আন্তর্জাতিক মহাকাশ গবেষণা কেন্দ্র থেকে নির্বিঘ্নে ফিরে এল চালকহীন মহাকাশযান (ক্যাপসুল) স্পেস এক্স। আজ স্থানীয় সময় বেলা ১২টা ২২ মিনিটে প্রশান্ত মহাসাগরের বুকে প্যারাসুটে করে এসে পড়ে স্পেস এক্স। পরে তাকে জল থেকে তুলে নিয়ে যান উদ্ধারকারীরা। |
ভারতীয় বংশোদ্ভূত মহাকাশ বিজ্ঞানী সুনীতা উইলিয়ামসের নেতৃত্বে আরও পাঁচ বিজ্ঞানী রয়েছেন মহাকাশের গবেষণা কেন্দ্রে। ৭ অক্টোবর তাঁদের উদ্দেশে খাবার, জামা-কাপড়, যন্ত্রাংশ সব মিলিয়ে সাড়ে চারশো কেজি ওজনের জিনিস পাঠানো হয় ক্যাপসুলে করে। ফেরার সময় সে সঙ্গে করে নিয়ে এসেছে ভাঙা যন্ত্রপাতি। |
প্রশান্ত মহাসাগরের প্যারাসুটে করে নামার পর স্পেস এক্স। ছবি: রয়টার্স |
গবেষণার জন্য এত দিন ধরে সংগ্রহ করা নানা উপাদানও। মহাকাশ গবেষণার ইতিহাসে স্পেস এক্সই প্রথম বাণিজ্যিক যান যা নাসার সঙ্গে এক বেসরকারি সংস্থার চুক্তিতে তৈরি হয়েছে। ভবিষ্যতে এ রকমই আরও ১১টি অভিযানের পরিকল্পনা আছে নাসার। |