পুরসভা ও পুরনিগমগুলির সঙ্গে জনসাধারণের যোগাযোগ কতটা, তা নিয়ে ২৯টি শহরের মধ্যে প্রতিযোগিতা হয়। এক স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে ওই প্রতিযোগিতায় কলকাতা পুরসভার ওয়েবসাইটটি প্রথম হয়। বিচারকদের মতে, এই ওয়েবসাইট নাগরিকদের কাছে সবচেয়ে সহজলভ্য। বৃহস্পতিবার এ কথা জানান কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায়। কেন্দ্রীয় নগরোন্নয়নমন্ত্রী কমল নাথ বুধবার দিল্লিতে কলকাতা পুরসভার প্রোজেক্ট ম্যানেজমেন্ট ইউনিটের ডিজি দেবাশিস করের হাতে পুরস্কারটি তুলে দেন।
|
নাগেরবাজারের আবাসনে গণধর্ষণের ঘটনায় ধৃত এক ফুটবলার-সহ দু’জনকে শনাক্ত করলেন ধর্ষিতা কিশোরী। পুলিশ সূত্রের খবর, বৃহস্পতিবার ব্যারাকপুর জেলে টিআই প্যারেড করা হয়। মঙ্গলবার গণধর্ষণের ঘটনায় ইস্টবেঙ্গলের ফুটবলার জগপ্রীত সিংহ ও তাঁর সঙ্গী রবি সিংহকে গ্রেফতার করে পুলিশ। ওই ঘটনায় অভিযুক্ত বাকি দুই ফুটবলার বলদীপ সিংহ ও যশপাল পারমার পলাতক। ইস্টবেঙ্গল ক্লাব কর্তৃপক্ষের দাবি, যে সময় ঘটনা ঘটেছে বলে বলা হচ্ছে, সেই সময় জগপ্রীত ইস্টবেঙ্গল মাঠের ড্রেসিংরুমে ছিলেন।
|
বাড়ির দরজা ভেঙে প্রায় আড়াই লক্ষ টাকার সোনার গয়না দুষ্কৃতীরা চম্পট দিয়েছে বলে পুলিশের কাছে অভিযোগ জানালের বাড়ির কর্তা। পুলিশ জানিয়েছে, পর্ণশ্রীর ওই বাড়ির লোক জন বেশ কিছু দিন বাইরে ছুটি কাটিয়ে বৃহস্পতিবার রাতে বাড়িতে ফেরেন। ফিরেই দেখতে পান তাঁদের বাড়ির পিছনের দরজা ভাঙা। আলমারি লন্ডভন্ড। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
|
দু’টি চুরির ঘটনায় তিন জন গ্রেফতার হল। ধৃত তপন দাস, অভিজিৎ দাস ও তাপস দে-র কাছে মিলেছে চুরি যাওয়া গয়না, টাকা। গোয়েন্দাপ্রধান পল্লবকান্তি ঘোষ জানান, ৯ অক্টোবর সিঁথির একটি বাড়িতে ১৭ হাজার টাকা-সহ গয়না, ঘড়ি ও মোবাইল চুরি যায়। তদন্তে নারায়ণপুর থেকে অভিজিৎ ও তাপস ধরা পড়ে। পুজোয় সার্ভে পার্কের উদিতা টাউনশিপের একটি বাড়িতে হিরে-সহ প্রায় দশ লক্ষের গয়না চুরি যায়। বারুইপুর থেকে অভিযুক্ত তপন দাস গ্রেফতার হয়।
|
সংস্থার প্রায় দশ লক্ষ টাকা সরিয়ে গ্রেফতার হল হিসেবরক্ষক। সিসিটিভি-র ফুটেজ ও কথার অসঙ্গতিতে চুরির অভিযোগে ধরা পড়ে ওই কর্মী, ওয়াসিম আহমেদ। তার আত্মীয়ের বাড়ি থেকে মিলেছে প্রায় সাড়ে আট লক্ষ টাকা। পুলিশ জানায়, বৃহস্পতিবার ব্রিটিশ ইন্ডিয়া ষ্ট্রিটের ওই সংস্থার তরফে টাকা চুরির অভিযোগ করা হয়। পুলিশের দাবি, জেরায় ওয়াসিম চুরির কথা স্বীকার করে। নিজের অ্যাকাউন্টে সে প্রায় এক লক্ষ টাকা জমা করেছে।
|
দর্শকদের জন্য রবীন্দ্র সরোবরে চালু হতে চলেছে উন্নত মানের লেজার শো। রাজ্য সরকারের উদ্যোগে বিদেশি প্রযুক্তির সাহায্যে তৈরি করা এই শো-এর উদ্বোধন হবে চলতি মাসে। প্রকল্পের দায়িত্বে রয়েছে কেআইটি ও পূর্ত দফতর প্রকল্প, মোট খরচ প্রায় আট কোটি টাকা। দর্শকদের টিকিট কেটে এই শো দেখতে হবে বলে মহাকরণ সূত্রের খবর।
|
বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের সেতুর রেলিং ভেঙে বৃহস্পতিবার বরাহনগর স্টেশনের পাশে গিয়ে পড়ল চিনির বস্তা বোঝাই লরি। গুরুতর আহত হন লরির চালক ও খালাসি। বস্তা ছিটকে তিন পথচারী আহত হন। চালক ও খালাসি হাসপাতালে ভর্তি। |