‘ডিটিএইচ’ পরিষেবার বিরোধিতায় মুখ্যমন্ত্রী |
গত অগস্ট মাসে ডিটিএইচ পরিষেবা বা সহজ কথায় বলতে কেবল সংযোগের জন্য সেট টপ বক্স লাগানোর সময়সীমা পেরিয়ে গিয়েছে। পরিকাঠামোগত কারণে তা পিছিয়ে গিয়েছিল। আগামিকাল ৩১ অক্টোবর ‘ট্রাই’-এর দেওয়া সময়সীমা আবার শেষ হচ্ছে। কিন্তু তার পরেও কাজ সম্পূর্ণ হয়নি। জোট রাজনীতির নিয়ম মেনেই গতবার সময় ‘চেয়ে নিয়েছিলেন’ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জোট ভেঙে বেরিয়ে এসে এ বার সেই রাস্তায় না গিয়ে সরাসরি আক্রমণের পথে হাঁটলেন তিনি। আজ মহাকরণে এক সাংবাদিক বৈঠকে তিনি ট্রাইয়ের ঘোষিত এই নীতিকে ‘জনবিরোধী’ আখ্যা দিলেন। তিনি পরিষ্কার জানিয়েছেন রাজ্য সরকার এর বিরোধিতা করবে। যদি একটি বাড়িতেও কেবল টিভি না দেখা যায় তবে বৃহত্তর আন্দোলনের কথা শোনা গেল তাঁর মুখে।
শুধু এই প্রসঙ্গেই নয়, হলদিয়া প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি একটি বিশেষ সংবাদ মাধ্যমকে আক্রমণাত্মক ভাষায় বলেন এটা ‘কুত্সা’ ছাড়া কিছুই নয়। সেখানে নাকি কিছুই হয়নি! ঘটনাকে অতিরঞ্জিত করে সরকারকে ব্যতিব্যস্ত করার চেষ্টা করা হচ্ছে। হলদিয়া নিয়ে আইএনটিটিইউসি-র প্রসিডেন্ট দোলা সেন এবং তৃণমূল সাংসদ শুভেন্দু অধিকারীর গলাতেও একই সুর শোনা গেল। তাঁরাও একই ভাবে বললেন গোটা ঘটনা ‘সাজানো’। সত্যের সঙ্গে এর কোনও মিল নেই।
|
আমেরিকায় আছড়ে পড়ল সর্বনাশা ‘স্যান্ডি’ |
আবহাওয়াবিদদের আশঙ্কা মতো গতকাল রাতে আমেরিকায় প্রায় ১৪৪ কিমি গতিবেগে আছড়ে পড়ল হারিকেন ‘স্যান্ডি’। এর জেরে ঝোড়ো হাওয়ার সঙ্গে শুরু হয়েছে প্রবল বৃষ্টি। সমুদ্রে প্রায় ৪ মিটার পর্যন্ত জলোচ্ছ্বাস বেড়েছে। তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি। পরিবহণ-সহ সব জরুরি পরিষেবা ভেঙে পড়েছে এই ভয়ঙ্কর ঝড়ের দাপটে। বিদ্যুত্হীন রয়েছে বিস্তীর্ণ অঞ্চল। ভেঙে পড়েছে কয়েকটি সেতু ও বহু ঘর-বাড়ি। বাতিল হয়েছে প্রায় ১২ হাজার উড়ান। ২৩ টি রাজ্যে চূড়ান্ত সতর্কতা জারি করে বলা হয়েছে আগামী কয়েক ঘণ্টায় এই ‘সর্বনাশা’ ঝড়ের দাপট অব্যাহত থাকবে। যদি সম্ভব হয়ে তাহলে ঘরের মধ্যেই থাকা নিরাপদ। এ দিকে জলোচ্ছ্বাসের জেরে সতর্কতা জারি করা হয়েছে ওয়েস্টার ক্রিক পরমাণু প্রকল্পেও। এখনও পর্যন্ত ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। প্রায় ১০ লক্ষ লোককে নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। প্রশাসনের আশঙ্কা ‘স্যান্ডির’-র জন্য প্রায় ৫ কোটি লোক ক্ষতিগ্রস্ত হতে পারেন। আগামী ২ দিন সমস্ত স্কুল, কলেজ, দফতর এমন কী নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জও বন্ধ রাখা হবে বলে প্রশাসন সূত্রের খবর। এর মধ্যেই সামান্য আশার বাণী শুনিয়েছেন আবহাওয়াবিদরা। দাপট অব্যাহত থাকলেও ধীরে ধীরে শক্তি কমছে ‘স্যান্ডি’-র।
|
সন্তোষপুর স্টেশন সংলগ্ন ঝুপড়িতে আগুন, বন্ধ রেল চলাচল |
আজ সকালে শিয়ালদহ-বজবজ শাখার সন্তোষপুর স্টেশন সংলগ্ন ঝুপড়িতে আগুন লাগার কারণে ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে এই শাখায়। আগুন থেকে বাঁচতে অনেকেই রেল লাইনের উপরই আশ্রয় নিয়েছেন। ১ নম্বর প্ল্যাটফর্মেও এই আগুন ছড়িয়ে পড়েছিল। খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের ৩টি ইঞ্জিন আসে। যাত্রী সুরক্ষার জন্য ওভারহেড তারের বিদ্যুত্ সংযোগ বন্ধ করা হয়। এখন পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে আসলেও ট্রেন চালানো সম্ভব হয়নি। কি ভাবে এই দুর্ঘটনা ঘটল সে সম্বন্ধে এখনও কিছু জানা যায়নি। রেল সূত্রের খবর, আর কিছু ক্ষণের মধ্যেই ট্রেন চালানোও সম্ভব হবে। |