টুকরো খবর
শারদ সম্মান দিল পুলিশ
শহরের শ্রেষ্ঠ পুজো কমিটিকে পুরস্কৃত করল খড়্গপুর টাউন থানার পুলিশ। বৃহস্পতিবার বিকেলে থানা প্রাঙ্গণে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হাজির ছিলেন পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার সুনীল চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (খড়্গপুর) বরুণচন্দ্র শেখর, খড়্গপুরের এসডিপিও দ্যুতিমান ভট্টাচার্য প্রমুখ। সব মিলিয়ে ১৩টি পুরস্কার দেওয়া হয়েছে। বড় ও ছোট বাজেটের পুজোগুলির জন্য পৃথক পুরস্কারের ব্যবস্থা করা হয়েছিল। পুরস্কৃত হয়েছে প্রেমবাজার সর্বজনীন, সুভাষপল্লী সেবা সমিতি, বাবুলাইন সর্বজনীন। সেরা পুজোর সম্মান পেয়েছে মহিলাদের উদ্যোগের পুজো মালঞ্চ মৈত্রী। অন্য দিকে, পুজোর ক’দিন রেলশহরে সুস্থ পরিবেশ বজায় রাখায় খড়্গপুরের শহরের ৪টি সংস্থার যৌথ উদ্যোগে পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার, এসডিপিও ও আইসি অরুণাভ দাসকে পুরস্কৃত করা হয়েছে বলে উদ্যোক্তারা জানিয়েছেন। এ দিনই পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ ও খড়্গপুর গ্রামীণ থানার উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে খড়্গপুর গ্রামীণ থানার অন্তর্গত ৬টি দুর্গোৎসব কমিটির হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। বিচারকদের মধ্যে ছিলেন রবিশঙ্কর চট্টোপাধ্যায়, চিকিৎসক ইন্দ্রনীল কুলাভী, চিকিৎসক মোনালিসা ঘোষ, রাজনৈতিক ব্যক্তিত্ব প্রদীপ পাল প্রমুখ। বিগ বাজেটের (২ লাখ টাকার বেশি) পুজোগুলির মধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান দখল করে যথাক্রমে মীরপুর সর্বজনীন, নেতাজি ব্যায়ামাগার (তালবাগিচা) এবং সবুজ সংঘ (তালবাগিচা)। কম বাজেটের পুজোগুলির মধ্যে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান দখল করে যথাক্রমে খেলাড় সর্বজনীন, মাদপুর বাজার এবং সংহতি বয়েজ ক্লাব। অনুষ্ঠানে ছিলেন খড়্গপুর মহকুমার মহকুমাশাসক আর বিমলা, খড়্গপুরের অতিরিক্ত পুলিশ সুপার বি ভি চন্দ্রশেখর, খড়্গপুর ২ নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক সোমা দাস, খড়্গপুর মহকুমার পুলিশ আধিকারিক দ্যুতিমান ভট্টাচার্য, খড়্গপুর পুরসভার প্রাক্তন পুরপ্রধান জহরলাল পাল প্রমুখ। বিচারক মণ্ডলীর সদস্য চিকিৎসক ইন্দ্রনীল কুলাভী জানান, প্রতিমা, মণ্ডপের পাশাপাশি শান্তি-শৃঙ্খলা বজায়-সহ সামগ্রীক বিচারের নিরিখে পুজো কমিটিগুলিকে সম্মান জানান হয়েছে। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন সৌগত সরকার।

অস্ত্র-সহ ধৃত
আগ্নেয়াস্ত্র-সহ দু’জনকে গ্রেফতার করল খড়্গপুর টাউন থানার পুলিশ। ধৃতদের নাম কে চিন্না ও কুরবান শা। বাড়ি খড়্গপুর শহরেই। বুধবার রাতে শহরের মথুরাকাটি এলাকায় বছর বিয়াল্লিশের চিন্না ও বছর বাইশের কুরবান ঘোরাঘুরি করছিল। তখনই টহলরত পুলিশদের সন্দেহ হয়। পরে ওই দু’জনের কাছ থেকে একটি নাইন এমএম পিস্তল ও এক রাউন্ড গুলি মেলে। বৃহস্পতিবার ধৃতদের মেদিনীপুর আদালতে হাজির করা হলে ১৪ দিন জেল হেফাজত হয়। ধৃতদের সঙ্গে কোনও দুষ্টচক্রের যোগসাজশ রয়েছে কি না, তদন্তে তা খতিয়ে দেখছে পুলিশ। খড়্গপুর টাউন থানার আইসি অমিতাভ দাস বলেন, “একটি পিস্তল সহ দু’জন গ্রেফতার হয়েছে। তদন্ত চলছে।”

পুড়ল বাড়ি
ভস্মীভূত হয়ে গেল একটি বাড়ি। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টে নাগাদ মেদিনীপুর সদর ব্লকের দেউলডাঙ্গার ডালকাঠি গ্রামের বিশ্বনাথ মাহাতোর বাড়িতে আগুন লাগে। পুড়ে গিয়েছে অধিকাংশ সরঞ্জামই। তবে ঘটনার সময় বাড়িতে কেউ ছিলেন না। স্থানীয় বাসিন্দারা জানান, বিকেলে সাড়ে ৩টে নাগাদ হঠাৎই বাড়ি থেকে ধুঁয়ো বেরোতে দেখা যায়। কিন্তু বিশ্বনাথবাবুর বাড়িতে বিদ্যুৎ সংযোগ নেই। ফলে আগুন লাগার কারন স্পষ্ট নয়। তবে খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।

বিদ্যুৎ-বিক্ষোভ
বিভিন্ন দাবিতে বৃহস্পতিবার বিদ্যুৎ দফতরের মেদিনীপুর জোনাল বিভাগে বিক্ষোভ দেখাল সারা বাংলা বিদ্যুৎ গ্রাহক সমিতি। কর্তৃপক্ষের কাছে এক স্মারকলিপিও দেন তাঁরা। কৃষকদের সহজে বিদ্যুৎ সংযোগ দেওয়ার ব্যবস্থা করা, লোডশেডিং, লো ভোল্টেজ বন্ধ করা-সহ বেশ কয়েকটি দাবি জানানো হয়েছে।

ডেবরায় বইমেলা
বৃহস্পতিবার থেকে শুরু হল বেলদা বইমেলা। এই মেলা চলবে ৮ নভেম্বর পর্যন্ত। বেলদা বইমেলা কমিটির উদ্যোগে আয়োজিত মেলার এ বার পঞ্চম বর্ষ। এ দিন বিকেলে মেলার উদ্বোধন করেন পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত সাহিত্যিক বরুণ মজুমদার। মেলাপ্রাঙ্গণে প্রতিদিনই সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনাসভার আয়োজন করা হয়েছে।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.