খেয়াল রাখুন
তথ্য সংকলন: কৌলিক ঘোষ

রিয়েল এস্টেট ম্যানেজমেন্ট
কনফেডারেশন অফ রিয়েল এস্টেট ডেভেলপার্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া (ক্রেডাই বেঙ্গল)-র সহযোগিতায় রিয়েল এস্টেট ম্যানেজমেন্ট-এর একটি পাঠ্যক্রম চালু করল আই-লিড। রিয়েল এস্টেট ব্যবসার ফিনান্স, মার্কেটিং, প্রজেক্ট ম্যানেজমেন্ট, কনস্ট্রাকশন কস্ট ম্যানেজমেন্ট-সহ বিভিন্ন বিষয় পড়ানো হবে এতে। বিষয়টি পড়াতে আমেরিকায় ইউনিভার্সিটি অফ মেরিল্যান্ডের ক্লোভিন ইনস্টিটিউট অফ রিয়েল এস্টেট-এর সঙ্গেও চুক্তি করেছে আই-লিড। চুক্তি অনুযায়ী পরস্পরের পাঠ্যসূচি, পড়ুয়া ও শিক্ষক বিনিময় করে পড়াবে প্রতিষ্ঠান দু’টি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন, ১০+২ উত্তীর্ণরা ভর্তি হতে পারবেন কোর্সটিতে। বিস্তারিত জানতে ফোন করুন (০৩৩)৪০১৮-২০০০ নম্বরে। দেখে নিন www.ilead.net.in ওয়েবসাইট।

হোটেল ম্যানেজমেন্ট পড়তে
আগামী ২০১৪ সালের হোটেল ম্যানেজমেন্ট প্রবেশিকার জন্য এখনই একটি দীর্ঘমেয়াদি প্রস্তুতি পাঠ্যক্রম শুরু করছে প্রশিক্ষণ কেন্দ্র ক্যারি-অন। যাঁরা একাদশ শ্রেণির পড়ুয়া এবং দ্বাদশ পেরিয়ে কেন্দ্রীয় পর্যটন মন্ত্রকের অধীন ন্যাশনাল কাউন্সিল অফ হোটেল ম্যানেজমেন্ট অ্যান্ড কেটারিং টেকনোলজি আয়োজিত সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষায় বসতে চান, তাঁরা ভর্তির জন্য যোগাযোগ করুন। আসন ২০টি। ভর্তি শুরু হয়েছে। আর্টস, সায়েন্স ও কমার্স যে কোনও শাখার পড়ুয়ারাই প্রশিক্ষণ নিতে পারবেন।
অন্য দিকে, যাঁরা ২০১৩-এ হোটেল ম্যানেজমেন্ট প্রবেশিকা পরীক্ষা দিতে চান, তাঁদের জন্য একটি স্বল্পমেয়াদি পাঠ্যক্রমও এনেছে ক্যারি অন। এর জন্য নাম নথিভুক্তিকরণ চলছে এখন। ২০১৩-এ যাঁরা ১০+২ দিচ্ছেন বা ইতিমধ্যেই ১০+২ পাশ করেছেন, তাঁরা ভর্তি হতে পারেন। আসন ৪০টি। এই সমস্ত বিষয়ে বিশদে জানতে ও ভর্তি হতে যোগাযোগ করুন ৯৬৭৪৪৮৮০১৪ নম্বরে।

প্রাথমিক শিক্ষক হওয়ার জন্য
আগামী ডিসেম্বরেই হতে পারে রাজ্যে প্রাথমিক শিক্ষিক-শিক্ষিকা নিয়োগের পরীক্ষা। এর জন্য বালিগঞ্জের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ গভর্নমেন্ট সার্ভিসেস চালু করতে চলেছে তিন ধরনের সুবিধাজনক প্রশিক্ষণ ব্যবস্থা। ১) শুধু মক টেস্ট। ২) মক টেস্ট ও স্টাডি মেটিরিয়াল। ৩) পুরোদস্তুর ক্লাসরুম কোচিং। ভর্তির প্রক্রিয়া চালু হয়ে গেছে। ১৮ থেকে ৪০ বছর বয়সীরা ভর্তির যোগ্য। শিক্ষাগত যোগ্যতা হিসেবে ৫০% নম্বর-সহ ১০+২ পাশ করলেই চলবে। প্রসঙ্গত, একই সঙ্গে রেল, ব্যাঙ্ক, স্টাফ সিলেকশন কমিশন ইত্যাদি বিভিন্ন সরকারি চাকরির জন্যে প্রশিক্ষণ দেওয়াও শুরু হচ্ছে এখানে। বিস্তারিত তথ্যের জন্যে যোগাযোগ করুন ৯৮৩০৮৬৩৩১৮ নম্বের।

আপনার প্রশ্ন
বিশেষজ্ঞের উত্তর

প্রশ্ন: পরের বছর মাধ্যমিক দেব। ছোট থেকে আমার আগ্রহ ইঞ্জিনিয়ারিং পড়ার। কিন্তু আর্থিক ক্ষমতা নেই।

উত্তর: এখন থেকেই যে ভাবে তুমি নিজের লক্ষ্যে পৌঁছনোর কথা ভাবছ, তা রীতিমতো তারিফযোগ্য। তবে এটা সত্যি যে, আর্থিক সঙ্গতির সঙ্গে ইঞ্জিনিয়ারিং পড়ার বিষয়টি কিছুটা হলেও জুড়ে রয়েছে। যেমন, এখন রাজ্যের বিভিন্ন বেসরকারি কলেজে চার বছরের বি-টেক পড়ার খরচ প্রায় তিন লক্ষ টাকা। অবশ্য দুস্থ পড়ুয়াদের জন্য টিউশন ফি (টি এফ ডব্লিউ) মকুবের সুবিধা রয়েছে।
পাশাপাশি, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং পড়ার লক্ষ্যে এগোতে পারেন। খরচ সেখানে একটু কম। বছরে ২,৪০০ টাকার মতো। বেসু ও অন্য সরকারি কলেজেও খরচ যে কোনও বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের তুলনায় অনেক কম।
তবে একটা কথা মাথায় রাখবেন। যাদবপুর বা বেসুর মতো প্রতিষ্ঠানে ভর্তির চাহিদা বিপুল। কাজেই ১০+২-এ বিজ্ঞান নিয়ে পড়াশোনা করে জয়েন্টে খুব ভাল ফল করার চেষ্টা করো। তা হলে আর্থিক সঙ্গতির বিষয়টি হয়তো লক্ষ্য ছোঁয়ার পথে তেমন বাধা তৈরি করতে পারবে না।
ইঞ্জিনিয়ারিং কেরিয়ারের পথে এগোনোর জন্য আপনাকে আর একটি পথের সন্ধানও দিয়ে রাখি। মাধ্যমিক পাশ করার পর রাজ্যে প্রায় ৮০টি পলিটেকনিক কলেজে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়া যেতে পারে। আর তিন বছরের পলিটেকনিক ডিপ্লোমা পড়ার খরচও অনেক কম। শুধু তাই নয়, পলিটেকনিক কলেজে ডিপ্লোমা করার পর ল্যাটেরাল এন্ট্রি স্কিম-এর মাধ্যমে আপনি বি-টেকের দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তি হতে পারবেন। যা তুলনায় সুবিধাজনক। আর চাকরির ক্ষেত্রেও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের সুযোগ রয়েছে যথেষ্ট।

প্রশ্ন: আমি এখন একাদশ শ্রেণিতে পড়ছি। ইচ্ছে আই এস আই অর্থাৎ ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট থেকে বি-স্ট্যাট বা বি-ম্যাথ পড়ার। ভর্তির জন্য কী করব?

আএসআই। কলকাতায়।
উত্তর: কলকাতার আই এস আই-তে পড়ানো হয় বি-স্ট্যাট (অনার্স)। তিন বছরের এই পাঠ্যক্রমে ভর্তির জন্য ১০+২ স্তরে অঙ্ক এবং ইংরেজি বিষয় দু’টি থাকা আবশ্যিক। আবেদনপত্র পাওয়া যায় ফেব্রুয়ারি-মার্চ নাগাদ।
লিখিত প্রবেশিকা পরীক্ষা নেওয়া হয় মে মাস নাগাদ। অন্য দিকে, বেঙ্গালুরুর ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটে পড়ানো হয় বি-ম্যাথ। এই পাঠ্যক্রমটিও তিন বছরের। প্রসঙ্গত, দু’টির জন্যই আলাদা আলাদা প্রবেশিকা পরীক্ষা নেওয়া হয়। প্রবেশিকা পরীক্ষার সিলেবাস, আগের বছরের প্রশ্ন-সহ সমস্ত কিছুই ‘আই এস আই’-এর www.isical.ac.in ওয়েবসাইটে দেখা যাবে।


প্রশ্ন: সামনের বছর উচ্চমাধ্যমিক দেব। ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্টে পড়তে চাই। এর জন্য যে প্রবেশিকাটি দিতে হয়, সেটি সম্পর্কে বিশদ তথ্য জানাবেন?
আই আই এইচ এম কি সরকারি?

উত্তর: দেশে ৩৩টি ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট (আই এইচ এম) রয়েছে। এগুলিতে এবং ১৯টি বেসরকারি হোটেল ম্যানেজমেন্ট শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির জন্য ন্যাশনাল কাউন্সিল অফ হোটেল ম্যানেজমেন্ট অ্যান্ড কেটারিং টেকনোলজি (এন সি এইচ এম সি টি) একটি সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা নেয়। যারা ১০+২ দিচ্ছেন বা ১০+২ উত্তীর্ণ হয়েছেন, তাঁরা বসতে পারেন। বয়স হতে হবে ২২ বছরের কম। তফসিলি জাতি ও উপজাতিদের ক্ষেত্রে এ ক্ষেত্রে তিন বছরের ছাড় দেওয়া হয়।
দীর্ঘ প্রস্তুতিই সাফল্যের মন্ত্র।
এপ্রিল নাগাদ পরীক্ষা হয়। তিন ঘণ্টার পরীক্ষায় থাকে, নিউমেরিক্যাল এবিলিটি অ্যান্ড সায়েন্টিফিক অ্যাপ্টিটিউড (৩০টি প্রশ্ন), রিজনিং অ্যান্ড লজিক্যাল ডিডাকশন (২০টি প্রশ্ন), জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স (৩০টি), ইংরেজি (৬০টি) ও অ্যাপ্টিটিউড টেস্ট ফর সার্ভিস সেক্টর (৫০টি প্রশ্ন)। লিখিত পরীক্ষার নম্বরের ভিত্তিতে মেধাতালিকা তৈরি হয়। সেই মাফিক প্রার্থী বাছে প্রতিষ্ঠান।
এখানে একটা কথা বলে রাখি, হোটেল ম্যানেজমেন্ট প্রবেশিকাটির মেধা তালিকার প্রথম দিকে থাকতে হলে দীর্ঘমেয়াদি প্রস্তুতি জরুরি। কারণ ১০+২-এর পাঠ্যসূচির সঙ্গে প্রবেশিকার পাঠ্যসূচির ফারাক অনেকটাই।
আর আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তরে বলি, আই আই এইচ এম সরকারি নয়, বেসরকারি প্রতিষ্ঠান।


প্রশ্ন: রসায়নে অনার্স পড়ছি। ইন্ডিয়ান ফরেন সার্ভিস পরীক্ষায় বসতে চাই। এর জন্য কী যোগ্যতা প্রয়োজন? আমি অন্যান্য অনগ্রসর শ্রেণিভুক্ত।

উত্তর: ইন্ডিয়ান ফরেন সার্ভিস নামে পরীক্ষা নেই। ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের (ইউপিএসসি) সিভিল সার্ভিসেস পরীক্ষা দিয়ে যোগ দেওয়া যায় ইন্ডিয়ান ফরেন সার্ভিসে। যে কোনও শাখায় ১০+২+৩ উত্তীর্ণ হলেই এই পরীক্ষায় বসা যায়। সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ২১-৩০ বছর। অন্যান্য অনগ্রসর শ্রেণিভুক্তদের জন্য তিন বছরের ছাড় রয়েছে। অর্থাৎ আপনি ৩৩ বছর বয়স পর্যন্ত পরীক্ষা দিতে পারবেন। আবার সাধারণ প্রার্থীরা যেখানে সর্বোচ্চ ৪ বার পরীক্ষাটি দিতে পারেন, সেখানে আপনি ৭ বার পর্যন্ত বসতে পারেন।

উত্তর পেতে চিঠি লিখুন নীচের ঠিকানায়
আপনার প্রশ্ন বিশেষজ্ঞের উত্তর,
কাজের বাজার, ব্যবসা বিভাগ,
৬, প্রফুল্ল সরকার স্ট্রিট, কলকাতা- ৭০০০০১।


নিম্নোক্ত ই-মেল-এও আপনার প্রশ্ন পাঠাতে পারেন:


Content on this page requires a newer version of Adobe Flash Player.

Get Adobe Flash player


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.