টুকরো খবর |
হিলারির পক্ষে |
সংবাদসংস্থা • ওয়াশিংটন |
বারাক ওবামা-মিট রোমনি অনেক হল। এ বার সামনে আসুন হিলারি ক্লিন্টন। সমীক্ষা বলছে, বহু মার্কিন নাগরিকেরই ইচ্ছে প্রেসিডেন্ট প্রার্থী হোন খোদ হিলারি। বিশেষজ্ঞেরা মনে করছেন, ২০১৬ সালে যদি হিলারি ডেমোক্র্যাট প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে মনোনয়ন পেশ করেন তা হলে তাঁর জেতার সুযোগ সব চেয়ে বেশি। ২০০৮ সালে ওবামা অল্পের জন্য হিলারির সামনে থেকে সেই সুযোগ ছিনিয়ে নিয়েছিলেন। তবে আগামী নির্বাচনে আর সেটা সম্ভব হবে না। বিশেষজ্ঞেরা বলছেন, বিদেশ সচিব হিসেবে তাঁর কাজেও বেশ সন্তুষ্ট দেশবাসী। অস্বীকার করে লাভ নেই হিলারির বেশ একটা ‘স্টার ভ্যালু’-ও রয়েছে। হিলারি অবশ্য স্পষ্টই জানিয়েছেন, প্রেসিডেন্ট হতে বিশেষ আগ্রহী নন তিনি। মঙ্গলবারের নির্বাচন যদি শেষমেশ বারাক ওবামার পক্ষেই রায় দেয়, সে ক্ষেত্রেও আর কোনও দায়িত্ব নিতে চান না তিনি সে কথাও সম্প্রতি জানিয়েছিলেন হিলারি। শুধু এক জন উত্তরাধিকারীর অপেক্ষা। তার পরেই বিদেশ সচিবের পদ ছেড়ে দেবেন তিনি।
|
সামরিক সম্পর্ক ঘনিষ্ঠ করতে উদ্যোগী জারদারি |
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি |
পাকিস্তানের রাষ্ট্রপ্রধান আসিফ আলি জারদারিকে ফোন করে আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই সম্প্রতি ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ঠিকই। কিন্তু ইসলামাবাদ এবং কাবুলের মধ্যে সম্পর্কের টানাপোড়েন এবং সংঘাত এখন ক্রমশই বাড়ছে। ৯ তারিখ চারদিনের ভারত সফরে আসছেন হামিদ কারজাই। রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় এবং প্রধানমন্ত্রী মনমোহন সিংহের সঙ্গে বৈঠকের পাশাপাশি তিনি দু’দিন কাটাবেন মুম্বইয়ে। আফগানিস্তানের পুনর্গঠনের জন্য ভারতের সহায়তার দাবি তো রয়েছেই। কিন্তু, ভারতের সঙ্গে নিরাপত্তা এবং সামরিক সহযোগিতা আরও বাড়ানোর আবেদন করবেন কারজাই। ইতিমধ্যেই আফগান পুলিশকে প্রশিক্ষণ দেয় ভারতীয় নানা নিরাপত্তা সংস্থা। কাবুলেও প্রশিক্ষণের কাজে যুক্ত রয়েছেন ভারতীয় অফিসাররা। আফগান দূতাবাস সূত্রে খবর, দু’দেশের সামরিক আদান-প্রদানে কোনও নতুন দিক খুঁজে বার করা যায় কি না তা খতিয়ে দেখবেন মনমোহন ও কারজাই। আফগানিস্তানে পাকিস্তানি জঙ্গি গোষ্ঠী হক্কানিদের কার্যকলাপ নিয়ে যথেষ্ট উত্তপ্ত আফ-পাক সম্পর্ক। ওসামা বিন-লাদেন হত্যার পরে আমেরিকা ও পাকিস্তানের সম্পর্কও বদলেছে। ফলে, আফগানিস্তানের সঙ্গে ভারতের সামরিক সম্পর্ক বাড়লে চাপে পড়বে ইসলামাবাদ। কারজাইয়ের সঙ্গে বৈঠক থেকে তাই বড় ধরনের কূটনৈতিক লাভ হতে পারে বলে ধারণা সাউথ ব্লকের।
|
বাজিমাত বিলের |
সংবাদসংস্থা • ওয়াশিংটন |
গত ৭২ ঘণ্টা টানা প্রচার করে গলা ভেঙে গিয়েছে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের। তবু কথা বলে যাচ্ছেন কাফ সিরাপ আর মধু মেশানো লিকার চা খেয়ে। প্রেসিডেন্ট বারাক ওবামাকে নির্বাচনী প্রচারের আগেও নানা টুকিটাকি উপদেশ দিতেন প্রশাসন চালানোর ব্যাপারেও। তবে তাঁর সব চেয়ে গুরুত্বপূর্ণ কাজ শুরু হয় আমেরিকার উত্তর-পূর্ব উপকূলে আছড়ে পড়ার পর। স্যান্ডি আসছে সেই খবর পেয়েই প্রচারের কাজ মাঝপথে ফেলে ওয়াশিংটন ফিরে আসেন গোটা পরিস্থিতির তদারকি করতে। আর প্রচারের দায়িত্ব তুলে দেন পূর্বসূরির হাতে। তার পর থেকে বিল ক্লিন্টনের হাতেই সব। শুক্রবার ফ্লোরিডা তো শনিবার গোটা ভার্জিনিয়া ঘুরেছেন। রবিবার গিয়েছেন নিউ হ্যাম্পশায়ার আর তার আগে মিনেসোটায়। প্রচারের শেষ দিন সোমবার এলেন পেনসিলভ্যানিয়ায়। চা খেতে খেতেই বললেন, “দেখতে পাচ্ছেন তো, গলার আওাজ পর্যন্ত প্রেসিডেন্টের কাজের জন্য দিয়ে দিয়েছি।” তবে যে তিনি শুধু ওবামার প্রচারই করছেন তা নয়, মাঝেমধ্যে স্ত্রী হিলারির কথা বলেও কুড়িয়ে নিচ্ছেন হাততালি।
|
ছবি ছেঁড়া হল মাও জে দঙের |
সংবাদসংস্থা • বেজিং |
মাও জে দঙের ছবি ছিঁড়ে সেই তাণ্ডবের ছবি ওয়েবসাইটে পোস্ট করল চিনের চার যুবক। আর সেই কাণ্ড ব্যাপক উত্তেজনা ও বিতর্ক ছড়িয়েছে মাইক্রোব্লগগুলিতে। চরম অসন্তোষ প্রকাশ করেছেন মাও-সমর্থকেরা। চিনের কমিউনিস্ট পার্টিতে এক দশক অন্তর নেতৃত্ব বদল হয়। আর সেই সময়ও আসন্ন। তার আগেই এমন কান্ডে বিব্রত প্রশাসন। তড়িঘড়ি পুলিশ হেনান প্রদেশ থেকে আটক করেছে এক অভিযুক্তকে। পুলিশ জানিয়েছে, আটক করা হয় ২২ বছরের জিয়াওডংকে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ করার পর তাকে ছেড়েও দেওয়া হয়। অন্য তিন জনকে আটক বা জিজ্ঞাসাবাদ কিছুই করা হয়নি। আগে এমন অপরাধকে ধর্মদ্রোহের সমতুল ধরা হতো। তবে এখন পরিস্থিতি বদলেছে। পাল্টেছে নিয়ম-কানুনও। তাই রক্ষে। কিন্তু মাও-সমর্থকরা যে ক্ষেপে গিয়েছেন তা পরিষ্কার। এ দিনই জিয়াওডংয়ের এক বন্ধু জানান, এই ঘটনার পর থেকে তাদের মেরে ফেলা হবে এমন হুমকি দিয়েও প্রচুর ফোন এসেছে ওই চার জনের বাড়িতে।
|
৯৯ বছর, প্রথম ভোট |
সংবাদসংস্থা • ওয়াশিংটন |
ফ্লোরিডার বাসিন্দা রোজি লেউইসের বয়স ৯৯ বছর। সারা জীবনে ২৪টি প্রেসিডেন্ট নির্বাচন দেখেছেন। কিন্তু ভোট দেবেন এই প্রথম বার। কারণ, তাঁর ‘ওবামা-প্রেম’। ২০০৮ সালে ওবামা ক্ষমতায় আসার পর থেকেই রোজি ভেবেছিলেন পরের বার ভোট দিলে হয়। আর এ বার মিট রোমনির সঙ্গে যা হাড্ডাহাড্ডি লড়াই চলছে তাতে তিনি ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েই ফেললেন। হেঁটে ভোটগ্রহণ কেন্দ্রে গিয়ে লাইন দিয়ে ভোট দেওয়ার মতো ক্ষমতা তাঁর নেই। তাই তাঁর জন্য ব্যবস্থা অনলাইনে। সোমবারই হাতে পেয়েছেন ব্যালট পেপার। যখন মাত্র সাত বছর বয়স ছিল সেই সময়ে প্রথম বার মহিলাদের ভোটাধিকার দেওয়া হয় মার্কিন যুক্তরাষ্ট্রে। এত দিনে সেই অধিকার প্রয়োগ করবেন রোজি।
|
ভ্যাম্পায়ারের কঙ্কাল মিলল |
সংবাদসংস্থা • লন্ডন |
আর কোনও দিনও যাতে বেরিয়ে আসতে না পারে, সেই ব্যবস্থা করা হয়েছিল তরিজুত করেই। হাতে-পায়ে লোহার মোটা মোটা শিকল। এমনকী, কবর দিয়েও নিশ্চিন্ত হতে পারেনি বলে আগুন জ্বালিয়ে দিয়েছিল কবরের উপরেই। তবু শেষ রক্ষা হল না। সশরীরে সে বেরোতে পারেনি ঠিকই। ১৪০০ বছর পার করে বেরিয়ে এল তার কঙ্কাল। তাও আবার যে সে কারুর তো নয়, আস্ত ভ্যাম্পায়ারের। সিনেমা-গল্পে ভূরি ভূরি উদাহরণ থাকলেও বাস্তবে অবশ্য এমনটা নেহাতই বিরল, জানাচ্ছেন ব্রিটিশ প্রত্নতত্ত্ববিদ ম্যাথিউ বার্সফোর্ড। তাঁর দাবি, গত শতকের পঞ্চাশের দশকেই চার্চ স্ট্রিট অঞ্চলে খোঁড়াখুড়ির সময় এ রকম এক কঙ্কাল পেয়েছিলেন চার্লস ড্যানিয়েলস। তাকে পাত্তা না দেওয়া হলেও পাঁচ মাস আগে ফের এ রকমই প্রমাণ মিলেছে। এই ভ্যাম্পায়ারের দেহাবশেষ নিয়েই সম্প্রতি এক রিপোর্ট তৈরি করেছেন ম্যাথিউ। তাঁর কথায়, ভ্যাম্পায়ারের আসল পরিচয় এখনও জানা যায়নি, কিন্তু অ্যাঙ্গলো-সাক্সন আমলে সমাজের নিয়মকে যারা তোয়াক্কা করতো না, তাদের দশা হতো ঠিক এমনটাই।
|
মেয়েকে খুন |
সংবাদসংস্থা • ইসলামাবাদ |
অচেনা ছেলের দিকে তাকানোর অপরাধে গায়ে অ্যাসিড ঢেলে বছর পনেরোর মেয়েকে খুন করল মা। গত মাসের ২৯ তারিখের ঘটনা। পাক অধিকৃত কাশ্মীরে ঘটেছে। পুলিশ জানিয়েছে, মেয়েটি দু’দিন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি থাকার পর মারা যায়। মেয়েটির বাবা মহম্মদ জাফর ও তার মা জাহিনকে গ্রেফতার করেছে পুলিশ।
|
সিরিয়ায় নিহত |
সংবাদসংস্থা • দামাস্কাস |
বিদ্রোহীদের আত্মঘাতী হামলায় মৃত্যু হল বাশার অল-আসাদ পক্ষের ৫০ জন সেনার। সোমবার সকালে সেনা শিবিরে একটি শক্তিশালী গাড়ি-বোমা আক্রমণেই মারা যায় ওই সৈন্যরা। এ দিন ভোররাত থেকে দুই দলের ফের চরম সংঘর্ষ শুরু হয় সিরিয়ায়। রবিবার রাত থেকেই রাজধানীর দক্ষিণ প্রান্তে ইয়ারমুকের প্যালেস্তাইনি উদ্বাস্তু শিবিরের কাছে দুই পক্ষের মধ্যে নতুন করে আক্রমণ ও পাল্টা আক্রমণ শুরু হয়।প্রত্যক্ষদর্শী এক মানবাধিকার কর্মী জানান, বিদ্রোহীরা নতুন উদ্যমে স্থানীয় সেনা শিবিরগুলোতে হামলা চালিয়েছে। অ্যালেপ্পর উত্তর পশ্চিমের প্রবেশ দ্বার ও জাহরায় বোমা বিস্ফোরণ হয়।
|
ছবি বিভ্রাট |
সংবাদসংস্থা • ঢাকা |
বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিট কার্ডে ছাত্র বা ছাত্রীর ছবি নয়। সেই জায়গায় শাহরুখ খান এবং ক্যাটরিনা কাইফের ছবি। এমনই ঘটেছে চট্টগ্রামের এক বিশ্ববিদ্যালয়ে। |
|