বিজ্ঞান ও প্রযুক্তি
সরকারি সাইটে হানা হ্যাকারদের
ক্টোবরের শেষ দিনে ফের সরকারি ওয়েবসাইটে হানা দিল হ্যাকারেরা। যদিও এ বার কোনও রকম তথ্য চুরি বা বিকৃতির ঘটনা ঘটেনি বলে দাবি করেছেন গোয়েন্দারা। ওয়েবসাইটগুলিও দ্রুত সারিয়ে দেওয়া হয়েছে। ঘটনার পিছনে আলজেরীয় জঙ্গিদের হাতও দেখছেন তদন্তকারী অফিসারেরা।
গোয়েন্দা সূত্রের খবর, বুধবার রাত থেকেই বিগড়ে গিয়েছিল দেশের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা, প্রধানমন্ত্রীর উপদেষ্টার ওয়েবসাইট-সহ কেন্দ্রীয় সরকারের একাধিক গুরুত্বপূর্ণ ওয়েবসাইট। হামলা হয়েছে পশ্চিমবঙ্গ পুলিশের ওয়েবসাইটেও। যদিও সরকারি ভাবে রাজ্য পুলিশের কর্তারা সে খবর স্বীকার করেননি। এর আগে কলকাতার পুলিশ কমিশনারের মেল আইডি এবং সিআইডি-র ওয়েবসাইট-সহ সরকারের একাধিক ওয়েবসাইট হ্যাকারদের খপ্পরে পড়েছিল।
এই ঘটনায় ‘সানফোর ২৫’ নামে আলজেরীয় হ্যাকারদের একটি সংগঠন রয়েছে বলে গোয়েন্দা সূত্রের খবর। ভারতে এই প্রথম হানা দিল তারা। বিষয়টিতে গোয়েন্দারা উদ্বিগ্ন। কারণ তাঁরা বলছেন, আলজেরিয়ায় অন্তত কুড়িটি জঙ্গিগোষ্ঠী রয়েছে, যাদের অধিকাংশ আল-কায়দা ঘনিষ্ঠ।
বিশেষজ্ঞদের মতে, ওয়েবসাইট বা কম্পিউটারে গুরুত্বপূর্ণ তথ্য থাকলে তার নিরাপত্তায় বিশেষ কোড বা পাসওয়ার্ড দেওয়া থাকে। ফলে ইচ্ছে করলেই ওই তথ্য চুরি বা বদলানো যায় না। তবে সাধারণত ওয়েবসাইটে গোপন তথ্য থাকে না। সেগুলি থাকে দফতরের কম্পিউটার বা সার্ভারে। বুধবারের হানায় অন্তত এই দিকে কোনও ক্ষতি হয়নি।
তা হলে এই আক্রমণ কেন?
রাজ্য পুলিশের এক কর্তা বলছেন, ১৯৪৭ সালে অক্টোবরের শেষ সপ্তাহে কাশ্মীর নিয়ে প্রথম ভারত-পাকিস্তান যুদ্ধ হয়। গত কয়েক বছর ধরে দেখা যাচ্ছে, অক্টোবরের শেষ সপ্তাহে হ্যাকার হানা হচ্ছেই। এমনকী, কোনও তথ্য চুরি না হলেও। গত বছরের ৩০ অক্টোবর সিআইডি-র সাইটে হ্যাকার-হানা হয়েছিল। গোয়েন্দাদের সন্দেহ, প্রথম ভারত-পাক যুদ্ধের কথায় মাথায় রেখে ভারত সরকারকে বিব্রত করতেই এমন হানা। এ বার ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টারের বিশেষজ্ঞদের দিয়ে বৃহস্পতিবার বিকেলেই সব ক’টি ওয়েবসাইট ঠিক করে দেওয়া হয়।
অক্টোবরেই প্রধানমন্ত্রী মনমোহন সিংহ সাইবার সন্ত্রাস নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। এক গোয়েন্দা-কর্তার মতে, আগে হ্যাকিং বা সন্ত্রাসবাদী ঘটনা ঘটলে প্রথমেই পাকিস্তানকে সন্দেহ করা হত। কিন্তু এখন চিন, পশ্চিম এশিয়া ও আফ্রিকার আরও কয়েকটি দেশকেও নজরদারির মধ্যে রাখতে হবে। এই বছরের গোড়ার দিকে বিশাখাপত্তনমে নৌবাহিনীর দফতরে চিনা হ্যাকাররা হানা দিয়েছিল বলে গোয়েন্দারা জানিয়েছেন।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.