সরকার নির্ধারিত ডিএ-র দাবিতে অবস্থান স্কুলে |
সরকার নির্ধারিত বর্ধিত মহার্ঘ ভাতার (ডিএ) দাবিতে ক্লাস বয়কট করে বৃহস্পতিবার অবস্থান-বিক্ষোভ করলেন ব্যান্ডেলের একটি ইংরেজি মাধ্যম বালিকা বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের একাংশ। আন্দোলনকারীদের অভিযোগ, আগে সরকার নির্ধারিত মহার্ঘ ভাতাই তাঁদের দেওয়া হত। কিন্তু কয়েক মাস আগে ওই ভাতার পরিমাণ বাড়ানো হলেও একই হারে তা দেওয়া হচ্ছে না স্কুল থেকে। বাড়ানো হচ্ছে না বেতনও। স্কুল কর্তৃপক্ষের কাছে এ নিয়ে বার বার আবেদন-নিবেদন করেও কোনও ফল হয়নি। স্কুলে ১৮০০ ছাত্রী রয়েছে। শিক্ষিকা ৪৯ জন। এক জন শিক্ষক। এঁদের মধ্যে ৩০ জন এ দিন বিক্ষোভ দেখান। তাঁদের মধ্যে শিক্ষিকা সীমা রায় বলেন, “গত সেপ্টেম্বর মাস থেকে মহার্ঘ ভাতা নিয়ে টালবাহানা করছেন কর্তৃপক্ষ। সরকারি নিয়মনীতিকে তেয়াক্কা করছেন না তাঁরা। পুরোমাত্রায় কাজ করেও পুরনো হারে মহার্ঘ ভাতা আমরা নেব কেন?” সমস্যার কথা শিক্ষামন্ত্রী, জেলাশাসক, স্কুলশিক্ষা দফতর, মহকুমাশাসককেও জানানো হচ্ছে। এ ব্যাপারে স্কুল কর্তৃপক্ষ সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে অস্বীকার করেন।
|
আরামবাগ মহকুমা সুপার লিগ ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল বিদ্যুৎ অ্যাথলেটিক ক্লাব। মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত ওই প্রতিযোগিতার ফাইনাল খেলাটি হয় গত শুক্রবার, জুবিলি পার্ক মাঠে। বিদ্যুৎ অ্যাথলেটিক ২-১ গোলে হারিয়ে দেয় দক্ষিণ রসুলপুর নেতাজি সুভাষ সঙ্ঘকে। চ্যাম্পিয়ন দলের পক্ষে গোল দু’টি করেন মনোতোষ হাঁসদা এবং সুভাষ রক্ষিত। নেতাজি সুভাষ সঙ্ঘের গোলদাতা গণেশ উলাল। ফাইনালে উপস্থিত ছিলেন সাংসদ শক্তিমোহন মালিক, বিধায়ক কৃষ্ণচন্দ্র সাঁতরা, ডেপুটি ম্যাজিস্ট্রেট শুভঙ্কর সরকার প্রমুখ।
|
নিখোঁজ মানসিক প্রতিবন্ধী যুবকের সন্ধান বৃহস্পতিবারেও মিলল না। সৌরভ বন্দ্যোপাধ্যায় (২২) নামে ওই প্রতিবন্ধী যুবককে এলাকার একটি মাঠে পড়ে থাকতে দেখে স্থানীয় যুবকরা ২৬ অক্টোবর রাতে তাঁকে হাওড়ার আমতা থানায় দিয়ে এসেছিলেন। অভিযোগ, আমতা থানার পুলিশ সৌরভকে বাড়ি পৌঁছে দেওয়ার বদলে ওই রাতেই হাওড়াগামী লোকাল ট্রেনে তুলে দেয়। এই ঘটনা জানাজানি হওয়ার পরে থানার এক এএসআই-কে সাসপেন্ড করা হলেও, থানার ওসি-র বিরুদ্ধে রাজ্য পুলিশের কর্তারা ব্যবস্থা নেননি। রাজ্য পুলিশের ডিআইজি (প্রেসিডেন্সি রেঞ্জ) অনিল কুমার এ দিন বলেন, “পুলিশ সুপারকে বলেছি অবিলম্বে সবিস্তার রিপোর্ট দিতে।” সৌরভের বাবার অভিযোগ, “মানসিক প্রতিবন্ধী একটি ছেলেকে রাতের ফাঁকা ট্রেনে তুলে দেওয়া তো খুন করারই সামিল!”
|
তৃণমূল সাংসদ শুভেন্দু অধিকারীর সভা থেকে ফেরার পথে হামলা চালানোর অভিযোগ উঠল দলের কর্মী-সমর্থকদের বিরুদ্ধে। বুধবার বিকেলে খানাকুলের বলপাইয়ে সভা ছিল সাংসদের। রাত ১০টা নাগাদ বলপাই গ্রামেরই শেখপাড়ায় সিপিএম সমর্থক কয়েক জনের বাড়িতে তৃণমূলের কিছু লোক হামলা চালিয়ে ভাঙচুর করে বলে অভিযোগ। চারটি বাড়ি ও একটি টিউবয়েল ভাঙচুর করা হয়। পুলিশ আসে। তৃণমূল নেতৃত্ব হামলার অভিযোগ অস্বীকার করেন।
|
আরামবাগের ঘরগোয়াল গ্রামের রামচন্দ্র সাধারণ পাঠাগারের উদ্যোগে স্বামী বিবেকানন্দের জন্মের সার্ধ শতবর্ষ পালিত হল রবিবার বিকেলে। বিবেকানন্দকে নিয়ে আলোচনা ছাড়াও ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। উপস্থিত ছিলেন রাজ্যের কৃষিমন্ত্রী রবীন্দ্রনাথ ভট্টাচার্য, পুড়শুড়া ও আরামবাগের দুই তৃণমূল বিধায়ক পারভেজ রহমান, কৃষ্ণচন্দ্র সাঁতরা-সহ বিশিষ্ট জনেরা। |