টুকরো খবর
উৎসবের মরসুম প্রাণ ফেরাল গাড়ি শিল্পে
উৎসবের মরসুম অক্সিজেন জোগাল দেশের গাড়ি শিল্পে। অধিকাংশ গাড়ি সংস্থারই বিক্রি গত অক্টোবরে বাড়ল। চড়া সুদ ও মূল্যবৃদ্ধির হার এবং জ্বালানির দাম বাড়ার ত্র্যহস্পর্শে এ বছর ভাল রকম ধাক্কা খেয়েছে গাড়ি ব্যবসা। তাই সকলেই উৎসবের মরসুমের দিকে তাকিয়েছিল। একাধিক সংস্থা এই সুযোগ কাজে লাগাতে নয়া গাড়িও এনেছে। আর তার ফলও পেয়েছে। যেমন বৃহত্তম গাড়ি সংস্থা মারুতির বিক্রি গত বছরের চেয়ে এ বারের অক্টোবরে দেশে বেড়েছে ৮৬.৬%। মহীন্দ্রার বিক্রি বৃদ্ধি ৩০.৪%। হুন্ডাই মোটর ও টয়োটা-র বিক্রি বেড়েছে যথাক্রমে ৮.৪% ও ১৪.১১%। তবে গাড়ি শিল্পের দাবি, ছোট যাত্রী গাড়ির চেয়ে ‘এসইউভি’ ও ‘এমইউভি’-র বিক্রির হার বেড়েছে অনেক বেশি। বস্তুত, মারুতি, মহীন্দ্রার মতো সংস্থা সেই বাজারকে পাখির চোখ করেই নয়া গাড়ি এনেছে। অডি-র বিক্রি বেড়েছে ৭৬%। যদিও টাটা মোটরস (১৬%), জেনারেল মোটরস (৩২%), ফোর্ড ইন্ডিয়া-র (৬.৩৫%) ক্ষেত্রে তা কমেছে। তবে টিভিএস, ইয়ামাহা, হোন্ডা মোটরসাইকেল, হিরো, সুজুকি-র দ্বিচক্রযানের বিক্রি বৃদ্ধির হার অব্যাহত।

সংস্থা ঢেলে সাজছে উইপ্রো
সংস্থা ঢেলে সাজার অঙ্গ হিসেবে তথ্যপ্রযুক্তি সংস্থা থেকে অন্য সব ব্যবসাকে আলাদা করার কথা জানাল উইপ্রো। যার মধ্যে থাকবে ইনফ্রাস্ট্রাকচার ইঞ্জিনিয়ারিং (হাইড্রোলিক্স ও জল), কনজিউমার কেয়ার অ্যান্ড লাইটনিং (আসবাবপত্র-সহ) ও মেডিক্যাল ডায়াগনস্টিক প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসেস। এক ছাদের তলায় থাকা ৩ ব্যবসার নাম হবে উইপ্রো এন্টারপ্রাইজেস। তথ্যপ্রযুক্তি সংস্থা শেয়ার বাজারে নথিভুক্ত থাকলেও, নয়া সংস্থা তার বাইরেই থাকবে। উইপ্রোর দাবি, এই সিদ্ধান্তে বেশি করে তথ্যপ্রযুক্তি ব্যবসার দিকে নজর দিতে পারবে তারা। বাড়বে তাদের নিট মুনাফা।

ক্রেতা স্বার্থে ১৯টি পণ্য প্যাকেজিংয়ে নয়া আইন কেন্দ্রের
ক্রেতা স্বার্থে ১৯টি পণ্য প্যাকেজিংয়ে নয়া আইন আনল কেন্দ্র। বিস্কুট, পাউরুটি, চা, কফি, নুনের মতো খাদ্যপণ্য ছাড়া আছে রং, সিমেন্ট, সাবানও। এগুলির প্যাকেটের ন্যূনতম পরিমাণ বাঁধল কেন্দ্র।

এরোব্রিজ পৌঁছল বিমানবন্দরে
বহু টালবাহানার পরে কলকাতা বিমানবন্দরে পৌঁছল নতুন টার্মিনালের জন্য পাঁচটি এরোব্রিজ। বুধবার মাঝ রাতে কলকাতা বন্দর থেকে ১২টি লম্বা ট্রেলারে চাপিয়ে বৃহস্পতিবার ভোরে সেই এরোব্রিজ পৌঁছে দেওয়া হয় বিমানবন্দরে। প্রধান যে পাঁচটি বড় বাক্স ছিল, তার এক একটির ওজন ছিল প্রায় ৩০ টন করে। সেই পাঁচটি ট্রেলার কলকাতা বন্দর থেকে বেরিয়ে শহরের রাস্তা এড়িয়ে দ্বিতীয় হুগলি সেতু ঘুরে বিমানবন্দরে পৌঁছোয়। ২৫ অক্টোবর ইন্দোনেশিয়া থেকে জাহাজে চেপে ওই পাঁচটি এরোব্রিজ কলকাতা বন্দরে পৌঁছয়। বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে ক্লিয়ারিং এজেন্ট বিঠল অগ্রবাল জানান, পর পর ছুটি থাকায় শুল্ক, বিক্রয় কর সংক্রান্ত কাগজপত্র তৈরি করতে সময় লেগে যায়। বিমানবন্দর কর্তৃপক্ষের আশা, এই পাঁচটি এরোব্রিজ লেগে গেলে জানুয়ারি থেকে চালু করে দেওয়া যাবে কলকাতার নতুন টার্মিনাল।

পোর্টালে পণ্য
এ বার থেকে ইন্টারনেটের মাধ্যমেও কেনা যাবে গোদরেজ অ্যাপ্লায়েন্সেস-এর পণ্য। গ্রাহকদের সেই সুবিধা দিতে একটি পোর্টাল চালু করেছে সংস্থা। যার মাধ্যমে ক্রেতা নিজের পছন্দের পণ্য কিনতে পারবেন বলে দাবি তাদের।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.