টুকরো খবর
ইডেনে ভারত-পাক ৩ জানুয়ারিই
ভারতীয় বোর্ডের তরফে পাকিস্তানের বিরুদ্ধে ঐতিহাসিক সিরিজের সরকারি সূচি ঘোষিত হল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক থেকে চার বছর পরে এ দেশের মাটিতে পাকিস্তানের সঙ্গে সিরিজ খেলার সবুজ সঙ্কেত পাওয়ার চব্বিশ ঘণ্টার মধ্যে তিনটি এক দিনের ম্যাচ এবং দু’টি টি-টোয়েন্টি ম্যাচের দিনক্ষণ তৈরি করে ফেলল বিসিসিআই। ২০০৮-এ মুম্বইয়ে জঙ্গি হানার পরে এই প্রথম ভারত-পাক সিরিজ হতে চলেছে।

পুরো সূচি এ রকম: দু’টি টি-টোয়েন্টি ম্যাচ যথাক্রমে বেঙ্গালুরু (২৫ ডিসেম্বর) ও আমদাবাদে (২৭ তারিখ)। তিনটি ওয়ান ডে চেন্নাই (৩০ ডিসেম্বর), কলকাতা (৩ জানুয়ারি) ও দিল্লিতে (৬ তারিখ)।

গোয়ায় এলেন লুই ফিগো
ভারতে ফুটবলকে জনপ্রিয় করতে গেলে সবার আগে দরকার রোল মডেল। যাঁকে দেখে যুবসমাজ ফুটবলের প্রাথমিক পাঠ নেওয়ার জন্য উৎসাহ দেখাবে। কিন্তু সুনীল ছেত্রীদের দেশে প্রথমবার পা দিয়ে সেই রোল মডেলেরই অভাবই দেখছেন প্রাক্তন পর্তুগাল অধিনায়ক লুই ফিগো। তাঁর কথায়, “প্রকৃত রোল মডেল না থাকায় এগোতে পারছে না ভারতীয় ফুটবল।” পর্তুগীজভাষী বিশ্বের বিভিন্ন অঞ্চলের ক্রীড়াবিদদের নিয়ে খেলার আসর ‘লুসোফোনি গেমস’ উপলক্ষ্যে বৃহস্পতিবারই গোয়ার এসেছেন ফিগো। ভারতীয় ফুটবল ফেডারেশেনের কর্তাদের সঙ্গে নবিদের দেশের ফুটবল-উৎকর্ষ বাড়ানোর জন্য বৈঠকে বসার পরিকল্পনাও রয়েছে তাঁর। তবে ভারতের মানুষের ক্রিকেটপ্রেম নিয়ে ওয়াকিবহাল প্রাক্তন পর্তুগাল মিডফিল্ড জেনারেল। বলছেন, “ভারতে ফুটবলের প্রসার করতে গেলে সবার আগে ক্রিকেট মাঠ থেকে দর্শকদের ফুটবল মাঠমুখী করার পরিকল্পনা নিতে হবে এ দেশষের ফুটবল কর্তাদের।

কুশপুতুলে আর্মস্ট্রং
আর্মস্ট্রংয়ের এই কুশপুতুলই পোড়ানো হবে।
ডোপ কলঙ্কের কালি যেন যথেষ্ট ছিল না। এ বার ল্যান্স আর্মস্ট্রংকে পোড়ানো হবে অপমানের আগুনেও! ইংল্যান্ডের ইডেনব্রিজ শহরের বাৎসরিক ‘বনফায়ার নাইট’ বা বহ্নুৎসবে এ বার প্রধান আকর্ষণ কলঙ্কিত কিংবদন্তির তিরিশ ফুট উঁচু কুশপুতুল। যাতে কাল আগুন দিয়ে আতসবাজির রোশনাইয়ে মাতবেন উৎসাহীরা। দাহ্য তেলে ভেজানো খবরের কাগজ আর নানান আতসবাজি ঠাসা আর্মস্ট্রংয়ের কুশপুতুলটির ডান হাতে কালো একটা ট্রফি, বাঁ হাতে ধরা প্ল্যাকার্ডে লেখা, ‘ফর সেল রেসিং বাইক, নো লংগার রিকোয়ার্ড।’ গায়ে ত্যুর দ্য ফ্রাঁ-র বিখ্যাত হলুদ জার্সি। যে জার্সি পরে জেতা সাতটি খেতাবই মার্কিন ডোপ বিরোধী সংস্থার রিপোর্টের ভিত্তিতে কেড়ে নেওয়া হয়েছে সাইক্লিং চ্যাম্পিয়নের কাছ থেকে। উপরন্তু, খেতাবগুলো জিতে পাওয়া এক কোটি কুড়ি লক্ষ মার্কিন ডলার বোনাসের টাকাও এখন ফেরত চেয়ে তাঁকে আইনি চিঠি দিয়েছে ডালাসের এক বিমা সংস্থা। বিভিন্ন দিক থেকে জর্জরিত আর্মস্ট্রংকে এ বার নতুন ধাক্কা দিতে তৈরি ইডেনব্রিজ। ১৬০৫-এ রাজা প্রথম জেমসের বিরুদ্ধে বিদ্রোহ ব্যর্থ হওয়ার জয়ন্তী হিসাবে ইংল্যান্ডে হয় এই বহ্নুৎসব। বিদ্রোহের খলনায়কের কুশপুতুল পোড়ানোর প্রাচীণ প্রথা ক্রমশ বদলে এখন বিতর্কিত ব্যক্তিত্বদের নিয়ে তামাশায় পরিণত। এই আগুনে আগে পুড়েছে মারিও বালোতেলি, ওয়েন রুনি, সাদ্দাম হুসেন, প্রাক্তন ফরাসি প্রেসিডেন্ট জাক চিরাগ এবং প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের কুশপুতুল। এ বার আর্মস্ট্রংয়ের নির্বাচনে দারুণ খুশি ইডেনব্রিজ বনফায়ার সোসাইটি। কর্তারা বলেছেন, “এর থেকে বড়, এর থেকে উজ্জ্বল আর কেউ ছিল না।” আয়োজকেরা জানিয়েছেন, কুশপুতুলের দৌড়ে শিশুদের যৌন নিগ্রহের দায়ে অভিযুক্ত প্রয়াত টেলিভিশন সঞ্চালক জিমি সেভিল এবং ব্রিটিশ অর্থমন্ত্রী জর্জ অসবর্নকে হারিয়ে জিতেছে আর্মস্ট্রং!




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.