টুকরো খবর
হার ছিনতাই, দুষ্কৃতীকে পাকড়ালেন মহিলাই
এক মহিলার হার ছিনতাই করে মোটরবাইকে চেপে পালাচ্ছিল দুষ্কৃতীরা। কিন্তু বাধা হয়ে দাঁড়ালেন সাহসিনী ওই মহিলা স্বয়ং। ধরা পড়ল এক দুষ্কৃতী। উদ্ধার হল হারের টুকরো। পুলিশ সূত্রের খবর, ভবানীপুর এলাকার বাসিন্দা উর্বী দেশাই নামে ওই মহিলা এ দিন সন্ধ্যায় নিজের পাঁচ বছরের ছেলেকে টিউশন থেকে নিয়ে ফিরছিলেন। ফেরার পথে অ্যালানবি রোডের একটি ব্যাঙ্কের কাছে তাঁর সোনার হার ছিনতাই করে মোটরবাইকে চেপে আসা দুই দুষ্কৃতী। মোটরবাইক না থামিয়েই তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু এক প্রাক্তন বিচারপতির মৃতদেহ নিয়ে যাচ্ছিলেন তাঁর পরিবারের লোকজন। শবযাত্রার গাড়িগুলির জন্য তৈরি হয়েছিল যানজট। সেই ভিড়ে তারা আটকে পড়ে। আর সেই সুযোগে, মহিলা প্রায় ৫০ মিটার দৌড়ে ধরে ফেলেন মোটরবাইকটিকে। উর্বীর কথায়,“ ছিনতাই হওয়ার পরে মনে হয়েছিল যে করেই হোক হারটি ফেরত পেতে হবে। ফলে মোটরবাইকটিকে তাড়া করি। খানিকটা গিয়ে দেখি সেটি যানজটে আটকে দাঁড়িয়ে রয়েছে। পিছন থেকে গিয়ে আমি দুই মোটরবাইকআরোহীকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিই। তারপর রাস্তার লোকজন এক দুষ্কৃতীকে ধরে নেয়।” ঘটনাচক্রে সেই সময় ওই জায়গাতে উপস্থিত ছিলেন কলকাতা পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনার(ট্র্যাফিক) গৌতম গুপ্ত। দুষ্কৃতীদের ধরতে তিনিও উদ্যোগী হন। পুলিশ জানিয়েছে, ছিনতাইয়ের সময় হারটি ছিঁড়ে যায়। সেটির একটি ধৃত দুষ্কৃতীর কাছ থেকে উদ্ধারও হয়েছে। অন্য জন ছুটে পালায়। প্রাথমিক জেরায় সে স্বীকার করেছে এর আগে এলগিন রোডের একটি ছিনতাইয়ের ঘটনাতেও তারা জড়িত।

দু’টি অপমৃত্যু
দু’টি অস্বাভাবিক মৃত্যু হল বড়তলা থানা এলাকায়। সোমবার, ইমাম বক্স লেনের একটি বাড়িতে মায়া বিশ্বাস (৩২) নামে এক মহিলার দেহ মেলে। যুগ্ম কমিশনার (অপরাধ দমন) পল্লবকান্তি ঘোষ বলেন, “গলায় শ্বাসরোধের চিহ্ন আছে। সম্ভবত পরিচিত কেউ জড়িত।” এ দিনই, সাহিত্য পরিষদ স্ট্রিটে মীরা সোনকার (৩১) নামে এক মহিলার ঝুলন্ত দেহ মেলে। পুলিশের অনুমান, এটি আত্মহত্যা। মীরার স্বামী পলাতক।

প্রাক্তন বিচারপতি প্রয়াত
সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের জীবনাবসান হল সোমবার। প্রয়াত বিচারপতির ভাইপো সব্যসাচী বন্দ্যোপাধ্যায় জানান, এ দিন বেলা সাড়ে ১১টায় তাঁর মৃত্যু হয়েছে। বয়স হয়েছিল ৭৪ বছর। মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই সল্টলেকে তাঁর বাসভবনে আইনজগতের বহু মানুষ শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত হন। প্রয়াত বিচারপতির আইনি পেশা শুরু কলকাতা হাইকোর্টে। ১৯৮৪ সালে তিনি কলকাতা হাইকোর্টে বিচারপতির দায়িত্ব নেন। ১৯৯৮ সালে অন্ধ্র হাইকোর্টে প্রধান বিচারপতির পদে যোগ দেন তিনি। ওই বছরের শেষেই তিনি সুপ্রিম কোর্টের বিচারপতির দায়িত্ব পান। অবসর গ্রহণ করেন সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবেই।

নিখোঁজ কর্মী
কাজে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে গেলেন কলকাতার একটি বহুজাতিক ফার্স্টফুড চেনের এক কর্মী। নাম বিশ্বনাথ দত্ত। উত্তর ২৪ পরগনার হালিশহরের বাসিন্দা বিশ্বনাথ ওই সংস্থার বালিগঞ্জ শাখায় কর্মরত ছিলেন। শুক্রবার থেকে তিনি নিখোঁজ। তাঁর পরিবারের অভিযোগ, বিশ্বনাথকে অপহরণ করা হয়েছে। কসবা থানায় এ নিয়ে সোমবার রাতে তাঁরা একটি অপহরণের অভিযোগ দায়েরও করেছেন। বিশ্বনাথের পরিবারের অভিযোগ, ঘটনার সঙ্গে ওই ফার্স্টফুড সংস্থার কর্মীরাই জড়িত।

আগ্নেয়াস্ত্র-সহ ধৃত
বিধাননগরের পোলেনাইট থেকে সোমবার সকালে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ-সহ তিন দুষ্কৃতীকে গ্রেফতার করল বিধাননগর পুলিশ। পুলিশ জানায়, ধৃতদের নাম বদন মণ্ডল (৩০), সমীর নায়া (২৩) ও সুব্রত মণ্ডল (১৯)। তাদের কাছ থেকে একটি পাইপগান ও ২টি তাজা কার্তুজ উদ্ধার করেছে পুলিশ।

কিশোরী অচৈতন্য
অচৈতন্য অবস্থায় এক কিশোরীকে ভর্তি করা হল এম আর বাঙুর হাসপাতালে। পুলিশ জানায়, শনিবার রাতে প্রায় তিরিশটি ঘুমের ওষুধ খায় গরফার বাসিন্দা দশম শ্রেণির ওই ছাত্রী। তার পরিবারের অভিযোগ, ওই কিশোরীর সঙ্গে স্থানীয় এক যুবকের ঘনিষ্ঠতা ছিল। সে-ই ওষুধ কিনে দেয়। অভিযুক্ত যুবক পলাতক। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অচেতন থাকায় ওই কিশোরীকে এখনও পুরো জেরা করা যায়নি।

ট্রেন বন্ধ আধ ঘণ্টা
লাইনের গা ঘেষে পড়ে ছিল ঢালাই মেশিনটি। তাতেই ধাক্কা মারে ডাউন বজবজ লোকাল। সোমবার সন্ধ্যায় শিয়ালদহ দক্ষিণ শাখায় বালিগঞ্জ ও লেক গার্ডেন্সের মাঝে এই ঘটনায় কেউ হতাহত না হলেও ট্রেনটি দাঁড়িয়ে থাকে ৩০ মিনিট। জানা গিয়েছে, স্থানীয় একটি বাড়িতে ঢালাইয়ের কাজের জন্য মেশিনটি নিয়ে যাওয়া হচ্ছিল। লাইনে ট্রেন এসে পড়ায় মেশিনটি সেখানে রেখে লোকজন পালিয়ে যায়।

খালি বাড়িতে চুরি
বাড়ির বাসিন্দাদের অনুপস্থিতিতে চুরি হল বাগুইআটি থানার তেঘরিয়ার একটি বাড়ি ও সংলগ্ন অফিসে। রবিবার, রাতে। বাড়ির বাসিন্দা কমল দাস সপরিবার বেড়াতে যান। তিনি থাকতেন দোতলায়। একতলায় ছিল অফিস। পুলিশ জানায়, দুষ্কৃতীরা প্রথমে অফিসে ঢুকে অফিসের ক্যাশবাক্স থেকে টাকা লুঠ করে। এর পরে দোতলায় উঠে দরজার তালা ভেঙে সোনার গয়না লুঠ করে।

ডুবে মৃত্যু
ঠাকুরপুকুরে জলে ডুবে মৃত্যু হল এক ব্যক্তির। নাম উমেশলাল দাস (৬০)। সোমবার উমেশবাবু পা পিছলে জায়গির ঘাট রোডে একটি পুকুরে পড়ে যান। স্থানীয়েরা তাঁকে উদ্ধার করেন।

গ্রেফতার দুষ্কৃতী
নারকেল ডাঙা নর্থ রোডে গুলি চালানোর ঘটনায় দুই দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ। পুলিশ জানায়, ধৃতদের নাম আকবর ও নিরাজ। রবিবার রাতে নারকেলডাঙা নর্থ রোডের মহম্মদ আলমগীরের বাড়িতে হামলা চালায় কয়েকজন দুষ্কৃতী। বাধা পেয়ে দুষ্কৃতীরা মহম্মদ আশিককে লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ।

‘শ্লীলতাহানি’, ধৃত
কসবার রাজডাঙায় এক কিশোরীর শ্লীলতাহানির অভিযোগে সোমবার বিশ্বজিৎ হালদার নামে এক যুবক গ্রেফতার হয়। পুলিশের দাবি, ধৃত যুবক কিশোরীর পরিচিত।
 
 
 


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.