|
|
|
|
পরিস্থিতি নেই গড়বেতায় |
সিপিএমের ‘গোপন সভা’ মেদিনীপুরে |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
পরিবেশ-পরিস্থিতি ‘প্রতিকূল’ থাকায় জোনাল সম্মেলন ‘গোপনে’ করতে হয়েছিল। এ বার দলের কর্মীদের নিয়ে সভাও ‘গোপনে’ করতে হল। তবে আগামী পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখেই বৃহস্পতিবারের এই সভা বলে দলেরই এক সূত্রে খবর। গড়বেতা ৩ নম্বর ব্লক অর্থাৎ চন্দ্রকোনা রোড জোনাল কমিটির অন্তর্গত এলাকার দলীয় নেতা-কর্মীদের নিয়ে মেদিনীপুর শহরের বিদ্যাসাগর হলে এই সভার আয়োজন হয়। প্রায় দু’শো জন নেতা-কর্মী উপস্থিত ছিলেন। বেলা দশটা নাগাদ শুরু হয়ে ঘন্টা দুয়েক ধরে সভা চলে। দলের এই ‘গোপন’ সভা নিয়ে অবশ্য সিপিএম নেতৃত্ব মুখে কুলুপ এঁটেছেন। সিপিএমের জেলা কমিটির এক সদস্য শুধু বলেন, “চন্দ্রকোনা রোড জোনাল কমিটির অন্তর্গত এলাকার নেতা-কর্মীদের নিয়ে এক বৈঠক ডাকা হয়েছিল। সেখানে এলাকার পরিস্থিতি নিয়েই আলোচনা হয়েছে। এটা দলের অভ্যন্তরীণ ব্যাপার।” সভায় ছিলেন সিপিএমের জেলা সম্পাদক দীপক সরকার, চন্দ্রকোনা রোড জোনাল কমিটির সম্পাদক সনাতন মাঝি, প্রাক্তন মন্ত্রী সুশান্ত ঘোষের স্ত্রী করুণা বন্দ্যোপাধ্যায় প্রমুখ।
চন্দ্রকোনা রোড এক সময় সিপিএমের ‘লালদুর্গ’ বলেই পরিচিত ছিল। রাজ্যে পালাবদলের পর অবশ্য পরিস্থিতি পাল্টায়। সুশান্ত ঘোষ গ্রেফতার হন। দলের একাংশ ‘দাপুটে’ নেতা-কর্মীও বিভিন্ন মামলায় গ্রেফতার হন। ফলে পরিবর্তিত পরিস্থিতিতে এলাকায় ‘নিয়ন্ত্রণ’ ধরে রাখা সম্ভব হয়নি সিপিএম নেতৃত্বের পক্ষে। এরপরে দেখতে দেখতে দেড় বছর পেরিয়েছে। পরিস্থিতি পাল্টাতে শুরু করেছে বলে মনে করছেন দলীয় নেতৃত্বও।
এই ‘গোপন’ সভায় কী বলেছেন দীপকবাবু? দলেরই এক সূত্রে খবর, জেলা সম্পাদক জানিয়েছেন, “পরিস্থিতি পাল্টাচ্ছে। আমাদের সতর্ক থেকে এগোতে হবে। সর্বাত্মক আক্রমণ ও চক্রান্ত হচ্ছে। ঘুরে দাঁড়ানোর সংগ্রামে ধৈর্য ধরেই এগোতে হবে।” তবে একসময় যাঁরা দলের থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন তাঁরাও ফিরে আসছেন বলে দাবি করেছেন তিনি। সভায় বক্তব্য রাখতে গিয়ে সিপিএমের জেলা কমিটির এক সদস্যও বলেন, “পরিস্থিতি সব সময় এক থাকে না। সকালে বৃষ্টি হলে বিকেলে রোদ ওঠার সম্ভাবনা থাকেই। আমাদের শুধু ধৈর্য্য ধরে অপেক্ষা করতে হবে।” সিপিএমের বহু নেতা-কর্মীই ঘরছাড়া হয়ে মেদিনীপুর ও তার আশপাশের এলাকায় রয়েছেন। বৃহস্পতিবারের সভায় তাঁরাও যোগ দিয়েছিলেন বলে দলেরই এক সূত্রে খবর। কিন্তু কেন চন্দ্রকোনা রোড জোনাল কমিটির অন্তর্গত এলাকার এই নেতা-কর্মীদের নিয়ে ‘গোপনে’ মেদিনীপুরে সভা করতে হল? দলেরই এক সূত্রে খবর, ওই এলাকার নেতা-কর্মীদের অধিকাংশ এখনও বাড়ি ফিরতে পারেননি। ঘরছাড়া হয়ে রয়েছেন। তাঁদের উপস্থিতি নিশ্চিত করতেই মেদিনীপুরে সভার আয়োজন করা হয়েছিল। তবে আগামী পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখেই যে এই সভা হয়েছে তা মানতে নারাজ সিপিএম নেতৃত্ব। দলের জেলা কমিটির এক সদস্যের বক্তব্য, “সার্বিক পরিস্থিতি নিয়েই আলোচনা হয়েছে। সেখানে পঞ্চায়েত নির্বাচনের প্রসঙ্গও উঠে এসেছে, এটুকুই।” |
|
|
|
|
|