টুকরো খবর
চুরির অভিযোগ, ছাত্র আত্মঘাতী রাঁচিতে
স্কুলে চুরির অপবাদ দেওয়া হয়েছিল। আর সেই গ্লানিতেই দ্বাদশ শ্রেণির এক ছাত্র আত্মঘাতী হয়েছে। এই ঘটনায় আজ সকালে রাঁচির চুটিয়ায় তুমুল ছাত্র বিক্ষোভ হয়। পুলিশ জানিয়েছে, মৃত ছাত্রের নাম প্রেমশঙ্কর সিংহ (১৭)। চুটিয়া থানা এলাকার একটি ইংরাজি মাধ্যম স্কুলের দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্র ছিল প্রেমশঙ্কর। গত বুধবার স্কুল চত্বর থেকে একটি সাইকেল চুরি যায়। ওই ছাত্রটির নামে চুরির অপবাদ দেওয়া হয়। এই অপবাদ সহ্য হয়নি তার। মিথ্যা চুরির অপবাদের কথা উল্লেখ করে ‘সুসাইড নোট’ লিখে শুক্রবার গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে প্রেমশঙ্কর। গত দু’দিন স্কুল ছুটি থাকার পর আজ স্কুল খুলতেই উত্তেজিত ছাত্ররা বিক্ষোভ দেখাতে থাকে।

জোড়া দেহ উদ্ধার
জামশেদপুরের গোলমুড়ি গল্ফ ময়দানের কাছে, একটি সেতু থেকে ঝুলন্ত অবস্থায় এক যুবক এবং এক কিশোরীর মৃতদেহ পাওয়া গিয়েছে। ঘটনাস্থল থেকে মিলেছে কয়েক গাছা নাইলনের দড়ি এবং এক শিশি বিষ। এ ছাড়াও পুলিশ জানিয়েছে, যুবকের দেহের একাধিক জায়গায় মারধরের দাগ রয়েছে। অস্বাভাবিক মৃত্যুর একটি মামলা রুজু করে ঘটনার তদন্ত চলছে। পুলিশ জানিয়েছে, মৃত যুবকের নাম রিঙ্কু ওরফে ভিক্টর মাসিহ (৩০), কিশোরীর নাম সানিয়া ওরফে সীতা কুমারী (১৭)। দুজনেই গোলমুড়ি থানা এলাকার বাসিন্দা। প্রাথমিক তদন্তের ভিত্তিতে পুলিশ জানায়, গোলমুড়ির কাছাকাছি অঞ্চলেই থাকতেন ভিক্টর এবং সানিয়া। যুবক বিবাহিত এবং এক শিশু সন্তানের বাবা হলেও ওই কিশোরীর সঙ্গে তাঁর ভালবাসার সম্পর্ক ছিল। দুধ আনতে যাওয়ার নাম করে রবিরার সন্ধ্যায় ঘর থেকে বেরিয়ে গিয়েছিল সানিয়া।

সাহেবগঞ্জে উদ্ধার সংস্থা-কর্তা
অপহরণের ৭২ ঘণ্টার মধ্যে সাহেবগঞ্জ থেকে উদ্ধার করা হল এক নির্মাণ সংস্থার কর্তা-সহ অপহৃত তিন জনকে। পুলিশ জানিয়েছে, দলের পাণ্ডা-সহ অপহরণকারী সাত দুষ্কৃতীকেও পাকড়াও করা হয়েছে। ধৃতদের কাছ থেকে পাওয়া গিয়েছে দু’টি পিস্তল এবং এক ডজন তাজা কার্তুজ। পুলিশ জানিয়েছে, স্থানীয় অপরাধীদের জেরা করে অপহরণকাণ্ডের সূত্র মেলে। ওই সূত্রের ভিত্তিতেই তালঝাড়ি জঙ্গল ঘিরে তল্লাশি চালায় পুলিশ। আজ ভোরে তালঝাড়ি জঙ্গল লাগোয়া দুধগাঁ গ্রামের একটি বাড়ি থেকে উদ্ধার করা হয় অপহৃত তিন জনকে। গ্রেফতার করা হয়েছে ওই বাড়ির মালিককেও। সড়ক নির্মাণ সংস্থার কর্তা সি শ্রীনিবাস রাও, সংস্থার প্রধান হিসাবরক্ষক নরসিংহ রাও এবং তাদের গাড়ি চালককে গত বৃহস্পতিবার গভীর রাতে অপহরণ করা হয়েছিল।

চুক্তি করে বিয়ে, ধৃত ৩
মোটা টাকার বিনিময়ে ছয় কিংবা আট মাসের জন্য ‘চুক্তি করে বিয়ে’ দেওয়া হত মেয়েদের। তেমনই একটি বিয়ে দিতে গিয়ে হাতেনাতে ধরা পড়ে গেলেন তিন জন। পুলিশ গ্রেফতার করেছে এক মৌলবী এবং খোদ পাত্রকেও। বেশ কিছু দিন ধরেই ফলকনামা পুলিশের কাছে অভিযোগ ছিল, গরিব ঘরের মেয়েদের মোটা টাকার বিনিময়ে কয়েক মাসের জন্য বিয়ে করে পাত্রেরা। তার পর ছেড়ে চলে যায়। এর পরই একটি সংবাদমাধ্যমের সঙ্গে হাত মিলিয়ে জাল পাতে পুলিশ। আর তাতেই ধরা পড়েন ওই তিন জন। পুলিশ জানিয়েছে, ওই মৌলবিই এই ধরনের বিয়ের আয়োজন করতেন। সংখ্যালঘু কমিশন ওই মৌলবিকে সাসপেন্ড করেছে বলেও খবর।

ডাক্তারকে ছুরি
বান্ধবীর সঙ্গে চিকিৎসকের সম্পর্ক রয়েছে, স্রেফ এই অভিযোগেই দিসপুর হাসপাতালে ঢুকে, ছুরি মেরে কর্মরত এক চিকিৎসকে জখম করল এক মণিপুরি যুবক। অমর সিংহ নামে ওই হামলাকারী যুবক নিজেও আগে ওই হাসপাতালেরই কর্মী ছিলেন। রাত ন’টা নাগাদ অমর সিংহ হাসপাতালে এসে চিকিৎসক ধ্রুবজ্যোতি গগৈয়ের কাছে যান। তাঁদের কথা কাটাকাটি হয়। হঠাৎই অমর ছুরি দিয়ে ওই চিকিৎসককে কোপাতে থাকেন। বাকিরা তাকে ধরে ফেলে। গুরুতর জখম অবস্থায় ওই চিকিৎসকের চিকিৎসা চলছে। পুলিশ জানতে পেরেছে, অমরের বান্ধবী এই হাসপাতালেরই নার্স।

মৃত বেড়ে ২৫
নীলমের জেরে অন্ধ্রপ্রদেশের বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৫। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন কিরণ কুমার রেড্ডি ও অন্য মন্ত্রীরা বিভিন্ন দুর্গত এলাকা পরিদর্শন করেছেন। বন্যায় জলমগ্ন হয়েছে ৫.২৫ লক্ষ হেক্টর জমি এবং ১২০০ বাড়ি।হাজার হাজার মানুষ আশ্রয়হীন হয়ে পড়েছেন। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এক হাজার কিলোমিটারের বেশি রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। দক্ষিণ-মধ্য রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, বন্যার কারণে বিজয়ওয়াড়া-বিশাখাপত্তনম শাখার ট্রেন বাতিল করা হয়েছে। কিছু ট্রেন দেরিতে চলছে।

ধর্ষিতা বিদেশি
বান্দ্রায় তাঁর নিজের আবাসনেই এক জার্মান মহিলাকে ধষর্ণ করা হয়েছে বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে গত কাল ভোর সাড়ে তিনটে নাগাদ। পেশায় সঙ্গীতশিল্পী ওই মহিলা চার তলা আবাসনে ভাড়া থাকতেন। ধর্ষণকারীকে অবশ্য সনাক্ত করা যায়নি। ফ্ল্যাট থেকে অনেক জিনিস চুরি গিয়েছে বলে অভিযোগ মহিলার। এফআইআর দাখিল করেছেন তিনি।

সিদ্ধান্ত স্থগিত
নীলমের জেরে অন্ধ্রপ্রদেশের বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৫। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন কিরণ কুমার রেড্ডি ও অন্য মন্ত্রীরা বিভিন্ন দুর্গত এলাকা পরিদর্শন করেছেন। বন্যায় জলমগ্ন হয়েছে ৫.২৫ লক্ষ হেক্টর জমি এবং ১২০০ বাড়ি।হাজার হাজার মানুষ আশ্রয়হীন হয়ে পড়েছেন। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এক হাজার কিলোমিটারের বেশি রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। দক্ষিণ-মধ্য রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, বন্যার কারণে বিজয়ওয়াড়া-বিশাখাপত্তনম শাখার ট্রেন বাতিল করা হয়েছে। কিছু ট্রেন দেরিতে চলছে।

বাড়তি মাসুল
অবাঞ্ছিত মেসেজ থেকে গ্রাহকদের মুক্তি দিতে নতুন পদক্ষেপ করল ট্রাই। ট্রাইয়ের মুখ্য উপদেষ্টা এন পরমেশ্বরন জানান, দিনে এসএমএস সংখ্যা ১০০ ছাড়ালে, তার পর থেকে এসএমএসপিছু অতিরিক্ত আরও ৫০ পয়সা লাগবে। টেলি-বিপণনকারী সংস্থা অনেক সময়েই ছাড়ের সুযোগে প্রচুর এসএমএস পাঠায়। এতে রাশ টানতেই এই সিদ্ধান্ত।

সংসদ ২২শে
সংসদের শীতকালীন অধিবেশন শুরু হচ্ছে ২২ নভেম্বর। চলবে ২০ ডিসেম্বর পর্যন্ত। সোমবার রাজ্যসভার সেক্রেটারি জেনারেল এক বিবৃতিতে এই কথা জানিয়েছেন। শুক্রবার লোকসভার সচিবালয় একই কথা জানিয়েছিল।

এখনই সরে যাচ্ছে না মেঘ
অন্ধ্রপ্রদেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হচ্ছে অঝোর ধারায়। বৃষ্টি হচ্ছে ওড়িশার উপকূলবর্তী এলাকাতেও। বাদ যায়নি গাঙ্গেয় পশ্চিমবঙ্গও। সোমবার সারা দিনই আকাশ মেঘে ঢাকা ছিল কলকাতা ও সংলগ্ন এলাকায়। বিকেলের পরে ঝমঝমিয়ে এক পশলা বৃষ্টিও হয়ে গেল কলকাতার বিভিন্ন অংশে। আর এই আবহাওয়ার মূলে রয়েছে গত সপ্তাহে তামিলনাড়ু উপকূলে আঘাত করা ঘূর্ণিঝড় নীলম। নীলম স্থলভূমিতে ঢুকেও কিন্তু ভোগাচ্ছে। তার থেকে তৈরি হওয়া নিম্নচাপ অক্ষরেখা অন্ধ্রপ্রদেশ, ওড়িশা এবং পশ্চিমবঙ্গ উপকূলে মেঘ ঢোকাচ্ছে। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আজ, মঙ্গলবার এবং আগামী কাল, বুধবারও নিম্নচাপ অক্ষরেখার প্রভাব থাকবে। তার পরেই নিম্নচাপ অক্ষরেখা দুর্বল হয়ে যাবে। অর্থাৎ বৃহস্পতিবার থেকে কলকাতা ও সংলগ্ন এলাকার আবহাওয়া ধীরে ধীরে পরিষ্কার হতে শুরু করবে বলে জানাচ্ছেন আবহবিদেরা। আবহাওয়ার অবনতি হওয়ায় আকাশপথে এবং রেলপথে ভোগান্তি হয়েছে মানুষের। অন্ধ্রপ্রদেশে বৃষ্টিতে উপচে গিয়েছে বিভিন্ন নদী। অনেক জায়গাতেই রেল লাইনের উপর দিয়ে বইছে জল। বন্ধ রেল চলাচল।

তারুর উবাচ
কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শশী তারুর সোমবার একটি বৈঠকে বলেন,“বিশ্ববিদ্যালয়গুলি উচ্চমানের স্নাতক তৈরি করতে পারছে না। ফলে দেশের সংস্থাগুলির চাহিদা পূরণ হচ্ছে না।”


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.