খবর পাওয়ার পর থেকে কলকাতায় বসে আতঙ্কের দিন গুনছিলেন মৌসুমি জোসেফ। ছটফট করছিলেন নিউ ইয়র্কে নিজের বাড়ি ফিরে যাওয়ার জন্য। কিন্তু, যাবেন কী করে? স্যান্ডির দাপটে বিমানই তো পৌঁছতে পারছে না।
কলকাতা বিমানবন্দরে লটবহর নিয়ে বসেছিলেন মৌসুমিদেবী। বিমানবন্দরের বাইরে ছিলেন স্বামী ও ভাই জয়ন্ত শর্মা। দীর্ঘদিন ধরে নিউ ইয়র্ক শহরে পাকাপাকি ভাবে বাস করছেন মৌসুমিদেবী। পুজোর ছুটিতে ১৩ অক্টোবর বেলঘরিয়ার বাপের বাড়িতে এসেছিলেন। ছুটি কাটিয়ে স্বামীর সঙ্গেই ফিরে যাওয়ার কথা আরও পাঁচ দিন পরে। টিকিট বদলে ফিরে গেলেন বৃহস্পতিবারেই। টিভিতে স্যান্ডির খবর দেখার পরে আর স্থির থাকতে পারেননি। দুই ছেলেমেয়ে পড়াশোনা করছে আমেরিকার অন্য এলাকায়। তারা অবশ্য সুস্থই আছে।
বৃহস্পতিবার ভারত থেকে আমেরিকার স্যান্ডি বিধ্বস্ত এলাকায় বিমান চলাচল অনেকটাই স্বাভাবিক হয়েছে। এয়ার ইন্ডিয়ার দিল্লি-নিউ ইয়র্ক এবং মুম্বই-নেওয়ার্ক উড়ান দু’টি এ দিন ছাড়া গিয়েছে বলে বিমানসংস্থার তরফে খবর। দু’দিন ধরে জেট, এয়ার ইন্ডিয়া এবং অন্য বিদেশি বিমানসংস্থার যে যাত্রীরা আটকে পড়েছিলেন ভারতে তাঁদেরও পাঠানোর চেষ্টা হচ্ছে।
|
ঘূর্ণিঝড় স্যান্ডিতে ক্ষতিগ্রস্ত মার্কিনদের সাহায্য করতে চেয়েছিলেন জামাত-উদ-দাওয়া তথা লস্কর-ই-তইবার প্রধান হাফিজ সইদ। মার্কিন বিদেশ দফতরের বক্তব্য, এই প্রস্তাব কেবল ফাঁকা বুলি।
|
খরচ কমানোর তাগিদে শীঘ্রই বিক্রি হয়ে যেতে পারে স্কটল্যান্ড ইয়ার্ডের সদর দফতর। বা বলা ভাল, মধ্য লন্ডনের ভিক্টোরিয়া এলাকার যে ভবনে ১৯৬০ সাল থেকে স্কটল্যান্ড ইয়ার্ডের সদর দফতর ছিল, সেটিই বিক্রির ভাবনা-চিন্তা করছে ব্রিটিশ প্রশাসন। এর ফলে অন্তত পঞ্চাশ কোটি পাউন্ড খরচ কমবে।এই তালিকার শীর্ষে স্কটল্যান্ড ইয়ার্ডের সদর দফতর থাকলেও নজরে রয়েছে লন্ডনের আরও পাঁচটি থানা। ইতিমধ্যেই সেগুলি বিক্রির অনুমোদনও মিলেছে।
|
হ্যালোউইন উৎসব চলাকালীন মাদ্রিদে হুড়োহুড়ির চোটে পদপিষ্ট হয়ে মারা গেলেন তিন মহিলা। জখম হয়েছেন দুই ব্যক্তি। বৃহস্পতিবার হ্যালোউইন উৎসব উপলক্ষে মাদ্রিদ ‘অ্যারেনার’-র ভিতর জড়ো হয়েছিলেন প্রায় ১০ হাজার মানুষ। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, জমায়েতে হঠাৎ আগুনের ফুলকি এসে পড়ার জন্যই শুরু হয়ে যায় হুড়োহুড়ি। সঙ্গে সঙ্গে খালি করে দেওয়া হয় ‘অ্যারেনাটি’। লস অ্যাঞ্জেলসের একটি বিশ্ববিদ্যালয় চত্বরেও হ্যালোউইন উৎসব চলাকালীন বিপত্তি ঘটে। সেখানে জড়ো হওয়া ১০০ জনেরও বেশি মানুষের উপর গুলি চালায় দুই ব্যক্তি। জখম হন চার জন।
দুই বন্দুকবাজকে গ্রেফতার করেছে পুলিশ।
|
প্রশ্নপত্রে ধর্মদ্রোহ নিয়ে প্রশ্ন থাকার অভিযোগে লাহৌরে একটি মেয়েদের স্কুলে ভাঙচুর করে আগুন লাগিয়ে দিল ক্ষিপ্ত এক দল জনতা। পুলিশ বাধা দিতে গেলে, তাদের সঙ্গেও জনতার মারামারি শুরু হয়ে যায়। বৃহস্পতিবার পুলিশ সূত্রে এই খবর জানা গিয়েছে। বুধবার জামাত -উদ -দাওয়া, জামাত -ই -ইসলামির সদস্য এবং বেশ কিছু স্কুল পড়ুয়ার বাবা -মা এই হামলা চালায় বলে অভিযোগ। ঘটনাটির তদন্তে নেমেছে পুলিশ।
|
যুবরানী ডায়ানার ব্যবহৃত একটি বুলেটপ্রুফ রোলস রয়েজের দাম নিলামে প্রায় সাড়ে দশ কোটি টাকায় বিক্রি হবে। ভোলো অটো মিউসিয়াম অনলাইনে গাড়িটির নিলাম করবে। |