নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
শিলিগুড়ি পুরবোর্ডে কংগ্রেস তৃণমূলে আবার চাপান উতোর শুরু হল কেন্দ্রীয় প্রকল্প আনা নিয়ে। বুধবার পুরসভায় সাংবাদিক বৈঠক করে ডেপুটি মেয়র রঞ্জন শীলশর্মা মেয়রের বিরুদ্ধে অভিযোগ তোলেন, বাসিন্দাদের স্বার্থে গত ৩ বছরে তিনি কোনও কেন্দ্রীয় প্রকল্প আদায় করতে পারেননি। বরং উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তৎপর হয়ে সম্প্রতি রাজীব আবাস যোজনায় শিলিগুড়িকে অন্তর্ভুক্ত করেছেন। পাশাপাশি কংগ্রেসের নেতৃত্বে থাকা কেন্দ্র সরকারও পুরসভাকে সহায়তায় আগ্রহী হয়নি বলে তিনি প্রশ্ন তুলেছেন। রঞ্জনবাবুর দাবি, জওহরলাল নেহেরু ন্যাশনাল আর্বান রিনিউয়াল মিশন প্রকল্প থেকে শিলিগুড়ি বাদ পড়েছে। রাজীব আবাস যোজনা প্রকল্প থেকেই এক প্রকার বাদ গিয়েছিল এ শহর। শেষ পর্যন্ত উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর তৎপরতায় সম্প্রতি রাজীব আবাস যোজনার দ্বিতীয় দফায় শিলিগুড়ি এবং জলপাইগুড়ি শহরকে অন্তর্ভুক্ত করা হচ্ছে। তবে জেএনআরইউএম প্রকল্পে শহরের অন্তর্ভুক্তির সম্ভবনা নিয়ে কংগ্রেসের তরফে যা বলা হচ্ছে তা ভুল এবং বিভ্রান্তিকর বলে দাবি রঞ্জনবাবুর। তাঁর কথায়, শুরুতে বছর দেড়েক কংগ্রেস একাই পুরবোর্ড চালিয়েছে। তৃণমূল যোগ দেওয়ার পর থেকেই তাঁরা কাজে গতি আনতে সচেষ্ট হন। উন্নয়ন কাজের বিভিন্ন ক্ষেত্রে অগ্রগতি নিয়ে তৃণমূল কাউন্সিলরদের তরফে চিঠি দিয়ে মেয়রের দৃষ্টি আকর্ষণও করা হয়েছে। ডেপুটি মেয়রের অভিযোগ ঠিক নয় বলে দাবি মেয়র গঙ্গোত্রী দত্তের। তিনি পাল্টা জানান, অফিসে থেকেও ৩১ অক্টোবর রঞ্জনবাবু মেয়র পারিষদের বৈঠকে যোগ দেননি। শিক্ষা, সংস্কৃতি বিভাগ ডেপুটি মেয়র দেখেন। অথচ পুরসভার মুখপত্র সঠিক সময়ে প্রকাশিত হচ্ছে না। মেয়র বলেন, “মুখপত্র প্রকাশ করতে চেষ্টা করছি। রাজীব আবাস যোজনার জন্য উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদ্যোগ নিয়েছিলেন ঠিকই। তবে তা কেন্দ্রের প্রকল্প। তা ছাড়া বিধবা-বয়স্ক-প্রতিবন্ধীদের ভাতা কেন্দ্রীয় প্রকল্পের মধ্যে।” জেএনএনইউআরএম প্রকল্পের দ্বিতীয় পরিকল্পনায় শিলিগুড়ি, জলপাইগুড়ি শহরের অন্তর্ভুক্তির সম্ভাবনা নিয়ে কংগ্রেসের তরফে যা বলা হচ্ছে তা ঠিক বলে দাবি মেয়রের। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হিসাবে দায়িত্ব নেওয়ার পর আজ, শুক্রবার দিল্লি থেকে বাগডোগরা হয়ে রায়গঞ্জ ফিরছেন দীপাদেবী। বাগডোগরায় তাঁর সঙ্গে দেখা করতে যাবেন মেয়র-সহ কংগ্রেস কাউন্সিলরদের অনেকেই। মেয়র জানান, পুরসভার বিভিন্ন সমস্যা সমাধানের ব্যাপারে, নতুন প্রকল্পের সম্ভবনা নিয়ে তাঁর সঙ্গে কথা বলবেন। |