশ্রেণির হোটেল এবং মিষ্টি ব্যবসায়ীদের দিকে। রবিবারেই কয়েক জন মিষ্টি ব্যবসায়ীর সঙ্গে কথাও বলেছে পুলিশ।
|
আন্দোলনের হুমকি পার্শ্ব-শিক্ষকদের |
দু’দিন ধরে ‘রাজ্য পার্শ্ব-শিক্ষক সমন্বয় সমিতি’র তৃতীয় রাজ্য সম্মেলন হল তারকেশ্বরের পদ্মপুকুর এলাকার একটি লজে। রবিবার শেষ হওয়া সম্মেলনে ১১টি জেলার ৩৪৭ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন। সমিতির সদ্য নির্বাচিত রাজ্য সম্পাদক রমিউল ইসলাম বলেন, “আমাদের সাত দফা দাবি নিয়ে সরকার টালবাহানা করছে। সম্মেলনে সিদ্ধান্ত হয়েছে, আগামী দু’মাসের মধ্যে দাবি না মিটলে আমরা বৃহত্তর আন্দোলনে নামব।” সমিতির দাবিগুলির মধ্যে আছে, সরকারি স্বীকৃতি, ছাঁটাই বন্ধ করা প্রভৃতি।
|
বাড়ি ঢুকে এক বধূর শ্লীলতাহানির চেষ্টা করে স্থানীয় যুবক। প্রতিবাদ করে অভিযুক্তের সঙ্গীদের হাতে আক্রান্ত হন স্বামী। রবিবার, বালিটিকুরিতে। পুলিশ জানায়, বিশ্বরূপ জানা নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। |